নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা কিছু ছবি - ২য় খন্ড । নেপালে তোলা ছবি

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

এই তো কিছুদিন আগেই ঘুরে এলাম নেপালের পথে প্রান্তরে আর সেখানে যখন যেখানেই দেখেছি মজার কিছু ঠিক তখনই শুরু করে দিলাম ক্লিক ক্লিক । আশা করি খুব শীঘ্রই নেপালের গল্প আপনাদের সকলের সাথে শেয়ার করবো । তবে সবার আগে আমার কাচা হাতে তোলা ছবি গুলো শেয়ার করি ।

১। আকাশ থেকে দেখা আমাদের কুড়িল বিশুরোড ফ্লাইওভার ।



২। আকাশ থেকে মেঘ দেখা



৩। পাহাড়ের ছবি







৪। ফুলের ছবি :



৫। ফলের ছবি ( কলা গাছ )



৬। পোকার ছবি ( নাম জানি না )



৭। আসল কান্না



৮। কিছু ছবি



আমার ছবি বিষয়ে ১ম পোস্টের লিঙ্ক দিয়ে দিলাম। চাইলে দেখতে পারেন ।

আমার তোলা কিছু ছবি - ১ম খন্ড । ফটোগ্রাফার হবার চেস্টা করছি :D



স ক ল ছবি গুলোই আমার নিজের কাচা হাতে তোলা । আপনাদের ভাল লাগলে আমার এই পোস্টটি সারথক হবে ।

অনেক ধন্যবাদ সবাইকে ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮

শ।মসীর বলেছেন: সুন্দর.....

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

নূর আদনান বলেছেন: ভালা হইছে......... চালিয়ে যান

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

সঞ্জয় নিপু বলেছেন: পাশে থাইকেন ।

আশা করি চ ল বে ই ।

অনেক ধন্যবাদ ।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিছু ছবি দারূন লেগেছে..
সিরিয়াল এলোমেলো হয়েছে..

সময় পেলে আমার ছবি ব্লগটি
দেখে পরামর্শ দিবেন...।

অনেক ধন্যবাদ ৷

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬

সঞ্জয় নিপু বলেছেন: নেটের স্পীড স্লো এর কারনে ছবি আপলোডে কিছুটা সমস্যা হয়েছে ।

আমি আন্তরিক ভাবে দুঃখিত ।

আপনার ব্লগটি দেখবো ।

অনেক ধন্যবাদ ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১০

সুফিয়া বলেছেন: সুন্দর সব ছবি। ভালো লাগল। বিশেষ করে মাউন্ট এভারেস্ট এর ছবির তো তুলনা হয়না।

আল্লাহ চাহে তো আগামী মাসে আমি যাচ্ছি নেপালে। আপনি যদি আপনার ভ্রমণের বিস্তারিত লিখতেন তাহলে খুব উপকৃত হতাম।

ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

সঞ্জয় নিপু বলেছেন: যাবার আগে আমার সাথে সময় করে দেখা করতে পারলে আমি বিস্তারিত বলতে পারতাম ।

তবে । মনে রাখবেন ।

১। খুবই ব্যয়বহুল স্থান ।
২। দালাল ভরা ।
৩। বাঙ্গালিদের জন্য খাবার দাবারের কস্ট তবে উপায় আছে ।
৪। কোথায় যাবেন আর কোথায় ঘুরতে যাবেন না সেটা আগেই প্লান করে যাওয়া উচিত ।
৫। বাংলাদেশ থেকে কোন প্যকেজ ট্যুর নিবেন না । তাহলে ঘুরার মজা শেষ ।

আমাকে ফোন কইরেন যদি বিস্তারিত জানতে চান ।
০১৬১৫-৬০৫০০৫

আর আমার কোন ছবিতে মাউন্ট এভারেস্ট নেই । মাউন্ট এভারেস্ট দেখতে হলে একমাত্র প্লেনে করে দেখতে হবে তাতে নেপাল থেকে খ র চ পড়বে ১০০ - ১৫০ ডলার পরজন্ত । যা দেখছেন তা হলো ছোট খাট পরবত।

অনেক ধন্যবাদ ।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০০

সেমিবস বলেছেন: কলার ছড়াটা তো অনেক লম্বা.........

Click This Link

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২

সঞ্জয় নিপু বলেছেন: হুম কলার ছড়াটা অনেক লম্বা কিন্তু আপনি এই ছবির ভেতর কিসের লিঙ্ক দিলেন এইটা বুঝলাম না !!

৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

একজন আরমান বলেছেন:
চমৎকার সব ছবি সঞ্জয় ভাই।
কেমন আছেন? অনেক দিন দেখা হয় নি ! ! !

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আরমান ।
আসলে আমার নতুন ব্যবসায়ে প্রচুর সময় দিতে হচ্ছে তাই কারো সাথেই আর দেখা করতে পারি না এমন কি নিজের বউ কে প্রপার সময় দিতে পারছি না ।
তবে তোমাদের সকল কে সব সময় খুব মিস করি ।
আশা করি খুব শীঘ্রই সবার সাথে দেখা হবে। ভাল থেক।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

নতুন বলেছেন: উপরের ছবিতে ফিস টেল ( মতসপুচ্ছু) এবং অণ`পূনা মনে হইতেছে....

নেপালের খরচ তো বাংলাদেশেরই মতন..... ২০১০ এ ২ জনের ৫০হাজার টাকায় ( বিমান ভাড়া ৩৫হাজার সহ) ৬ দিন ঘুরে এসেছিলাম...

যদিও ছিলাম ছোট হোটেলে...

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭

সঞ্জয় নিপু বলেছেন: ঠিক বলেছেন - উপরের ছবিতে ফিস টেল ( মতসপুচ্ছু) এবং অণ`পূনা ।
আর এখনকার খরচ এমনই ।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর ছবিগুলো।

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ সব ছবি, আপনি ভাই ছবিগুলোতে ক্যাপশন যোগ করুন, আরো ভালো লাগবে।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

সঞ্জয় নিপু বলেছেন: ওকে ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.