নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের এপিঠ ওপিঠ

নীলস্নেহা

নীলস্নেহা

নীলস্নেহা › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত সম্পর্ক

২০ শে মে, ২০১৫ রাত ৯:০১

কিছু কিছু সম্পর্ক এমন হয়, যার সঙ্গা জেনেও অজানা থাকে, চেনা সম্পর্কগুলোও কেমন জানি অচেনা মনে হয়, আবার মনে হয় কত চেনা।

@ছোটখাটো কথা কাটাকাটির পর,, মনের অজান্তেই অপর পক্ষ থেকে "I am Sorry" কথাটা,রিপ্লে পাওয়াটাও অবাক লাগে। যেটা আশা করা হয় নি, সেটা হয়ে যায়।

@ হঠাত করেই কারো থেকে " আমাকে পাঁচ মিনিট টাইম দেয়া যাবে" কথাটা শোনা যাকে এমনিই টাইম দেয়া হয়, বলা লাগে না।

@ হঠাত করে প্রিয় কোন মানুষের কাছ থেকে শোনা " তোমার কাছে আমি আগের মতই থাকবো, কিন্তু এই শাস্তি তোমাকে পেতে হবেই" হয়তো কথাটা বজ্রপাতের মতই পরে।

@ ঘুম থেকে হঠাত করেই মোবাইল ফোনের উপর সুন্দর একটা গোলাপ দেখলে কার না ভাল লাগে, পরে যদি বলে কেউ, "এটা কিন্তু আমি আনছি" যার কিনা এব্যাপার গুলো কম খেয়াল থাকে।

@ কোন অহেতুক কাজ না করেও, প্রিয় কারো মুখ থেকে "ফাজিল" কথাটা শোনার মাঝে আলাদা ফিলিংস আছে। সম্পর্কের সঙ্গা ভাবতে শেখায়।

@ সম্পর্কের দড়ি ছিড়ে যাওয়ার পরও অজুহাতে খোজ নেয়া, কেমন আছির উত্তর একটু এদিক ওদিক দিলেই রাগ করা, এটাও একটা অন্য রকম সম্পর্ক......

@ আড়ালে থেকে খোজ নিয়ে কেউ আনন্দ পায়, তৃপ্ত হয়, এটা জানলে নিজের কাছেও অন্যরকম লাগে।

কিছু সম্পর্ক হয়তো এমনই, অদ্ভুত সম্পর্ক............

""চেনা মানুষগুলো নতুন করে চেনা হয়,
সম্পর্কগুলো বদলে দেয় সময় ""

#সিরিয়াল_কিলার_নীল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.