নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

রাজধানী ঢাকার (এলকোহলিক) বার এর তথ্য সমূহ - এই পোস্ট শুধুমাত্র ১৮+ জন্য প্রযোজ্য

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৪


সংবিধিব্ধ সতর্কীকরণ ঃ বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এখানে প্রকাশ্যে সকল প্রকার এলকোহল অথবা এলকোহল জাতীয় পানীয় প্রকাশ্যে বিক্রয় এবং গ্রহণ আইনত দন্ডনীয় অপরাধ ।এই পোস্ট শুধুমাত্র ১৮+ বয়সের নারী পুরুষের জন্য প্রযোজ্য । যে কোন প্রকার এলকোহল অথবা এলকোহল জাতীয় পানীয় পান এবং বহনের জন্য বৈধ লাইসেন্স ধারী ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য ।
বাংলাদেশ সরকারের “মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের” এলকোহল সম্পর্কিত আইন জানতে ক্লিক করুন এখানে। http://www.dnc.gov.bd/rulsacts.html
আমি বাংলাদেশের পোশাক শিল্পে প্রায় ৮ বছর যাবত কাজ করছি, এখন আমার নিজের একটি ছোট খাট বায়িং অফিস রয়েছে। http://www.creationanddesignbd.com ব্যবসায়িক প্রয়োজনে বলুন আর আমাদের দেশে আগত পোশাকের বিদেশী বায়ারের প্রয়োজনে ব্যবস্থা করতে হয়েছে তাদের চাহিদা মাফিক বিভিন্ন প্রকার এলকোহলিক পানীয়, মুলত সেই সকল অভিজ্ঞ্রার আলোকেই এই পোস্টটি সাজানো হয়েছে। কাউকে এলকোহলিক হবার জন্য অথবা পানে উৎসাহ প্রদান করার লক্ষ্যে নয়।
ঢাকার যে যে লোকেশনে আপনি দেশী বিদেশী এলকোহলিক পানীয় পাবেন ঃ
মতিঝিল – হোটেল পূর্বানী - http://www.hotelpurbaniltd.com/ এখানে একটি বার রয়েছে, যে কেউ চাইলেই যেতে পারবে কোন সমস্যা নেই, দেশী বিদেশী অনেক ব্র্যান্ডের এলকোহলিক পানীয় পাবেন এখানে, তবে দাম অনেক বেশী যাচাই করে নিবেন আগে।
গুলিস্থান – কচি কর্নার- রমনা ভবন কাপড়ের মার্কেটের পেছনে এর অবস্থান। সেখানে শুধুমাত্র আমাদের দেশীয় পানীয় পাওয়া যাবে।
নয়াপল্টন – নাইটেংগেল বার – এর অবস্থা একেবারে স্কাউট ভবনের পাশে। এখানে দেশী বিদেশী অনেক ব্র্যান্ডের এলকোহলিক পানীয় পাবেন দাম নরমাল, পরিবেশ মোটামোটি।
মগবাজার- পিয়াসি রেস্টুরেন্ট এন্ড বার – এর অবস্থান মগবাজার মোড় থেকে রেল গেইট এর কাছাকাছি।এখানে দেশী বিদেশী অনেক ব্র্যান্ডের এলকোহলিক পানীয় পাবেন দাম নরমাল, পরিবেশ মোটামোটি।
ইস্কাটন রোড- গোল্ডেন ড্রাগন রেস্টুরেন্ট এন্ড বার- এর অবস্থান মগবাজার মোড় থেকে বাংলামটর মোড় এর কাছাকাছি সোহাগ কমিউনিটি সেন্টারের অপজিটের গলিতে ।এখানে দেশী বিদেশী অনেক ব্র্যান্ডের এলকোহলিক পানীয় পাবেন দাম নরমাল, পরিবেশ ভাল।
