![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রথম কাজ এবং সফলতা ঃ
আমার এই আহবানের প্রথম কাজ গতকাল সফল ভাবে শেষ করেছি । আপনাদের দোয়ায় আশা করছি আমি সফল হতে পারবো এবং সাথে সাথে একই ক্যটাগরির ব্যবসায়ীদের এইরকম কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি ।
এবার আমার প্রথম কাজের অভিজ্ঞতার কথা শেয়ার করছি ।
ছেলেটির নাম পরাগ।টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ৩য় বর্ষের ছাত্র । ঢাকাতে তেজগাঁওয়ে কোন একটা মেসে থাকে। কাজের চেস্টা তাকে প্রতিনিয়ত সাফল্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। গত পরশু দিন সে তার এক বড় ভাইয়ের পরিচিত জনের অফিস উত্তরা তে । সে আমার কাছ থেকে ১ টি পলো টি শার্ট এবং একটি অফিসিয়াল শার্ট নিয়ে যায় ৫০০ টাকা জমা দিয়ে তারপর সে ১ ঘণ্টা পর ঘুরে মার্কেটিং করে সমস্ত অফিসের স্টাফদের কাছে ১৩ পিছ শার্ট এবং ১৩ পিছ পলো টি শার্ট এর অর্ডার নিয়ে আসে এবং পরদিন সকালে মাল ডেলিভারি দিবে বলে আসে, আমার কাছ থেকে সে কত ব্যবসা করলো দেখেন --
* পলো টি শার্ট এর পাইকারী দাম - ১৮০ টাকা
বিক্রয় মূল্য - ২৫০ টাকা।
* ছেলেদের অফিসিয়াল শার্ট পাইকারী দাম - ২৬০ টাকা
বিক্রয় মূল্য - ৪০০ টাকা।
সে কত ইনকাম করলো দেখেন বিনা পুজি তে --
পলো টি শার্ট - ১৩ * ৭০ = ৯১০ টাকা
শার্ট - ১৩ * ১৪০ = ১৮২০ টাকা
মোট - ২৭৩০ টাকা । বিনা পুজিতে ।
শুধুমাত্র মাল ডেলিভারির সময় আমি অথবা আমার একজন লোক তার সাথে ছিল ।
পরাগের ফেইস বুক লিঙ্ক দেখতে পারেন
https://www.facebook.com/porag.ahosan
দোয়া করবেন যেন ছাত্রদেরকে স্বাবলম্বী করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেস্টা অব্যহত রাখতে পারি ।
প্রথম পোস্ট যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক
সম্ভাবনাময় বাংলাদেশ-১ “ পোষাক শিল্পে বাংলাদেশে ছাত্রদের পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ ও স্বাবলম্বিতার চেষ্টা ”
সকলকে অনেক ধন্যবাদ ।
০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
সঞ্জয় নিপু বলেছেন: আপনি পলো শার্ট কি হিসাবে নিবেন ? পাইকারী নাকি খুচরা ? ব্যবসা করার জন্য ? নাকি পরার জন্য ? জানাবেন প্লিজ ।
২| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৭
অরণ্যতা বলেছেন: arif dot ahamed 23 @ gmail dot kom
[email protected]
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৫
অরণ্যতা বলেছেন: I need polo t-shirts please send me mail:
[email protected]