নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহারী

ফেরারী সম্রাট

✔ কারও উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার চিন্তা আমার নেই.....✔ সহজ সরল ছেলে। তবে যখন ভদ্রতার মুখে চপেটাঘাত করা হয় তখন আর ভদ্রতা দেখায় না।

ফেরারী সম্রাট › বিস্তারিত পোস্টঃ

নারী স্বাধীনতা না দেহ ব্যবসা?

১২ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

বাংলালিংক বিজ্ঞাপন দিচ্ছে, একঝাক তেতুল আর জোয়ান পোলা লাফাইতেছে। তেতুলগুলো প্রায় চাটনী হওয়ার অবস্থা!



কনডেন্স মিল্ক দুধের বিজ্ঞাপন দিচ্ছে, একটা মাইয়া তার বুকের কাছে নিয়ে দুধের কৌটাটারে যেন সোহাগ করছে! আমি বুঝতে পারি না দুধটা আসলে কিসের!



লাক্স সাবানের সাথে এত্তগুলো পচা ম্যাজাবিনের কি সম্পর্ক? গায়ে লাক্স সাবান দেই? নাকি ম্যাজাবিন দেওয়ার কথা কই?



রবি রিচার্জ এখানে! পাশে একটা ললনার ফডো! রিচার্জের সাথে ললনার কাহিনীটা আজও মাথাই ঢুকে না!



নতুন গাড়ি বাজারে আনা হচ্ছে। গাড়ি সো করার সময় গাড়ির উপর প্রায় নগ্ন মাইয়া গুলোর বসে থাকা, গাড়ির সামনে দাড়ানো! গাড়ি কি মুবিল দিয়া চলে নাকি মাইয়াগুলো দিয়ে চলে আজও বুঝলাম না!



ক্যাস্পারিস্কি এন্টি ভাইরাস বর্ষসেরা ভাইরাস পুরষ্কার পাইল। কিন্তু ক্যাস্পারিস্কির প্যাকেট বুকে লাগাইয়া দাড়ানো মাইয়াটার কাহিনী কি মোটেও বুঝলাম না!



ঐ ফাউল নারীবাদী পশ্চিমা দালালরা, আর কতদিন আধুনিকতার নামে আমার মা বোনদের বিক্রি করবি? এইটা কি পণ্য বিক্রি না দেহ বিক্রি? ধিক্কার জানাই তোদের এই আধুনিকতাকে। X(

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

রাজা বাহাদুর বলেছেন: ভাই এক্কেবারে নারী নির্যাতন মামলায় পইড়া যাইবেন কইলা,নারী নিয়া কুনু কথা কওন যাইবো না,কইলেই "যৌতুক নিরোধ আইন " ও "নারী ও শিশু নির্যাতন দমন আইনে" আপনার খবর কিন্তু কইরা ছাড়বে বলতাছি কিন্তু। এমনকি কেহ যদি তাহার বৌকে অন্য কাহারো সাথে পুরা ন্যাংটা অবস্থায় রতিক্রিয়ারত অবস্থায় পায় তবু বেচারা স্বামীর চুপ কইরা থাকলেই ভালো হইবে নইলে স্ত্রী এই বইল্যা মামলা করবে যে " উনি ৫/৩/২ লাখ টাকা যৌতুক চাহিয়া প্রায় প্রতিদিন মারধর করিয়া নির্যাতন করে" এরপর শামসু বুঝবে ঠেলা কারে কয় ।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩২

ফেরারী সম্রাট বলেছেন: হরে ভাই। খুপ ভয়ে ভয়ে লিখছি। ডর খাইতাছি কোন সময় না জানি মামলা দিয়ে দে। ঃপি

২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৪

আবু শাকিল বলেছেন: একটি বিজ্ঞাপনে দুটি পণ্য থাকে।কেন থাকে এটা আপনাকে বোঝতে হবে ...।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৩

ফেরারী সম্রাট বলেছেন: সব আমাদের ধ্বংসের পায়তারা।

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৮

এমএস ইসলাম বলেছেন: লাভজনক চেতনার ব্যাবসা

১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

ফেরারী সম্রাট বলেছেন: সবই চ্যাতনার খেল!

৪| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৪

কামরুল হাসান রাহাত বলেছেন: এটাই পুঁজিবাদী বিশ্বের নিয়ম ...

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৫

ফেরারী সম্রাট বলেছেন: বড়ই কষ্ট হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.