বাংলামটর মোড়- শ্যলে বার- এর অবস্থান বাংলামটর মোড় থেকে হাতিরপুল যাবার রোডের মেইন রাস্তার কর্নারের বিল্ডিংটির ৩য় তলাতে। এটি খুবই সুন্দর ডেকোরেশন সমৃদ্ধ আন্তর্জাতিক মানের একটি বার। পরিবেশ জটিল পানীয়র দাম ও জটিল সুতরাং খাবার আগে দাম শোনা বঞ্চনীয় তা না হলে সমস্যায় পড়তে পারেন।
শাহবাগ - পিকক বার - এর অবস্থান শাহবাগ এর হোটেল রুপসী বাংলার অপজিটের গলিতে । এখানে দেশী বিদেশী অনেক ব্র্যান্ডের এলকোহলিক পানীয় পাবেন দাম নরমাল, পরিবেশ মোটামোটি।
শাহবাগ - সাকুরা রেস্টুরেন্ট এন্ড বার - এর অবস্থান শাহবাগ এর হোটেল রুপসী বাংলার অপজিটের মার্কেটের ২য় তলাতে মার্কেটের ভেতর অথবা পেছন দিক দিয়ে প্রবেশ করা যাবে সেখানে। মোটামোটি ভাল পরিবেশ এবং অনেক পুরোনো একটি বার আমি সেই ছোট বেলা থেকেই দেখছি এটাকে!:)থাকে।এখানে দেশী বিদেশী অনেক ব্র্যান্ডের এলকোহলিক পানীয় পাবেন দাম একটু বেশী।
নিউমার্কেট- গ্যলাক্সি রেস্টুরেন্ট এন্ড বার- এর অবস্থান ঢাকা কলেজ এর ঠিক অপজিট সাইটে।তবে এটি সর্বদাই প্রচুর ভীড় থাকে।এখানে দেশী বিদেশী অনেক ব্র্যান্ডের এলকোহলিক পানীয় পাবেন দাম নরমাল, পরিবেশ মোটামোটি।
শুক্রাবাদ- এরাম বার –এর অবস্থান ধানমন্ডি ৩২ নম্বর রোডের বিপরীত পাশে, আরো সহজ হল আমার কলেজ মানে, “ নিউ মডেল ইউনিভার্সিটি কলেজের” পাশে।এখানে দেশী বিদেশী অনেক ব্র্যান্ডের এলকোহলিক পানীয় পাবেন দাম নরমাল, পরিবেশ মোটামোটি।
ফার্মগেট- রেড বাটন –এর অবস্থান ফার্মগেট থেকে বিজয় সরণী যাবার রোডের ডান দিকে। এখানে দেশী বিদেশী অনেক ব্র্যান্ডের এলকোহলিক পানীয় পাবেন দাম নরমাল, পরিবেশ মোটামোটি।
মহাখালি- রুচিতা রেস্টুরেন্ট এন্ড বার- এর অবস্থান মহাখালি থেকে গুলশান রোডের মাঝামাঝি। তিতুমীর কলেজের অপজিট সাইটে। মধ্যম পরিবেশের এই বার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কতৃক পরিচালিত তাই পানীয়ের দাম নাগালের মধ্যেই থাকে।
মহাখালি- হোটেল জাকারিয়া বার- এর অবস্থান মহাখালি থেকে গুলশান রোডের মাঝামাঝি। সরু একটি গলির মধ্য দিয়ে এখানে প্রবেশ করতে হয়। তবে আমার কাছে জায়গাটা খুব ছোট মনে হয়েছে বার হিসেবে।এখানে দেশী বিদেশী অনেক ব্র্যান্ডের এলকোহলিক পানীয় পাবেন দাম নরমাল, পরিবেশ মোটামোটি।
উত্তরা এলাকা ঃ
রাজলক্ষী – “নেস্ট বার” ঃ মাত্র ২ মাস হল এর জন্ম কিন্তু ঢাকা শহরে এদের আরো ৪ টি বার রয়েছে। এখানকার পরিবেশ জটিল এবং দাম ও খুব বেশী নয় এলাকা অনুযায়ী।

