নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

বলাগার রাজীব নুরকে বলছি

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৩



শ্রী রাজীব নুর ব্রহ্মচারী আপনি ধর্ম মানেন না ভালো কথা এটা আপনার নিজস্ব বিশ্বাসের ব্যাপার। আপনি ধর্ম মানতে কোন বাধ্যবাধকতার মধ্যে নেই তথাপী আপনি অযাচিতভাবে ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি, অপব্যাখ্যা, মিথ্যাচার, বিকৃতি করে ব্লগে উপস্থাপন করেন ইহা কোন ভাবেই কাম্য নহে। ইসলাম ধর্ম আপনার পছন্দ না খুবই ভালো কথা কিন্তু আপনি ধর্মনিয়ে উল্টাপাল্টা আজেবাজে কথা লেখেন এটা মো্টেও সমীচিন নহে।

পনার কাছে অনুরোধ থাকবে আপনি ছাইপাশ যা-ই লিখুন কোন সমস্য নেই কিন্তু আপনি ইসলাম ধর্ম নিয়ে লিখবেন না। আপনার মতো বিকারগ্রস্থ লোক বিকৃত ব্যাখ্যা করে বিকৃত রুচির বহিপ্রকাশ ঘটাবেন তা ধর্ম বিশ্বাসীদের মনে আঘাত করে।

পনি দাবী করেছেন যে, আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা। এই কথাটির মধ্যেও বিকারগ্রস্থ লোকের হতাশার প্রতিফলন লক্ষ্য করা যায়। একটা কথা মনে রাখবেন পাগলকে পাগল বললে সে ক্ষেপে যায়।

মন্তব্য ৫৩ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৬

যারীন তাসনীম আরিশা বলেছেন: উনি নিজেকে মুক্ত চিন্তার মানুষ দাবী করে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অপব্যাখা, ভুল ব্যাখ্যা, বিকৃত উপস্থাপন, আজেবাজে উল্টাপাল্টা লেখা কোন মুক্ত চিন্তা না। এটাকে স্বাধীনতাও বলেনা। উনার যত ক্ষোভ ইসলাম ধর্ম নিয়ে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: চোরে না শুনে ধর্মের কাহিনী।

কেউ যখন ভুল করেও নিজের নিজের ভুল অনুভব করতে পারে না। তাকে জ্ঞান দিয়া লাভ নাই।

একজন বারবার ব্লক খেয়েও এসে আবার মানুষকে হেয় করে মন্তব্য করে। স্বভাব বদলায় না এদের । যার হয় না সাত এ তার কী সত্তরে হবে?

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের স্বভাব সাতে পাল্টায়নি সত্তরে আর কীভাবে পাল্টাবে? সবসময়ই উল্টাপাল্টা আজগুবী গাঁজাখোরী কথাবার্তা বলে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনার পুরা মাথায় গেছে কী লেখে নিজেও জানেনা সব আজগুবী টাইপের। ধর্ম নিয়ে সবমসয় বানোয়াট কথা লেখে। কেউ প্রতিবাদ করেনা।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৯

অরণি বলেছেন: শ্রী রাজিব নুর ব্রহ্মচারী নামটি যথযথ হয়েছে। উনি সবসময়ই ফালতু উল্টাপাল্ট ভুলভাল লেখে ধর্ম নিয়ে।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০১

জটিল ভাই ২.০ বলেছেন:
ভাই, কামের কামতো কিছুই হইবো না। বরং কিছু নিষ্পাপ শব্দ হত্যা করলেন :(
কার ল্যাঞ্জা জানি ঘি দিয়া মালিশ করলেও সোজা হয় না? :P

