![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না মিটিতে আশা ভাঙিল খেলা
মাঝে মাঝে আক্ষেপ করি নতুনরা পুরাতনকে ভুলে যাচ্ছে। এবং সব দোষ নতুনদের ঘাড়েই চাপিয়ে দিই। নতুনদের কোনো কালচারাল বোধ নেই। তাদের সংস্কৃতির বদলে আছে অপসংস্কৃতি। ইত্যাদি ইত্যাদি। সবটা যে মিথ্যা তা নয়। তবে কিনা খারপটাই ভালোর চেয়ে বেশি করে চোখে পড়ে। এবং স্বাস্থ্যের চেয়ে ব্যাধিটাই বেশি সংক্রামক।
কিন্তু আয়নার সমানে দাঁড়িয়ে নিজেদেরকেও মিলিয়ে দেখার সময় এসেছে। কারণ নিজেদেরকে আমরা সব সময়েই সেফ সাইডে রাখতে চাই, তাই অপরের কাঁধে দোষ চাপাতে আমরা ভালোবাসি।
নতুন প্রজন্মের অনেকেই কিন্তু আজো সমানতালে হৃদয়ে রবীন্দ্র-নজরুল ধারণ করে রেখেছে। রবীন্দ্র-নজরুল সেখানে সযত্নে লালিত পালিত হচ্ছেন। এবং নতুন প্রজন্মকেও লালন পালন করছেন।
আমার কাছে কিছু ছাত্রছাত্রী চাকরির পরীক্ষার জন্যে কোচিং করতে আসে। সেই সূত্রেই তাদের “তরুণ মনের গহন বনের’’ সন্ধানী হতে পারি। সেদিন আমার এক ছাত্রী মৌসুমী আমার সাথে দেখা করতে এসেছিল। কথায় কথায় গানের প্রসঙ্গ উঠলো। বললাম-একটা নজরুল গীতি শোনাও। মৌসুমী বলল- স্যার একটা শর্ত আছে । আগে আপনাকে একটা গান শোনাতে হবে।
কী আর করা আমার হেঁড়ে গলায় একটা গান শোনাতে হল। মৌসুমী গেয়েছিল- “পিউ পিউ বিরহী পাপিয়া বলে........”। কেবল হারমোনিয়ামে গেয়েছিল। কিন্তু এককথায় অনবদ্য । ছাত্রীটি ভালোই গান গায় । তাই আমি আমার লড়ঝড়ে মোবাইলে গানটা রেকর্ডিং করেছিলাম।
গানটা আপনাদের জন্যে আপলোড করলাম। শুনে দেখে জানাবেন আমার অনুভব যথার্থ কিনা –“ নজরুল আমাদের তরুন সমাজ তোমাকে ভোলেনি। আমাদের চেতনায় , অবচেতনায় , মননে আজো গভীর ভালোবাসায় তুমি জড়িয়ে আছো , থাকবেও চিরদিন।"
গানটি শুনতে নিচের অডিও লিঙ্কে ক্লিক করুন
Click This Audio Link
ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন - "পিউ পিউ বিরহী পাপিয়া ব'লে....।"
ইউটিউবে শুনতে https://www.youtube.com/watch?v=2H9FBXhlTNw
***************************************************
***************************************************
সবাই ভালো থাকবেন।
রাগে থাকুন, রাগিয়ে রাখুন।
রঙে থাকুন, রাঙিয়ে রাখুন।
***************************************************
আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com
ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
সবুজসবুজ বলেছেন: স্যালুটটা মৌসুমী এবং নতুন প্রজন্মেরই প্রাপ্য। কারণ আমার কথাগুলো গুরুসম্ভীর মাস্টার মশায়ের মতো শুনতে লাগলেও আসলে আমিও এই তরুণ প্রজন্মেরই একজন
তাই স্যালুট মৌসুমী বা নতুন প্রজন্ম পেলে আমারও পাওয়া হবে।
কামনা করুন যে বিশাল কাজে হাত দিয়েছি এটা যেন সম্পূর্ণ হয়।
অ:ট:- সিরাজ সাইয়ের পোস্ট থেকে আমি আপনার গানের খোঁজ পেয়েছিলাম (মনে পড়ে)। নানা করণে ব্যস্ত থাকার কারণে আপনার পোস্টে আর মন্তব্য করা হয়ে ওঠেনি। আপনার ভেতরে প্লে ব্যাক সিঙ্গারের সমস্ত গুণ আছে ।
ভালো থাকবেন।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪
কালোপরী বলেছেন: ভাল লাগল, ভাল থাকবেন
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
সবুজসবুজ বলেছেন: আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব ভালো ভালো গান শুনুন।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
সবুজসবুজ বলেছেন: অনেক অনেক ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪
অচিন্ত্য বলেছেন: কাকে আগে ধন্যবাদ দেব, আপনাকে না মৌসুমীকে ? আজকের বাংলাদেশে আমি দেখি গানের মানুষজন বড় ফাঁকিবাজ হয়ে উঠেছে। কণ্ঠের অনুশীলনে মনযোগ নেই। সেই গ্যাপ সফটওয়্যারের কারুকাজ দিয়ে ঢাকার চেষ্টা দেখতে পাই। আপনার ছাত্রীর গান শুনে সত্যিই খুব ভাল লাগল। ওনেস্ট সাঙ্গীতিক প্রচেষ্টাকে আমি সব সময় স্যালুট করি। মৌসুমীকেও স্যালুট। আপনিও বাদ যাবেন কেন ? তরুণ প্রজন্মের ইতিবাচক দিক এইসব ছোটখাট চিহ্নের ভেতর দিয়ে খুঁজে নেওয়ার মনটির প্রতি রইল শ্রদ্ধা। ভাল থাকুন। আপনার রবীন্দ্রসঙ্গীতের পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।