হাউস বিল্ডিং- “সিটি রেস্টুরেন্ট এন্ড বার”
হাউস বিল্ডিং থেকে আব্দুল্লাহপুর যাবার পথে হাতের বাম পাশে এর অবস্থান। এদের ও ঢাকা শহরে এদের আরো ৪ টি বার রয়েছে। এখানকার পরিবেশ জটিল কিন্তু সব কিছুর দাম অস্বাভাবিক বেশী।


অনেক অনেক বার রয়েছে ঢাকাতে সবগুলোর বিবরণ লিখা সম্ভব না তাই শুধু নাম উল্লেখ করে দিচ্ছি।
•"Cocktails" - The Eatery
House - 75, Road No 7A, Dhanmondi, Dhaka

•Bluemoon Recreation Club
Green Delux, 3rd floor (Cross Point Road # 11,12), , Block # E, 67/D Road No 11,Banani Dhaka.

•La Diplomats
Gulshan, Dhaka

•MSN Lounge
25/D, Road : 18, Sector : 03, Uttara, Dhaka-1230 Road No 18, Dhaka

•Lounge Six
Mirpur Rd, Dhaka

•Hotel Salamar
Kazi Nazrul Islam Ave, Dhaka


এছাড়া ও ঢাকাতে রয়েছে অনেক ক্লাব যেখানে অবশ্য সদস্য ছাড়া প্রবেশ নিষেধ । সবগুলোতেই যে কোন প্রকার পানীয় পাওয়া যাবে।
ঢাকা ক্লাব- http://www.dhakaclubltd.com/
রাওয়া ক্লাব- http://www.raowa.org/
গুলশান ক্লাব- http://www.gulshanclub.com/
উত্তরা ক্লাব- http://www.ucl.com.bd/
ইত্যাদি।
ঢাকার ২ স্টার হোটেল থেকে ৫ স্টার সকল হোটেল গুলোতে ও রয়েছে তাদের নিজস্ব বার।
সেই সকল হোটেলের ফোন নম্বর সহ ঠিকানা পাবেন এই লিঙ্ক থেকে-
http://www.tourtobangladesh.com/hotel-dhaka.php

তবে বাংলাদেশের প্রেক্ষাপটে হাতে গোনা কিছু বার ছাড়া মেয়ে মানুষ এলাউ না মানে যায় না তবে গুলশান , বনানী এবং উত্তরার বার গুলোতে অহরহ নারীদের অবাধ যাতায়াত রয়েছে। অন্যান্য অভিজাত এলাকার তুলনায় উত্তরা গত বছর ও অনেক পিছিয়ে ছিল এই ব্যবসার দিক দিয়ে কিন্তু এই বছর অনেক গুলো নতুন নতুন বার ওপেন হয়েছে যা আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ বুঝতে পারছি না।

কেউ কোন নতুন তথ্য জানলে বা জানতে চাইলে কমেন্টসে জানাবেন আর আমার কোন ভুল হলে ও জানাবেন।

বিশেষ সতর্কবাণী ঃ বাংলাদেশের আইনে লাইসেন্স ব্যতিত কোন বারে প্রবেশ এবং পান করা আইনত দন্ডনীয় অপরাধ যদি ও আমাদের দেশে বাস্তবিক ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না।
সকলকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

ঢাকাবাসী বলেছেন:

দামী ইনফো।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩১

সঞ্জয় নিপু বলেছেন: :)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

দিশেহারা আমি বলেছেন: মামু, আমার এরিয়া অনুযায়ী লিস্টের প্রথম থেকে ৭ নম্বর পর্যন্ত আমার দৌড়।
আমার এরিয়াতেই ২/৩ টা বার উল্লেখ নেই।
কাকরাইলে রাজমনি হলের ঠিক পিছনে (নাম মনে পড়ছে না)
গুলিস্থান থেকে বংশাল যাওয়ার পথে একটা আছে (নাম মনে পড়ছে না)
মনে পরলে আপডেট দেব

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

সুমন কর বলেছেন: একটিতেও যাই নি !!!!!!!!! ;)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

সঞ্জয় নিপু বলেছেন: না যাও্য়াই ভাল ।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

আহলান বলেছেন: মদ উৎপাদন, পরিবহন, পরবেশন গ্রহণ সম্পূর্ণ হারাম .....

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

সঞ্জয় নিপু বলেছেন: সংবিধিব্ধ সতর্কীকরণ ঃ বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এখানে প্রকাশ্যে সকল প্রকার এলকোহল অথবা এলকোহল জাতীয় পানীয় প্রকাশ্যে বিক্রয় এবং গ্রহণ আইনত দন্ডনীয় অপরাধ ।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

শাহ আজিজ বলেছেন: হাজারিবাগে মেথরপট্টির নামটা অ্যাড করে দিয়েন =p~ =p~

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

সঞ্জয় নিপু বলেছেন: দিমুনে কিন্তু ওইটার সম্পর্কে আমি কিছুই জানি না :)

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খারাপ জিনিসের প্রচার না করা উচিৎ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