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০১

কু-ক-রা বলেছেন: উহা (রাজীব নূর) উহার (পাঁদগাজির) অনুগামী, উহার হৃদয়ে নৈতিকতা বা আত্মসন্মানের কোনো বোধ নাই। উহা প্রতিনিয়ত ইসলাম ধর্ম ও ধর্মবিশ্বাসীদের প্রতি বিষোদ্গার করিয়া, মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে উস্কানি দিতেছে। উহার কলম হইতে সত্য উচ্চারিত হয় না, বরং উহা মিথ্যা, বিকৃতি ও বিদ্বেষ ছড়াইতে ব্যস্ত। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষকে বিভ্রান্ত করিয়া নিজেদের স্বার্থ সিদ্ধি করা উহার একমাত্র উদ্দেশ্য।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৫

লুধুয়া বলেছেন: আপনি কী ধর্মের ঠিকাধার। আপনি সবকিছু লিখছেন। সামু ব্লগে কী হচ্ছে। যারাই একটু ভিন্নমতের লিখা লেখে তাদের সবাই কে দল বেঁধে অ্যাটাক korse। আমি সামু টিম বলব কে যেভাবে শুরু হয়েসে ।আরকয়েকদিন পরে এই গ্যাং র ছাড়া কেও টিকবেনা। লাগাম ধরেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন:






পোস্ট করেছি: ১টি
মন্তব্য করেছি: ৪৫টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ২ মাস ২ সপ্তাহ
অনুসরণ করছি: ২ জন
অনুসরণ করছে: ০ জন

এই কয়দিনেই তুমি কী ব্লগের ঠিকাদারী নিয়েছো? তুমি কার মাল্টি নিক?

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৬

এ পথের পথিক বলেছেন: উনি নিজেকে বিশ্বাসী বলে দাবি করে আবার ইসলাম নিয়ে কটূক্তি করে ।
ইসলাম নিয়ে পড়াশোনা করবে না উল্টা উইলিয়াম মুর বা মফা বা নুরের ভক্ত বলে মনে করি । উনি আবার গুরু ধরা লোক ।
-------
রাজিব নুরের প্রতি উদাত্ত আহবান থাকবে ইসলাম নিয়ে পড়াশোনা করুন অথেনটিক সোর্স থেকে । আর বাল ছাল লিখতে চাইলে রাজনীতি নিয়ে লিখুন ইসলাম নিয়ে নয় ।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমি এরকম নির্লজ্ব লোক আর দেখিনি। একেবারে ফালতু লোক। মিথ্যা কাল্পনিক কথা নিজের বলে চালিয়ে দেয়।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৯

ঊণকৌটী বলেছেন: এই অসহিষ্ণু মতামত মুসলিম ধর্মের মধ্যে বিদ্যমান,যে কোন ব্যাক্তি তার নিজস্ব মতামত তুলে ধরতে পারেন, তাতে আপনি না বা নিষেধ করার কে? প্রয়োজনে বিশুদ্ধ তর্ক যুদ্ধে নামতে পারেন কিন্তু আপনি কারোর মুখ বন্ধ করার কথা বলতে পারেন না | আর এই আপনাদের মতো মানুষদের জন্যই আজকে মুসলিম ধর্মের এই অবস্থা, দিনে দিনে অশিক্ষিত লোকজন ছাড়া কেউ আকৃষ্ট হবে না এই ধর্মের প্রতি, কারণ আপনার মতো মানুষদের অসহিষ্ণু মতের জন্য | বিশেষ করে আপনি এই সম্প্রদায় এর জন্য ক্ষতিকর, ধন্যবাদ |

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখানে আপনি অসহিষ্ণুতার কি পেলেন? প্রতিবাদ হচ্ছে তার মিথ্যা ভুলভাল লেখা নিয়ে।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৫

অনন্য দায়িত্বশীল বলেছেন: ঊণকৌটী সত্য লিখতে তো কোন বাধা কেউ দেয়নি উনি যা লিখেছেন তার ৯৫ % মিথ্যা ও বানোয়াট এটাতো স্বাধীনতা নয়। আপনার দেশে যেমন আপনারা গোমাতার বিশ্বাসকে কেন্দ্র করে মুসলিমদের পিটিয়ে, পুড়ে মারেন এরকম স্বাধীনতা আমাদের দেশে দরকার নেই।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৬

