![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই তো কিছুদিন আগেই ২য় বারের মত ঘুরে এলাম নেপালের পথে প্রান্তরে আর এবার ছিল তীব্র শীত, আর পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে দেখলাম অনেক নাম না জানা অদ্ভুত ফুল । আসলে সেগুলোর অনেক গুলোই ফুল না ফল সেটা নিয়ে এখনো আমি দ্বিধাগ্রস্থ । কথা না বাড়িয়ে চলুন দেখি আমার নিজের হাতে তোলা সেই ছবি গুলো ।
১। একই ফুলের কত রঙ
২। ফুল নাকি সবজি নাকি ফল ?
৩। গোলাপের মত কিন্তু এটা গোলাপ না ?
৪। কি ফুল ? আমি নাম দিয়েছি " বিউটিফুল"
৫। এটা কি গেন্দা ফুল ?
স ক ল ছবি গুলোই আমার নিজের কাচা হাতে তোলা । আপনাদের ভাল লাগলে আমার এই পোস্টটি সারথক হবে ।
অনেক ধন্যবাদ সবাইকে ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
জুন বলেছেন: ফুল কারো ভালো না লেগে পারে ?
খুব সুন্দর
+
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১১
পথহারা নাবিক বলেছেন: ভালোই লাগলো!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২১
বাবুই পািখ বলেছেন: সুন্দর ছবি ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ফুলের ছবি পোষ্ট।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর পোষ্ট দিলেন। ভালো লাগল সঞ্জয় ভাই।
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৪
সঞ্জয় নিপু বলেছেন: হা ভাই অনেক দিন পর থেকে আবার শুরু করলাম । তবে প্রতিদিনই অফলাইনে পড়ি ।
৭| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:১২
মানবী বলেছেন: ১। প্যানসি
২। * অরনামেন্টাল কেল(কেল লেটুসের মতো তবে তিতকুটে সব্জি এটা তারা পাতাবাহার টাইপ হাইব্রিড সংস্করন)
*অরনামেন্টাল ক্যাবেজ(হাইব্রিড বাঁধালপি যা পাতা বাহারের মতো ব্যবহৃত হয়)
* অরনামেন্টাল কেল
৩। টিউব বেগোনিয়া মনে হচ্ছে আবার পাতা দেখে লিসিয়ানথাসের মতো লাগছে। নিশ্চিত নই।
৪। ইম্পেশনস্ আর পিটুনিয়া। সব শেষেরটা মনে হয় কারনেশন!
৫।এটা সূর্যমুখি :-) আমার খুব প্রিয় এই জাতটি, এর নাম "টেডি বিয়ার সানফ্লাওয়ার"
৩ আর ৪ নং এ কিছু ভুল হতে পারে। ফুলের প্রতি আপনার ভালোলাগা আর ছবি তুলে শেয়ার করার আগ্রহ দেখে নিজের সীমিত জ্ঞানে যেটুকু আছে জানিয়ে যাওয়া, যদি আপনার কাজে আসে।
পোস্টের জন্য ধন্যবাদ সঞ্জয় নিপু ।
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
৮| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:১৪
নায়না নাসরিন বলেছেন: চমৎকার ফুলের ছবি পোষ্ট । মানবী আপু থ্যাংকু থ্যাংকু
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯
সঞ্জয় নিপু বলেছেন: আপু অনেক ধন্যবাদ ।
৯| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:২১
মানবী বলেছেন:
নায়না নাসরিন আপুটাকে ওয়েলকাম ওয়েলকাম :-)
১০| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৬
নাইম রাজ বলেছেন: যদিও আড়াই তিন বছর আগের তবুও ভালো লাগল।
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৬
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২
ছাসা ডোনার বলেছেন: খুবই সুন্দর হয়েছে ভাইজান, বিব্রত হওয়ার কারন নাই।