![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি IELTS - করতে চাচ্ছি ঢাকাতে, ভাল স্কোর পাবার জন্য কোন প্রতিষ্ঠান ভাল হবে ? একেক জন একেক টা গাইডলাইন দিচ্ছে । যারা করেছেন তাদের উপদেশ চাচ্ছি । কেউ থাকলে প্লিজ জানান ।
ধন্যবাদ ।
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩
সঞ্জয় নিপু বলেছেন: কেমব্রিজ ১-৯ ্তো পড়ছি ই কিন্তু স্পেশাল গাইড লাইনের জন্য কিছু চাচ্ছিলাম । আর আমার টার্গেট ৬ । আইইএলটিএসের এক্সামিনার কেউ আছে নাকি পরিচিত ?? থাকলে জানাবেন প্লিজ উপকার হবে ।
২| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
একাকী বালক বলেছেন: ৬ কি ওভারঅল নাকি সব মডিউলেই? ৬ তুলা খুব একটা কঠিন না। আমার লাগবে সব মডিউলে ৭ কইরা। রাইটিং এ আটকাইছি। ওভারঅল পাইছি ৭.৫।
৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬
আজিজ আরাফাত সাজন বলেছেন: St.Johns is the best one ..................
৪| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬
সঞ্জয় নিপু বলেছেন: আমার লাগবে সব মডিউলে ৬ কইরা। আপনি কোথাও কি গাইড লাইন নিচ্ছেন ?
৫| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫
অজানাবন্ধু বলেছেন: সামু তে সার্চ দেন সব পেয়ে যাবেন এ বিষয়ে অনেক পোষ্ট আছে।
৬| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৯
একাকী বালক বলেছেন: সঞ্জয় নিপু বলেছেন: আমার লাগবে সব মডিউলে ৬ কইরা। আপনি কোথাও কি গাইড লাইন নিচ্ছেন ?
>>> ভাই সত্যি কথা বলতে আমার সব ভাইজা খাওয়া হয়ে গেছে। সব মডিউলে ৬ করে হইলে রাইটিং এ একটু মন দেন। বাকীগুলায় আশা করি খুব একটু কঠিন হবে না।
অল্প পয়সা খরচ করতে চাইলে মেনটরস এ খালি মক টেস্ট দিতে পারেন। দেখেন কত করে আসে। ৫ টার মক প্যাকেজ নিতে পারেন। আর যদি বেশী পয়সা খরচ করতে চান তাইলে উইংএ যাইতে পরেন। তবে বলবেন আইইএলটিএসের এক্সামিনারের কাছে করবেন। আরও একটা আছে রয়্যাল বেঙ্গল। এইটাতেও একজন আইইএলটিএসের এক্সামিনার স্যার পড়ান। ব্রিটিস কাউন্সিল খুব একটা কাজে দেয় না। ওইখানে যায়ই পাকনা লোকজন। মেনটরস আর সেন্টজনস এ কিছু ইয়াং ইংরেজী মিডিয়ামের ছেলে / মেয়েরা পাড়ায়। এরাও খুব একটা খারাপ না।
৬ এর জন্য আসলে টেনশনের তেমন কিছু নাই।
৭| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪
একাকী বালক বলেছেন: *উইংস http://www.wings.com.bd/home.php
৮| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭
অদীত বলেছেন: সেন্ট জোনস ভালো। সাথে কিছু হুর
:আছে। পড়তেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। প্রথম বার দেয়ার পর আপনি আবার প্রাকটিসের জন্য যেতে পারেন।সব মিলিয়েই ভালো।
৯| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭
অদীত বলেছেন: সেন্ট জোনস ভালো। সাথে কিছু হুর
:আছে। পড়তেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। প্রথম বার দেয়ার পর আপনি আবার প্রাকটিসের জন্য যেতে পারেন।সব মিলিয়েই ভালো।
১০| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই তবে আর যাই করেন ব্রিটিশ কাউন্সিলে করবেন না। ওখানে আপনার ইচ্ছে পূরণ হবেনা। আমার এক বন্ধু কিছুদিন আগে করেছে ওর কাছে জেনে নিয়ে আপনাকে জানাতে পারব।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮
একাকী বালক বলেছেন: আইইএলটিএসের স্কোর আসলে পুরাপুরিই নিজের স্কিলের উপর। আপনার রাইটিং আর স্পিকিং এর জন্য আপনি প্রফেশনাল টিচারের সাহায্য নিতে পারেন। সবচেয়ে ভাল হয় আইইএলটিএসের এক্সামিনার কাউকে পাইলে। রিডিং আর লিসেনিংএর জন্য কেমব্রিজ ১ - ৯ ই যথেষ্ট।
আপনার টার্গেট কত?