ঊণকৌটী বলেছেন: আমার ধারণা আপনি বা আপনারা ব্লগের আপনার সাথের সহকর্মী রা ,রাজীব কে মারার বা ক্ষতির চিন্তা করছেন, কারণ এইটাই আপনার ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে |একবার ভাবুন বিশ্ব কেন আপনাদের মতো মৌলবাদী দের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছে |

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুঁচ বলে চালুনিরে তোর অনেক ফু্টো! আগে আপনার ধর্ম নিয়ে ভাবুন একটু ভাবতে শিখুন। গোমাংস খাওয়া, রাখা এবং পরিবহণকে কেন্দ্রকরে আপনার মতো উগ্ররা কত মুসলমানকে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলেছেন সেটা আগে চিন্তা করেন। এখানে আপনার এতো আতেঘা লাগছে কেন? এখানে তাকে মারা বা ক্ষতির প্রশ্নই বা আসছে কেন? এখন তো আপনাদের হাসিনা আফা নেই যে, হত্যা করে জঙ্গী জঙ্গী নাটক সাজাবে?

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৬

ঊণকৌটী বলেছেন: আমার ধারণা আপনি বা আপনারা ব্লগের আপনার সাথের সহকর্মী রা ,রাজীব কে মারার বা ক্ষতির চিন্তা করছেন, কারণ এইটাই আপনার ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে |একবার ভাবুন বিশ্ব কেন আপনাদের মতো মৌলবাদী দের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছে |

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৮

সাইফুলসাইফসাই বলেছেন: রাজীব নুর নেতিবাচক বুঝে ও লেখে

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩১

ঊণকৌটী বলেছেন: দায়িত্বশীল বলেছেন: ঊণকৌটী সত্য লিখতে তো কোন বাধা কেউ দেয়নি উনি যা লিখেছেন তার ৯৫ % মিথ্যা ও বানোয়াট এটাতো স্বাধীনতা নয় কোনটা সত্য আর সত্য না সেইটা আমরা সাধারণ মানুষের পক্ষে সমাধান সম্ভব না, কিন্তু উনি রাজীব কে লেখতে না করার কে, স্বঘোষিত মৌলবাদী,নিজের চরিত্র প্রকাশ না করে উনাকে হুমকি না দিয়ে যুক্তি দিয়ে বোঝাতে পারেন | আর সনাতন ধর্ম সবার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, এই পৃথিবীর সবাই হিন্দু দের আপন জন, আর আপনিও এই অঞ্চলে বাস করেন তো আপনিও একজন হিন্দু কারণ সিন্ধু সভ্যতা থেকেই এই অঞ্চলের সকল কেই হিন্দু বলে অভিহিত করে থাকে | সবচেয়ে বড় কথা আপ্নার পূর্বপুরুষ যদি আরব থেকে আসলে আপনি সহি মুসলিম আর না হলে ভারত ভূমি যদি পূর্বপুরুষ এর বাসস্থান হয় তবে তো আপনিও হিন্দুই

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি তো একটা আজব টাইপের লোক। রাজীবকে লিখতে কে বারন করেছে? আর হুমকিই বা এখানে কী দেওয়া হলো? আপনি যে একটা উগ্রলোক ও মৌলবাদী সেটা প্রমানিত।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৮

ঊণকৌটী বলেছেন: আমি গরুর মাংস বা শুয়োরের বা কাছিম মাংশ তফাত বুঝতে পারিনা তবে আপনি যদি শুয়োরের মাংশ বা কাছিম এর মাংশ খান তবে এই জীবনে আর গরুর মাংস খাবেন না! এইটা গ্যারান্টি একবার টেস্ট করেন|

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতীয় উগ্রবাদী এখানে কোথায় পেলো রাজীব কে মারা বা ক্ষতি করার কথা? এদের কাজই হলো অযাচিত কথা বলা।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৫