সঞ্জয় নিপু বলেছেন: ব্যবসায়িক প্রয়োজনে বলুন আর আমাদের দেশে আগত পোশাকের বিদেশী বায়ারের প্রয়োজনে ব্যবস্থা করতে হয়েছে তাদের চাহিদা মাফিক বিভিন্ন প্রকার এলকোহলিক পানীয়, মুলত সেই সকল অভিজ্ঞ্রার আলোকেই এই পোস্টটি সাজানো হয়েছে। কাউকে এলকোহলিক হবার জন্য অথবা পানে উৎসাহ প্রদান করার লক্ষ্যে নয়।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: দরকারি পোস্ট ভ্রাতা। +++++++
যদিও এলকোহলে অনীহা, তবে গেস্টদের জন্য কাজে দিবে।

কেমন আছেন ? :)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

সঞ্জয় নিপু বলেছেন: এই তো ভাই ভাল আছি কিন্তু ব্যবসার অবস্থা ভাল না মনে হচ্ছে আবার চাকুরী তে ফিরে যেতে হবে ।

আপনি কেমন আছেন ?

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: যাব না, তাও জানতে চাচ্ছি, এগুলোর মধ্যে কোথায় কোথায় মেয়ে/মহিলাদের যাওয়া আসা আছে বেশি?? :)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

সঞ্জয় নিপু বলেছেন: বনানীর - ব্লু মুন বার, গুলসানের কোরিয়া বাংলা ক্লাব, উত্তরার ২ টি বারেই অবাধে মেয়ে মানুষের যাতায়াত রয়েছে, সুতরাং এইগুলোতে অনেক বেশী সেইফ।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

জনাব মাহাবুব বলেছেন: অনেক ভালো পোষ্ট দিয়েছেন। আসুন এইবার আমরা দলে দলে এলকোহলে আসক্ত হই X((

কিছু নেশাখোরের বাহবা আপনি জোরেশোরেই পাবেন :-&

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

সঞ্জয় নিপু বলেছেন: ব্যবসায়িক প্রয়োজনে বলুন আর আমাদের দেশে আগত পোশাকের বিদেশী বায়ারের প্রয়োজনে ব্যবস্থা করতে হয়েছে তাদের চাহিদা মাফিক বিভিন্ন প্রকার এলকোহলিক পানীয়, মুলত সেই সকল অভিজ্ঞ্রার আলোকেই এই পোস্টটি সাজানো হয়েছে। কাউকে এলকোহলিক হবার জন্য অথবা পানে উৎসাহ প্রদান করার লক্ষ্যে নয়।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

জাহিদ ২০১০ বলেছেন: কথায় আছে প্রচারেই প্রসার।

আপনি বায়িং হাউসের মালিক হউন আর নাই বা হোন কেন শুধু শুধু উপরের ঠিকানা গুলো দিলেন???

যদি প্রচার করতেই হয় তাহলে ভাল জিনিসের প্রচার করুন, সমাজের কল্যান হবে। আশাকরি পোষ্টটি খুব তাড়াতাড়ি ডিলেট করবেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

সঞ্জয় নিপু বলেছেন: ব্যবসায়িক প্রয়োজনে বলুন আর আমাদের দেশে আগত পোশাকের বিদেশী বায়ারের প্রয়োজনে ব্যবস্থা করতে হয়েছে তাদের চাহিদা মাফিক বিভিন্ন প্রকার এলকোহলিক পানীয়, মুলত সেই সকল অভিজ্ঞ্রার আলোকেই এই পোস্টটি সাজানো হয়েছে। কাউকে এলকোহলিক হবার জন্য অথবা পানে উৎসাহ প্রদান করার লক্ষ্যে নয়।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

আমিনুর রহমান বলেছেন:



প্রতিদিনই নেষ্টের সামনে দিয়ে যাতাযায় করি আর শীতে কাপি :P

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

সঞ্জয় নিপু বলেছেন: হা হা হা । কেমন আছেন ভাই অনেক দিন খোজ নাই , দেখা ও নাই।
চোখের আড়াল মনের আড়াল কথা টা সত্য । এক সময় সারাদিন এক সাথে, একটা বিড়ি খাইলে ও দু জন দু জনের জন্য অপেক্ষা খুব মনে পড়ে মিস করি ভীষণ ।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই আছি :)


আপনার অবস্থার শুভ উন্নতি কামনা করি ভ্রাতা।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

আহমদ মোতেয়দ বলেছেন: Very Informative post, Thanks..

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: শাহবাগ পিকক বার মনে পড়লো । ব্যতিক্রমী পোস্ট । :)

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

সঞ্জয় নিপু বলেছেন: ধন্যবাদ ভাইজান।

১৫| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

কৌশিক পুনশিক বলেছেন: পাব এর কথা ত কিছু বললেন না??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.