![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
বৈষম্যবিরোধী তথাকথিত ছাত্রনেতা ফকিন্নি রিয়াদের দাদা ওয়ালীউল্লাহ রিকশাচালক এবং তার বাবা আবু রায়হানও রিকশাচালক এখন দিন চুক্তিতে মজুরি দেয় অর্থাৎ দিনমজুর। যাদের কাছে ২/১ লক্ষ টাকা হিমালয় পর্বত সমান। সেই ফকিন্নিপুত চাঁদাবাজি করে কয়েক কোটি টাকার মালিক ভাবা যায়?! ছাত্রলীগ কর্মী থেকে ‘সমন্বয়ক। চাঁদাবাজির হাতেখড়ি আগেই হয়েছে।
আন্ডায় যখন ডান্ডা পরেছে তখন সে জানিয়েছে গুলশানে আওয়ামীপন্থি এক ব্যবসায়ীর জমি উদ্ধারে ৫ কোটি টাকা চুক্তি হয়েছিল। সেই চুক্তির ২ কোটি ২৫ লাখ টাকার লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে। একই সঙ্গে তার ঘর থেকে অন্তত ১০টি এফডিআরের কাগজ পাওয়া গেছে। সেগুলো সর্বনিম্ন ২ লাখ টাকা করে রাখা আছে। এ ছাড়া কয়েক মাসে রিয়াদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০-৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ মিলেছে।
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনাকেও অভিনন্দন।
এরা ছাত্রলীগের পোলাপান এরা যেখানো যাক ডাকাতী করবেই।
২| ৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৩
মায়াস্পর্শ বলেছেন: অভ্যুত্থানের সুযোগ সবাই ব্যাবহার করছে। এমনকি ওবায়দুল কাদেরও হাসিনার সাথে কথা বলে দেওয়ার জন্য লীগের নেতা কর্মীদের থেকে পয়সা পাতি নিচ্ছে শুনলাম।
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অসম্ভব কিছু না। যাদের শুরু খারাপ দিয়ে তারা খারাপী করবেই। এরা শুরুতে ছাত্রলীগ করতো।
৩| ৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: এখন হাতে হাতে মোবাইল, ইউটিউব বদৌলতে এইসব নিউজ দেখে অবাক হচ্ছেন?
বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে সবসময় এই ফকিন্নীর পোলাপান ই ছিল।
তোফায়েল, আমু, কাদের, মির্জা আব্বাসেরা রাজনীতিতে আসার পুর্বে ও নুন আনতে পান্তা ফোরাইতো!
এইগুলোর আধুনিক সংস্করণ ভিপি নুর, হান্নান, সারছিস, আসিফ গং।
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাদের নাম বললেন এরা সবাই হাজার হাজার কোটি টাকার মালিক।
৪| ৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৯
জুল ভার্ন বলেছেন: জুলাই বিপ্লবের আগে এরা সবাই মেসের বাসিন্দা ছিলো। একটা ডিম ভাজা চারজনে মিলে খেতো- সেকথা সারজিস আলম নিজেই বলেছে।
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এক ডিম চারজনে খেয়ে এখন কোটি টাকার মালিক। ভাবতে ভালোই লাগে।
৫| ৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৫
জুল ভার্ন বলেছেন: একটা স্যাম্পল দেখুন-
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন শরীর তেলতেলা হয়ে গেছে।
৬| ৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুঁজলে আরো শত শত এরকম চাঁদাবাজ পাওয়া যাবে।
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেকেই গোপনে গোপনে চাঁদাবাজি করে অনেক কামিয়েছে।
৭| ৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১১
ইপিআর সৈনিক বলেছেন:
লেখক বলেছেন: আপনাকেও অভিনন্দন।
এরা ছাত্রলীগের পোলাপান এরা যেখানো যাক ডাকাতী করবেই।
-উহার দাঁড়ি কি ছাত্র লীগের না শিবিরের?
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দাঁড়ি দিয়ে লীগ শিবির নির্ণয় করা যায়না এ জ্ঞানটুকুও আপনার নেই?