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: সৈয়দ মশিউর রহমান ভাই, আমি কোনো পক্ষ নিচ্ছি না, তবে এটুকু বলতে চাই—রাজীব নুর সাহেবের সাম্প্রতিক একটি পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নতুন নকিব ভাই রেফারেন্সসহ সুন্দরভাবে তার জবাব দিয়েছেন। আমার মনে হয়, কারও লেখার বিষয়ে গাইডলাইন দেওয়ার চেয়ে তাকে স্বাধীনভাবে লিখতে দেওয়া উচিত। যদি তিনি ভুল বা বিভ্রান্তিকর কোনো তথ্য দিয়ে থাকেন, তাহলে সত্য তথ্য উপস্থাপন করে তা সংশোধনের সুযোগ সবার রয়েছে। অন্যথায়, চাদগাজির সঙ্গে আমাদের পার্থক্য কী থাকলো? চাদগাজি তো বরাবরই আমাদের কী লিখতে হবে, কিভাবে লিখতে হবে—সেটা ডিকটেট করার চেষ্টা করতো, তাই না?

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৪

আরোগ্য বলেছেন: তার শুভ বুদ্ধির উদয় হোক।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৪

ঊণকৌটী বলেছেন: শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: সৈয়দ মশিউর রহমান ভাই, আমি কোনো পক্ষ নিচ্ছি না, তবে এটুকু বলতে চাই—রাজীব নুর সাহেবের সাম্প্রতিক একটি পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নতুন নকিব ভাই রেফারেন্সসহ সুন্দরভাবে তার জবাব দিয়েছেন। আমি এইটাই বলতে চেয়েছি সবাইকে মুক্ত মতামত দিতে সুযোগ দেওয়া উচিত, অন্যথায় ব্লগ টা পচে যাবে, গালাগালি একে অপরকে দোষারোপ হতে হতে শেষ হয়ে যাবে | আর এইটাই আমাদের বাঙ্গালীদের বৈশিষ্ট্য অন্যের দোষ ধরতে পারদর্শী, যাই হোক মশিউর রহমান আপনার কথার উত্তরে আমিও বলেছি ক্ষমা প্রার্থী,খারাপ নিয়েন না আপনার গরু ভালো লাগলে আমারও শুয়োরের বা কাছিম ভালো লাগে, গরু বা শুয়োরের মাংশ ফ্যাক্টর না তফাৎ মানসিকতার উদার হোন ভালো মানুষ হোন

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি জানি আপনি গঠনমূলক কথা বলেন কিন্তু আপনি রাজীবকে মারা বা ক্ষতির করা কথা বলাতে আমি বেশ কষ্ট পেয়েছি সেই সংগে আমাকে মৌলবাদী আখ্যা দিয়েছেন যেটা আপনার কাছে অন্ততপক্ষে কোনভাবেই কাম্য ছিলনা। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমিও ক্ষমা প্রার্থী। ধন্যবাদ ভালো থাকবেন।

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৯

ঊণকৌটী বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতীয় উগ্রবাদী এখানে কোথায় পেলো রাজীব কে মারা বা ক্ষতি করার কথা? এদের কাজই হলো অযাচিত কথা বলা। বাংলাদেশে যে মব কালচার চলছে,সেইটা বিশ্ববাসি জানে|

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৭

রাসেল বলেছেন: জেনেশুনে সুস্থ মানুষ কখন ভুল তথ্য দিবে, বলতে পারেন?

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৬

একজন নিষ্ঠাবান বলেছেন: এই লোকটা সবসময় হাবিজাবি লেখে।

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি একটু ব্যস্ত আশাকরি পরে সবার উত্তর দেওয়া চেষ্টা করবো।

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২২

এনামেল হউক বলেছেন: হারামজাদা রাজীব জারজ কুত্তা। ওর বাপে যে পরকীয়া করে দ্বিতীয় বিয়ে করসিল, সেইটা কি ব্লগে আর কেউ জানে (এখন জানল)? এই হীনমন্যতায় বেজন্মাটা নিজের কল্পনা মিশায়ে যা-তা লেখা শুরু করসে।

