নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

“বাবা” সমগ্র – বাবা হইতে সাবধান!! বাবা ভাল! বাবা খারাপ!

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

“বাবা” কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই... থাক আর বেশী দূর নাইবা এগুলাম কবিতা নিয়ে । সেই ছোট্ট বেলা থেকে আমরা এই বাবা শব্দটির সাথে অনেক বেশী পরিচিত তাই না ? কিন্তু আস্তে আস্তে আমরা যখন বড় হতে থাকি তখন দেখি আমাদের আসল বাবা ছাড়া ও আমাদের সমাজে কত রকম বাবা আছে, আমরা আবার পরিস্থিতিতে সেই বাবাদের সম্মুখীন ও হতে হয়েছে। আজ আমি আমাদের দেশের কিছু বাবাদের সাথে সকলের পরিচয় করিয়ে দিব যারা সত্যিই অসাধারন!! বাবা নিয়ে হয়েছে কত রকম গানা বাজনা, কবিতা , নাটক, সিনেমা এবং গল্প ও সাহিত্য ভাবতে ভালই লাগে কিন্তু এখনকার বাবাদের দেখলে সত্যিই খুব অবাক হতে হয় আর আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে সু- শিক্ষার এই অভাববোধই এই ভয়াবহতার কারন।
# প্রথমেই বাবা নিয়ে ভাল কিছু দেখি চলুন –
১। বাবা নিয়ে জনপ্রিয় কিছু গান দেখতে পারেন এই লিঙ্কে গিয়ে –
বাবাকে নিয়ে কিছু গান ...
২। বাবা নিয়ে জনপ্রিয় কিছু কবিতা দেখতে পারেন এই লিঙ্কে গিয়ে –
বাবার জন্য কবিতা গান : শামসুর রাহমান, আবুল হাসান, আর ভিনদেশী কবি পাপাকংগোস এর কবিতা । জেমস এর 'বাবা' গান এবং আরো টক..ঝাল..মিষ্টি !
# বাবা নিয়ে আসুন এবার বাংলাদেশের সেরা ১০ টি নাটক দেখি –
১) তালা বাবা - -
২) খাজুর বাবা -
৩) হাটা বাবা –
৪) হাটা বাবা- রিটার্ন -
৫) শোয়া বাবা -
৬) জুতা বাবা –
৭) মাটি বাবা -
৮) পাগলা বাবা-
৯) তেল বাবা-
১০) দড়ি বাবা -
বাবা নিয়ে অনেক সিনেমা ও তৈরী হয়েছে চাইলে সেগুলো ও দেখতে পারেন গুগলে সার্চ দিলেই পাবেন।
# আমাদের বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে বাস্তবিক ক্ষেত্রের অনেক বাবা যাদের কাছে অহরহ প্রতারনার শিকার হচ্ছে আমাদের দেশের সাধারন কুসংস্কারচ্ছন্ন মানুষেরা প্রতিনিয়ত তারা হচ্ছে নানা রকম ক্ষতির স্বীকার তার পরে ও আমরা আমাদের ব্যক্তিগত বিভিন্ন সমস্যার জন্য ছুটে যাচ্ছি তাদের কাছে। মিডিয়ার কল্যাণে আজ আমরা তাদের ভন্ডামি গুলো ঘরে বসে দেখতে পারি। আজ আমার এই পোস্টের মুল উদ্দেশ্য আসলে এই ভন্ড বাবাদের ভন্ডামির চিত্র গুলো। আসুন দেখি বিভিন্ন সময়ের মিডিয়ার প্রতিবেদন গুলো একসাথে ।
১। বাবার নাম – “বিড়ি বাবা”
বাবার আখড়া – কুমিল্লা ।
অনুষ্ঠানের নাম – “একুশের চোখ”
চ্যনেল- একুশে
সরাসরি লিঙ্ক -
২। বাবার নাম – “টাইগার বাবা”
বাবার আখড়া – ঢাকা।
অনুষ্ঠানের নাম – “একুশের সংবাদ প্রতিবেদন”
চ্যনেল- একুশে
সরাসরি লিঙ্ক -
৩। বাবার নাম – “জীন বাবা”
বাবার আখড়া – বালিয়া।
অনুষ্ঠানের নাম – “একুশের চোখ”
চ্যনেল- একুশে
সরাসরি লিঙ্ক -
৪। বাবার নাম – “লেংটা বাবা”
বাবার আখড়া – চাঁদপুর ।
অনুষ্ঠানের নাম – “একুশের চোখ”
চ্যনেল- একুশে
সরাসরি লিঙ্ক -
৫। বাবার নাম – “রনি বাবা”
বাবার আখড়া – মুন্সীগঞ্জ ।
অনুষ্ঠানের নাম – “তালাশ”
চ্যনেল- ইন্ডিপেনডেন্ট টিভি
সরাসরি লিঙ্ক -
# এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আরেক বাবা, যার নাম মরণ নেশা, “ ইয়াবা” যাকে অনেক আদর করে বাবা বলে ডাকে। আসলে এই জিনিসটির সম্পর্কে আমার ধারনা সকলেই কম বেশী জানেন। আসুন এই বাবা সম্পর্কে জানতে আমরা নিচের লিঙ্ক গুলো দেখতে পারি।
এখান থেকে পর্যাপ্ত তথ্য পাবেন এর সম্পর্কে - ক্লিক করুন
এই লিঙ্ক থেকে দেখতে পারেন এই অপরাধ সম্পর্কিত বিষয়ের বিস্তারিত প্রতিবেদন গুলো - ক্লিক করুন

