![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোয়াইব জিবরান
‘প্রতিদিন বিকেলে আমরা ইডেন কলেজের সামনে দাঁড়ায়া থাকি।আর সুন্দর সুন্দর মেয়েদের দিকে তাকাইয়া দীর্ঘশ্বাস ছাড়ি! আমাদেন দীর্ঘশ্বাসের ভার নাই বইলা ঢাকাবাসী বাইচা গেছে।না হলে নীলক্ষেত কয়েক হাজার ফুট মাটির নীচে চইলা যাইত।’ - এমন আজেবাজে কথা একসময় আমাদের ক্লাশে আমাদের উদ্দেশ্যে নিত্য বলতেন আমাদের শিক্ষক আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার। তখন আমাদের ভরা যৈবন। পড়ি ঢাকা কলেজে।তবু হায় মেয়েরা ফিরেও তাকায়নি। কত প্রেম পত্র লিখছি উত্তর আসে নাই।বাপের কাছে বিচার আসছে।
এখন যৈবন পড়পড়। কিন্তু ফেসবুকের ইনবক্সে, মেইলে এসব কী আসতাছে?
‘আমি অমুক(সব ইংলিশ আফ্রিকান নাম গো ভাই!) ফেসবুকে তোমার প্রোফাইল দেইখ্যা টাশকি খাইছি। এখন তোমারে সাথে আমার একান্তু কিছু শেয়ার করার ইচ্ছা জাগছে। আমারে এই ঠিকানায় একখান মেইল দাও। আমি উতলা হয়া আছি!) ছি: ছি এসব কী হইতাছে। বুড়া বয়সে আমার চরিত্র নষ্ঠ করবার চায়। বেটিরা আমার যৈবনকালে কই আছিলি।
দীর্ঘশ্বাসের ভারে আমার বুক ফাইট্টা যাইতাছে।
©somewhere in net ltd.