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- রাজীব সাহেব নিজে বিভ্রান্ত মানুষ। তিনি এক পোস্টে যা লিখবেন পরের পোস্টে আর উল্টো কিছু লিখবেন সেটাই নিয়মের মধ্যে পরে গেছে। উনাকে কিছু বলে কোনো লাভ হবে মলে আমার মনে হয় না।

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০০

কথামৃত বলেছেন: যুক্তি পূর্ণ কথা

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৯

নতুন নকিব বলেছেন:



তিনি যেহেতু ধর্মীয় বিষয়াদিতে জ্ঞান রাখেন না, সেহেতু তার উচিত ধর্মীয় বিষয়ে অনর্থক নাক না গলানো। একজন মানুষ সকল বিষয়ে জ্ঞানী হবেন- এমনটা আশা করা যায় না। সুতরাং, যে বিষয়ে যার জ্ঞান নেই সেই বিষয়ে ভুল এবং অপতথ্য ছড়িয়ে বিবাদ এবং ফিতনা সৃষ্টি করা গর্হিত অন্যায়। এটা কোনোভাবেই কাম্য নয়। তাই তাকে অনুরোধ করবো, তিনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়েই যেন লিখতে চেষ্টা করেন।

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৬

কামাল১৮ বলেছেন: ধর্ম সমুহ দাঁড়িয়ে আছে প্রমানহীন কিছু দাবির উপর।আমি বিশ্বাস করি ব্লা—ব্লা।এখানে প্রমান কোন মৌলিক বিষয় নয়।

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৫

আদিত্য ০১ বলেছেন: আপনারা পারেন ঐ একটাই, মতের মিল না হলেও শেষ করে দিতে। পাকিদের আর কাজ কি।

৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:৩৬

আহরণ বলেছেন: ইসলাম ধর্ম পঁচে গেছে। ফাঁকিস্তান, তালেবান, বঙ্গুস্তান............ এর দিকে তাকালেই বুঝা যায়, সন্দেহ আছে...... @ ভাইয়া???

@ রাজীব নুর ভাইয়া, আপনি চালিয়ে যান........... ধন্যবাদ।

৩২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:৫০

এনামেল হউক বলেছেন: আসছে আরেক খাপো আহরণ @ ভুদাইয়া???

৩৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি কি মরুভূমির ডাকাতের কথা বলছেন?

৩৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০৮

ধুলো মেঘ বলেছেন: এ কেমন কথা? ইসলাম তো একটা ধর্মমত/জীবন ব্যবস্থা ছাড়া কিছু নয়। এর কোন নেগেটিভ ইস্যু নজরে এলে সেটা হাইলাইট করবেনা? প্রশ্ন উঠলে সেটা করবেনা? এখনকার যুগ আগের মত নেই। প্রশ্নাতীত আনুগত্য বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই জন্ম দেয়না। ইসলাম অযৌক্তিক কোন ধর্ম নয়, এখানে প্রতিটি প্রশ্নের অত্যন্ত যৌক্তিক জবাব আছে। তাই প্রশ্ন উঠানোর সুযোগ খোলা রাখতে হবে। ইসলাম নিয়ে কারো প্রশ্ন থাকলে সেটা করার সুযোগ দিতে হবে।

৩৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে পাগল, ছাগল, সাইকোপ্যাথ, বদমাশ সবার লেখার অধিকার আছে। ওনারা পাগলামি, ছাগ্লামি বা বদমাইশি করলে ওনাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝাতে হবে। ধীরে ধীরে তারা ভালো হয়ে যাবে। :)

৩৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৯

অগ্নিবাবা বলেছেন: সাড়ে চুয়াত্তর ভাইয়ের সাথে একমত, তিনি আমার অত্যাচার সহ্য করতে না পেরে আমাকে ব্লক করে দিয়েছেন। তিনি খুব ভালো ভালো উপদেশ দিয়ে থাকেন, সেই সাথে মাথায় হাতও বুলিয়ে থাকেন।

৩৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৪

করুণাধারা বলেছেন: আমি শুনেছি জার্মানি, ইউরোপের অন্যান্য দেশ এমনকি আমেরিকাতেও যাওয়া যায় নিজেকে জঙ্গিদের হুমকির শিকার প্রমাণ করতে পারলে।‌ আমার ধারণা রাজীব নুর এই চেষ্টা করছেন। নাহলে এমন উষ্কানি মূলক লেখা লিখবে কেন?

