নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।

সবুজসবুজ

না মিটিতে আশা ভাঙিল খেলা

সবুজসবুজ › বিস্তারিত পোস্টঃ

আপনার অ্যান্ড্রয়েড ফোনকেই এখন করে তুলতে পারেন Hearing Aid Device

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০২







আমার মনে হয় -অ্যান্ড্রয়েড এখন সব পেয়েছির দেশ। ছোটোবেলায় যখন কোনো একটা বিষয়ে কবিতা লেখার পরিকল্পনা আসত- দেখতাম রবীন্দ্রনাথ ঠিক আমার মনের কথাটাই লিখে ফেলেছেন। এখন অ্যান্ড্রয়েড সম্পর্কেও আমার সেই কথাটাই মনে হয়।



সেদিন একটা হেয়ারিং এডস (মানে যারা কানে কম শোনেন তাদের শ্রবণ সহায়ক যন্ত্র) এর অ্যাড দেখাচ্ছিল টিভিতে। সেটার হেড ফোনটা খুব সুন্দর ডিজাইনের। কারণ এখনো অনেকেই কানে কম শোনেন এটা জানাতে লজ্জা বোধ করেন। যারা কানে কম শোনেন তাদের মধ্যে একটা হীনমন্যতা হয়তো কাজ করে। ব্যবসায়িক সংস্থাগুলি সেই লজ্জা বা হীনমন্যতা কাটাতেই বোধ হয় এর হেডফোনের ডিজাইনটা এত সুন্দর করে তুলেছে বলে আমার মনে হল।



হঠাৎ করেই আমার মনে হল -ভবিষ্যতে আমারো তো এমন অবস্থা হতে পারে।তখন আমিও হয়তো এ বিষয়ে অপরকে জানাতে লজ্জা বোধ করব। /:) :(( এর চেয়ে ভালো হত আমার অ্যান্ড্রয়েড ফোনেই যদি এমন একটা অ্যাপ্লিকেশন থাকত যেটা আমাকে হেয়ারিং এডসের সুবিধা দেবে। কিন্তু আলাদা করে হেয়ারিং এডস কিনতে হবে না। পকেটে অ্যান্ড্রয়েড- কানে হেডফোন। B-) B-) কেউ কিছু বুঝতে পারবে না যে আমি কানে কম শুনি।এটা একটা স্টাইলও হবে, আবার শোনার ক্ষেত্রেও অসুবিধাও হবে না।

গুগল প্লেতে সার্চ দিলাম এবং বেশ একটু পরিশ্রম করতে হলেও উপযুক্ত অ্যপ্লিকেশনটা খুঁজে পেলাম। (এই জন্যেই আমি মজা করে রবীন্দ্রনাথের সঙ্গে অ্যান্ড্রয়েডের তুলনা করছিলাম। কাইন্ডলি কেউ কিছু মনে করবেন না।)



এই অ্যপলিকেশনটির নাম Gsnc Hearing Aids ।



এটি একটি ফ্রি অ্যাপলিকেশন ।তার মানে আপনাকে পয়সা দিয়ে এটি কিনতে হবে না। এবং এই অ্যাপটির সাইজ মাত্র ১৯ কেবি



আপনাকে যা যা করতে হবে

প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করুন







সার্চ বক্সে লিখুন Gnc Hearing









সার্চ দিন



দেখুন আপনার কাঙ্খিত অ্যাপটি পেয়ে গেছেন





ইনস্টল বাটন প্রেস করুন







এবার Accept & Download বাটনে প্রেস করুন







এবার Keep shopping বাটন প্রেস করুন





প্রথমে ডাউনলোড ও পরে ইনস্টল শুরু হবে





এবার আপনার মোবাইলে হেডফোন কানেক্ট করুন। আপনার মোবাইলের Volume একদম কমিয়ে দিন।



এরপর আপনি এই অ্যাপটি Open করুন



এখানে I’ve coonected airphones to my phone এবং Use 3-pole earphones এই মর্মে দুটি ফাঁকা বক্স দেখতে পাবেন।





ওই দুটিকে চেক করুন (মানে টিকচিহ্ন বসিয়ে দিন।)





এবার দেখুন Sound Amplitude নামের একটা স্লাইডার আছে ওটাকে যতটা সম্ভব কম করে দিন।





এবার দেখুন তার নিচে Noise Reduce অপসন আছে। ওটাকে পরবর্তীতে আপনার প্রয়োজনানুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন







তার নিচে দেখুন Stop বাটন আছে ওটাকে প্রেস করুন





ওখানে Run অপসন আসবে এবং সবুজ সিগনাল দেখাবে।









এবার আপনার কানে হেডফোন লাগান। প্রয়োজন অনুসারে আপনার মোবাইলের Volume এবং Sound Amplitude বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিন। দেখুন আপনার কানে আস্তে শব্দও এই অ্যাপটি পৌঁছে দিচ্ছে।আসলে এটি বাইরের শব্দকে আপনার কানে অ্যামপ্লিফাই করে শোনায়। যে কাজটি করে থাকে Hearing Aids গুলো।





সাবধানতা: Sound Amplitude এবং আপনার মোবাইলের Volume যতটা সম্ভব কমিয়ে নিয়ে তবে কানে হেডফোন লাগান। না হলে উচ্চশক্তির এই অ্যামপ্লিফাই করা শব্দ আপনার কানের চিরতরে ক্ষতি করতে পারে।



***************************************************

***************************************************

দেখুন-আপনার কাজে লাগে কিনা



আপনার মোবাইলকেই করে তুলুন তানপুরা ( অ্যান্ড্রয়েড )



***************************************************

***************************************************

সবাই ভালো থাকবেন।



রাগে থাকুন, X( রাগিয়ে রাখুন। :P



রঙে থাকুন, B-) রাঙিয়ে রাখুন। ;)

***************************************************



আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com



ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:২০

নুরুন নেসা বেগম বলেছেন: অনেক ভালো তথ্য দিয়েছেন। তবে অ্যান্ড্রয়েড ফোনের ধারণা সবার আছে কি? যাচাই করে জেনে নিতে হবে যারা জানেন না। ধন্যবাদ এবং + :#>

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৭

সবুজসবুজ বলেছেন: আসলে এখন স্মার্টফোনের যুগ। সুতরাং কম বেশি সকলেই এখন অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে জেনে যাচ্ছেন। বাকিরাও খুব দ্রুতই জেনে নেবেন।

অ্যান্ড্রয়েডের এত ফ্রি অ্যাপলিকেশন বলে শেষ করা যাবে না। তাই সহজেই এটা ক্রমাগত জনপ্রিয় হয়ে যাচ্ছে। :)

খুব ভালো থাকবেন। :) :) :)

২| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:৪২

দুর্বার বলেছেন: দারুন তো। ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৭

সবুজসবুজ বলেছেন: :) :) :) :)

৩| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

জেবাল বলেছেন: চরম একটা জিনিস দিলেন দাদা। বুড়া হইবার পরে বা বয়রা হইয়া গেলে এই জিনিস কাজে লাগতে পারে :D

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২১

সবুজসবুজ বলেছেন: কামনা করি এই জিনিস ব্যবহার করার মতো পরিস্থিতি যেন আপনার কখনো না আসে।


তবে মজা পাবার জন্যে বা অপরকে সাহায্য করার জন্যে ব্যবহার করে দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.