আমার এই পোস্টের মুল উদ্দেশ্য শুধুমাত্র মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, কারো কোন প্রকার ব্যক্তিগত অনুভুতি অথবা ধর্মীয় অনুভুতিতে আঘাত করা নয়। সম্পূর্ণ পোস্টটি সাজানো নেটের বিভিন্ন প্রকার সাইট থেকে সাহায্য নিয়ে। বিশেষ করে http://www.youtube.com . সকলের সুচিন্তিত মতামত কাম্য।


মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

আমিনুর রহমান বলেছেন:



গুরুত্বপুর্ন পোষ্ট +++


আবার আসছি বাবাদের ব্যাপারে কিছু কইতে :P

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ কম্পিউটার বাবা :)

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাবা !! দের নিয়ে তো বি...শা...ল আয়োজন।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

সঞ্জয় নিপু বলেছেন: হুম । আজ সকাল থেকে ব্যপক গবেষণা করলাম বাবা দের কে নিয়ে আর তার ফলাফল এই পোস্ট।

অনেক ধন্যবাদ ।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাবারে বাবা!!!

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

সঞ্জয় নিপু বলেছেন: বাবা রে বাবা ও বাবা ভন্ড বাবা :)

৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

 বলেছেন: ++++++

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

নতুন বলেছেন: জটিল কাজ করছেন... সব বাবা একসাথে...

পাবলিক যে কবে সচেতন হবে... জনগন সচেতন হইলে এতো বাবা থাকতো না..

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ইলুমিনাতি ইতআনিমুলি বলেছেন: ইসলাম আসলে ও শিরক থেকে বিরত রাখতে পুরোপুরি সক্ষম হয়নি উপমহাদেশে। শিরক আসলেই খারাপ জিনিস। ধর্ম নিয়ে নাস্তিক দের যুক্তি একেবারেই উড়িয়ে দেয়া যায় না।

রাত্রি বেলা বাবার কীর্তি

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

তুষার কাব্য বলেছেন: ওরে বাবা....দারুন..!

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫

সকাল হাসান বলেছেন: সুন্দর একটি পোষ্ট!
প্রিয়তে নিয়ে রাখলাম!

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

সঞ্জয় নিপু বলেছেন: প্রিয়তে রাখার জন্য অনেক ধন্যবাদ ।

৯| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট ভ্রাতা । +

আমার কাছে একজন আছে । ঝোলা বাবা । প্রতেবেশি দেশের কোথায় যেন তার আখড়া মনে করতে পারছি না , ছবিটা মনে আছে ।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

সঞ্জয় নিপু বলেছেন: ঝোলা বাবা তো দেখছি আসলেই জটিল মাল, এর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে দেখছি ।
অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

১০| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর পোস্ট

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.