তাঁর ঘেউ ঘেউয়ের সাথে সুর মেলাচ্ছে তার মত কজন। এদের নিয়ে আপনি সময় নষ্ট করছেন কেন?

৩৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৬

নতুন বলেছেন: রাজিব নুর ভাই রেফারেন্স ছাড়া লেখেন সেটা ঠিক না।


এনামেল হউক বলেছেন: হারামজাদা রাজীব জারজ কুত্তা। ওর বাপে যে পরকীয়া করে দ্বিতীয় বিয়ে করসিল, সেইটা কি ব্লগে আর কেউ জানে (এখন জানল)? এই হীনমন্যতায় বেজন্মাটা নিজের কল্পনা মিশায়ে যা-তা লেখা শুরু করসে।

কিন্তু ধর্মের কান্ডারীরা ধর্ম নিয়ে লেখার জন্য তাকে গালাগালী করছে ? আর বাকিরা তার গালাগালী সমর্থন করছেন? এটাই কি ধর্মীয় শিক্ষা?

ধর্মের কাউকে নাম বিকৃত করে ডাকা জায়েজ নাই। কাউকে গালী দেওয়া জায়েজ নাই।

নিজেরাই যদি ধর্মীয়্ উপদেশ না মানেন আপনারা কিভাবে ধর্মী রক্ষার ঠিকদারী পেলেন?

৩৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

নতুন বলেছেন: কু-ক-রা বলেছেন: উহা (নতুন) একজন সুশীল এবং উহাদের (পাঁদগাজী এবং পার্ভার্ট রাজীব নুরদের) সিমপ্যাথাইজার। উহাদের মত সুশীলের কারণেই বাংলাদেশে ধর্ম-অবমাননা সংক্রান্ত অস্থিরতা জিয়াইয়া থাকে। উহাদেের (নতুনদের) মতন সুশীলদের উদাহরন হইল ঐসব ভন্ডের মত যাহারা নিজেরা ডাকাতি করে না বটে, কিন্তু ডাকাতদের পক্ষে সাফাই গায়।


হা হা হা।

আল্লামা কুকরা যারা নিজেই ধর্মীয় নিয়ম মানেনা আপনি এসেছেন ব্লগে ধর্ম উদ্ধার করতে।

‘হে ঈমানদারগণ! কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডাকবে না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবাহ না করে তারাই অত্যাচারী।’ (সুরা হুজরাত : আয়াত ১১)

ব্লগার চাদগাজীর নাম বিকৃত করে আপনি কোরানের আয়াতের নির্দেশের অবমাননা করেছেন। আপনার কাছে ব্লগের মানুষ ধর্ম অবমাননা সম্পর্কে জ্ঞান নেবে?

৪০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

কু-ক-রা বলেছেন: উহা (ঊণকৌটী) অনধিকার চর্চার মত আচরণ করিতেছে, উহার নিজের দেশের মানুষ গরু খাওয়ার অভিযোগে পিটাইয়া মানুষ মারে, অথচ উহা এইখানে আসিয়া আমাদিগকে উপদেশ দেয়। উহার (ঊণকৌটীর) আচরণের মধ্যে এক ধরণের "ভদ্রতার সুযোগ লইয়া অযাচিত উপদেশ দান করিবার" মত মানসিকতা দেখা যাইতেছে। উহা (ঊণকৌটী) সৎ হইলে উহার নিজের দেশের সমস্যা নিয়া আগে কথা বলিত। উহা শুধু ভন্ড-ই নহে বরং উহা চতুর এবং সুযোগ সন্ধানী।

