নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

আপাতত আওয়ামী অধ্যায় শেষ! :D

১৩ ই মে, ২০২৫ দুপুর ২:৫৮



ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কেউ কিছু বললে, পোস্ট দিলে বা মন্তব্য করলে—এমনকি বিদেশে বসে করলেও—তাদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা যাবে। দেশে ফিরলেই গ্রেপ্তার হবে। এই আদেশ অমান্যকারীরা শাস্তিযোগ্য অপরাধ করছেন বলে বিবেচিত হবেন।

নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারে আর কোনো প্রশ্ন থাকবে না। সরকারের জারি করা আদেশ অনুযায়ী পুলিশ আইনগত বৈধতা পেয়েছে।

‘পেনাল কোডের ১৮৮ ধারায় বলা হয়েছে, সরকার কোনো আদেশ জারি করলে তা অমান্যকারীকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে। এখন এই ধারা অনুযায়ী গ্রেপ্তার হবে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৫ বিকাল ৩:২৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বিচার ছাড়া এ বিষয়ে কিছু বলার অর্থ ই হচ্ছে , নিজের সময় অপচয় ।

২| ১৩ ই মে, ২০২৫ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কার্যকর হবে কী এসব আদেশ নিষেধ। মনে হয় না আমার
যে পিছলা এই দল, বিশৃঙ্খলা বাধিয়েই রাখবে

৩| ১৩ ই মে, ২০২৫ বিকাল ৩:৫৬

যামিনী সুধা বলেছেন:



শেখ হাসিনাকে হত্যা করার পক্ষে কি পরিমাণ লোক আছে বলে আপনি মনে করেন?

৪| ১৩ ই মে, ২০২৫ বিকাল ৪:১৫

সৈয়দ কুতুব বলেছেন: দশবছর মিনিমাম আন্ডার গ্রাউন্ডে ইদুরের কামড় খাইতে হবে। :)

৫| ১৩ ই মে, ২০২৫ বিকাল ৪:১৫

যামিনী সুধা বলেছেন:



আপনি আও্য়ামীর শুরু দেখছিলেন?
শেষটা কি সঠকভাবে দেখছেন, নাকি মরিচীকা দেখছেন? চশমা লগবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.