|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
নারায়ণগঞ্জ এর সোনারগাঁও এ অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১৪ই জানুযারী থেকে শুরু হয়েছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। এ মেলা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫ জানুযারী আমি সেই মেলাতে যাই এবং কিছু ছবি তুলি সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। 
  
 
মাসব্যাপী মেলা ও লোকজ উৎসবে আছে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৪ জন কারুশিল্পর পণ্যসামগ্রী বিক্রির জন্য ২৪টি স্টল । মেলা প্রাঙ্গণে আছে  হস্তশিল্পের স্টল ৪২টি, পোশাকের স্টল ৪১টি, স্টেশনারি ও কসমেটিক্সের ৩৫টি, খাবার ও চটপটির স্টল ১০টি, মিষ্টির ১৮টিসহ মোট ১৭০টি স্টল থাকবে। এ ছাড়া মাসব্যাপী মেলা ও লোকজ উৎসবের অনুষ্ঠানে প্রতিদিন থাকছে বাউলগান, কবিগান, ভাওয়াইয়াগান-ভাটিয়ালিগান, জারি-সারিগান, হাসনরাজার গান, লালনসঙ্গীত, মাইজভাণ্ডারী, মুর্শিদি গান, আলকাপ গান, গায়ে হলুদের গান, উপজাতীয় সংস্কৃতি অনুষ্ঠান, ছড়া পাঠের আসর, পুঁথিপাঠ, লোকজ কবিতা পাঠের আসর, সেমিনার অনুষ্ঠান, গ্রামীণ খেলা, পানিতে হাঁসধরা খেলা, গল্প বলা ও পিঠা প্রদর্শনী।
আসুন কিছু ছবি দেখিঃ 
  
   
   
   
   
   
   
   
   
 
  
   
   
   
   
   
   
   
   
  
ঘুরে আসুন আমাদের প্রানের মেলা থেকে যেখানে পাবেন শুধু আমাদের দেশের ঐতিয্য । 
 আসার সময় ঘুরে আসতে পারেন রয়্যাল রিসোর্ট এ । 
  
 
অনেক ধন্যবাদ ।
 ৮ টি
    	৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ২০ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩০
২০ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩০
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ
২|  ২০ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:১১
২০ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:১১
আবু শাকিল বলেছেন: স্কুলে থাকাকালীন ইঞ্জিনের ছোট নৌকা দিয়ে পাড়া থেকে পিকনিকে গিয়েছি বহুবার। গত বছর ও গিয়েছিলাম।ভাল উপভোগ করলাম।কিন্তু
রয়াস রিজোর্ট এটা কোন দিকে। চোখে পড়ল না ত। তবে বিশাল এক বিল্ডিং দেখেছি যা আন্ডার কনস্ট্রাকশন!
  ২০ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:২৯
২০ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:২৯
সঞ্জয় নিপু বলেছেন: মোগড়াপাড়া থেকে সোনারগাঁও যাবার পথে হাতের বাম পাশে পড়বে খুব বেশী ভেতরে না। সুন্দর করেছে বিন্ডিং এর নকশা ডিজাইন। 
৩|  ২০ শে জানুয়ারি, ২০১৬  রাত ১১:৫৮
২০ শে জানুয়ারি, ২০১৬  রাত ১১:৫৮
মনিরা সুলতানা বলেছেন: ছবি দেখলেই মন ভাল হয়ে যায় 
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য 
  ২১ শে জানুয়ারি, ২০১৬  সকাল ৯:২০
২১ শে জানুয়ারি, ২০১৬  সকাল ৯:২০
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৪|  ১৩ ই মে, ২০১৬  বিকাল ৫:৪৮
১৩ ই মে, ২০১৬  বিকাল ৫:৪৮
জীবিত থাকিয়াও মৃত বলেছেন: ভাই,
শেয়ার বাজারে ৮ বছর সময় গেল। এখন গার্মেন্টস এ মার্চেন্ডািজিং এ জয়েন করতে চাই। কোন পরিচিত লোক না থাকায় সুবিধা লরা যাচ্ছে না।  কোন ব্যবস্হা করে দেয়া যাবে কি?
দয়া করে জানান।
  ২১ শে আগস্ট, ২০১৬  দুপুর ২:৪৯
২১ শে আগস্ট, ২০১৬  দুপুর ২:৪৯
সঞ্জয় নিপু বলেছেন: আসলে দুই টা ভিন্ন ট্রেক সেটা আপনি ও বোঝেন, তবে কোন লবিং ছাড়া সরাসরি চাকুরী পাবার আশা নেই। আর আপনি কাজ না জানলে, বুঝলে আমি ও কিছু করতে পারবো না।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৯
২০ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৯
সুমন কর বলেছেন: আমাদের প্রানের মেলা থেকে যেখানে পাবেন শুধু আমাদের দেশের ঐতিয্য ।
সুন্দর শেয়ার।