৪১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

কু-ক-রা বলেছেন: উহা (নতুন) "ভূতের মুখে রাম নাম" টাইপ কথা বলিতেছে।

৪২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪২

জিকোব্লগ বলেছেন:



নতুন আইছে, হাফ নাস্তিক হয়ে ধর্মের কথা শুনাইতে। ধর্মের কোথায় আছে ছদ্মনামে ডাকার ?
সোনাগাজী, পাদগাজী, চাঁদগাজী , গাধাগাজী ভেড়াগাজী, ভুয়ামুক্তিযোদ্ধাগাজী, এইগুলো সবই
একই। পারলে উহার আসল নামে ডাকেন।

৪৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪৪

নতুন বলেছেন: কু-ক-রা বলেছেন: উহা (নতুন) "ভূতের মুখে রাম নাম" টাইপ কথা বলিতেছে।

কথা সহী কিনা সেটা কন।

আমি কইলে ও আপনার আয়াত অবমাননা ভুল হইয়া যাইবেনা।

আপনারা কোরান অবমাননা কারির কল্লা চান। তয় নিজেই মানেনা।

৪৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪৮

জিকোব্লগ বলেছেন:



আর নাস্তিক রাজীব নুর তো মাঝে মধ্যেই এটা ১০ বছর ধরেই করে যাচ্ছে।
এ আর নতুন কী ! এবার করছে, আবার কয়েকদিন পরে করবে।

এটা সজজেই থামাতে পারেন ব্লগটিম। পোষ্টটি প্রথম পাতা ও আলোচিত ব্লগ
থেকে সরিয়ে দিলেই হলো। কিন্তু উনারা এটা কোনো এক অজানা কারণে করবেন না।

৪৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৭

নতুন বলেছেন: জিকোব্লগ বলেছেন: নতুন আইছে, হাফ নাস্তিক হয়ে ধর্মের কথা শুনাইতে। ধর্মের কোথায় আছে ছদ্মনামে ডাকার ?
সোনাগাজী, পাদগাজী, চাঁদগাজী , গাধাগাজী ভেড়াগাজী, ভুয়ামুক্তিযোদ্ধাগাজী, এইগুলো সবই
একই। পারলে উহার আসল নামে ডাকেন।


আমি হাফ নাস্তিক না। আমি ধর্মে বিশ্বাসী না। আমাকে আপনি agnostic অজ্ঞেয়বাদী বলতে পারেন।

আমি আপনাদের মতন ভন্ডামী করিনা। ধর্মের প্রিন্সিপাল না জেনে না মেনে ধর্ম উদ্ধার করতে আসি না।

আপনারা নামে ধার্মিক। এই ব্লগেই দেখছি, মানুষকে অপমান, গালাগালী, নামবিকৃত করছেন। এমনটা না করার জন্য কোরানের আয়াত আছে। সেটাও পইড়াও বুঝতে পারছেন না? আপার মতন বলতে চাচ্ছেন ছদ্দ নাম বিকৃত জায়েজ?


চাদগাজী, সোনাগাজী সম্পর্কে না জেনেই তার নাম বিকৃত করছেন!

তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তার রাজনিতিক এনালাইসিস ক্ষমতা আপনাদের থেকে হাজার গুন ভালো।

তার দোষ তিনি খারাপ ব্যবহার করেন, তার সাজা তিনি পেয়েছেন।

কিন্তা আপনারা কোরানের আয়াতের নির্দেশ অবমাননা করছেন, আবার ধর্ম উদ্ধারে জোট বাধছেন?

নতুন নকিব, সাচু ভায়ের মতন আলোচনা ঠিক আছে। আপনারা যেটা করছেন সেটা ভন্ডামী।

৪৬| ০১ লা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

জিকোব্লগ বলেছেন:



নতুন , আপনিও তাহলে রাজীব নুরের মতন সোনাগাজীর মুরিদ!

আহারে নতুন, কি পকর পকর কথা। কাজ কর্ম না থাকলে যা হয় ,
আপনার হয়েছে তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.