৮| ৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: খুবই হতাশাজনক শিরোনাম। সে আগে কোনো দল করতো সে সময় এত টাকা কামাতে পারে নাই । এবার সে সুযোগ পেয়েছে এনসিপির লাঠিয়াল হিসাবে কাজ করেছে। বেশ কিছু জায়গায় শেখ হাসিনার অনার ছেলেদের ছেড়ে দিবে এই কথা বলে চাদা নিয়েছে।
এর সাথে এক রাশ হতাশা জড়িত । দেশে তরুণরা টাকা পয়সা নিয়ে যে সংকটে আছে , বেকার , চাকুরি নাই এসব কারণে এমন টা হয়েছে। আপনি দেখেন কনটেনট বানায় কুকুর নিয়ে রাফি মাসে তার ৪৮ লাখ টাকা ইনকাম, হিরো আলম বিয়ের পর বিয়ে করে যাইতেসে । টাকা কামাইতেসে । রিয়াদের বাবার কথা শুনেছেন ? ৫০ বছর ধরে কুরবানি দিতে পারে নাই। এদিকে সচিব মতিউর ১১ লাখ টাকায় ছাগল কুরবানি দেয়। এখন মানুষ এত কঠিন হয়ে গেছে হয়তো রিয়াদের পরিবার কে এক পোটলা মাংস দেয় না । সমাজে এতো ইলিগাল টাকার ছড়াছড়ি সেখানে নিজেকে ঠিক রাখা কঠিন। ভালো ভাবে পড়াশোনা করে চাকুরি পেতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় । সরকারি চাকুরি কিছু Grade এর বেতন এতো কম বাট বাজারে গেলে সে বেটার কেনাকাটা দেখলে মনে হয় এ লোক সচিব । এত এত সমাজে ভেদাভেদ বেড়ে গেছে বলার মতো না। শুধু বলগার কাউটাল কে দেখলাম ছেলেটার বিষয়ে পজিটিভ। বুড়া রা এর চেয়ে বেশি মেরে চলেছে বাট দেশের কথা দুই পয়সা ভাবে নি। তাই ফকিরনির পুত বলা সমিচিন মনে করি না ।
৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শিরোনামটি আসলে ঠিক হয়নি; এটা রাগ, ক্ষোভ, দুঃখের বহিপ্রকার আসলে এদের কাছ থেকে এমন আশা করিনি।
৯| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১০
ঢাবিয়ান বলেছেন: পোস্টে কইস্যা মাইনাস।
অভিযুক্ত রিয়াদের বাপ দাদা রিক্সাওলা বলে তাকে ফকিন্নির বাচ্চা সম্বোধন করাটা অত্যন্ত নীচু মানসিকতার পরিচয়। রিয়াদকে বিচার করতে হবে তার অপরাধের উপড় ভিত্তি করে। এবার আসা যাক দালাল মিডিয়ার মিথ্যা খবরে। এই প্রতিবেদনে দাবী করা হয়েছে রিয়াদ বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক যা একটা জলজ্ব্যন্ত মিথ্যাচার। সে কোন সমন্বয়ক ছিল না। সমন্বয়ক বিষয়ে একটা পোস্ট দিচ্ছি একটু পরেই।
৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শিরোনামটি আসলে ঠিক হয়নি; এটা রাগ, ক্ষোভ, দুঃখের বহিপ্রকার আসলে এদের কাছ থেকে এমন আশা করিনি।
১০| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৫
ইপিআর সৈনিক বলেছেন:
@ঢাবিয়ান,
ইহা (রিয়াদ ) আপনার "জুলাই বিপ্লবের" সৈনিক তো? আপনার "বেপ্লবী সরকার"এর কি অবস্হা?
১১| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এরা ছাত্রলীগের পোলাপান; এরা যেখানে যাক ডাকাতি করবেই। আপনার মতো অনেকেই আছেন যারা কথা বলেন বা লিখেন তারা নিজের কথার মানেই বোঝেন না। এখন আপনি কি বলতে চাচ্ছেন, ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাড়া সবাই খুব ভালো? ছাত্রদল, এনসিপি ব্যাকগ্রাউন্ড মানেই ভালো? হাসনাত, নাহিদের ব্যাকগ্রাউন্ডও তো ছাত্রলীগ। এরা ভালো কেন আপনার কাছে? খারাপকে খারাপ বলতে শিখেন সে আমার আপনার বাপ-ভাই যেই হোক, যে দলেরই হোক। অন্যায়কে জাস্টিফাই করতে যাইয়েন না।
৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাত্রদল, এনসিপি ব্যাকগ্রাউন্ড মানেই ভালো এমন না তবে ছাত্রলীগ মানেই চোর, ডাকাত, ছিনতাইকারী, ধর্ষক, খুনি, লুটপাটকারী ইত্যাদী বিশেষণে বিশেষায়িত করা যায়।
১২| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এটা বিএনপির একজন নামকরা অ্যাকটিভিস্টের পোস্ট। বলেন তো কাকে মিন করছে?
৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সম্ভবত আসিফ কে মিন করে
১৩| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০১
সৈয়দ কুতুব বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য@মুরুব্বি আসিফ কে ।
১৪| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: আপনি এনসিপি'র দোষ না দিয়ে ছাত্রলীগকে কেন টেনে আনছেন।
আসলে আপনার সমস্যা আছে। কঠিন সমস্যা।
৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ও আগে ছাত্রলীগ ছিল; ছাত্রলীগ কখনো ভালো হতে পারেনা। ছাত্রলীগ মানেই চোর, ডাকাত, ছিনতাইকারী, ধর্ষক, খুনি, লুটপাটকারী ইত্যাদী
১৫| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ফকিন্নিপুতেরাই যে সমন্বয়ক হয়ে বসেছে ..আমি বুঝিনা এদের চাদা দেয় কারা ? ধরে ধরে হাত পা ভেঙ্গে দেয় না কেন ?
৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই ওরকম টোকাই না।
১৬| ৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৮
রানার ব্লগ বলেছেন: এতো লম্ফজম্ফ তো এর জন্যই ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪২
ইপিআর সৈনিক বলেছেন:
আপনাকে "৩৬ শে জুলাইর নতুন স্বাধীনতা ও জুলাই বিপ্লবের" অভিনন্দন।
আপনার বিপ্লব এখন কোন ফেইজে আছে? বিপ্লবী সরকার গঠনের কতটুকু?