![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না মিটিতে আশা ভাঙিল খেলা
আমি হুজুগে মানুষ । হুজুগ জিনিসটা শুনেছি ভালো না। তবে হুজুগ মানুষকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারে। নিজেকে দিয়েই সেটা বেশ ভালো বুঝতে পারি।
চলুন তা হলে বলি কি হয়েছিল। ঋতুপর্ণ আমাদের ছেড়ে চলে গেলেন। গেলেন রাজার মতোই।( আমিও এরকমই মরতে চাই)।ঋতুপর্ণের সিনেমা সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে না কোনোদিন। হয়তো আমি বোদ্ধা নই। আমার কলিগ অমিত তো ঋতুপর্ণ বলতে পাগল।
যাই হোক আমি ভাবলাম নেট থেকে ঋতুপর্ণের সব সিনেমাগুলোই ডাউনলোড করে ফেলি। ইউটিউবে দেখলাম অনেকগুলোই আছে। আমি এর আগে ইউটিউব থকে বহুবার IDM দিয়ে ডাউনলোড করেছি। সুতরাং মহা আনন্দেই ডাউনলোডর তোড়জোর শুরু করলাম।
কিন্তু গোড়াতেই বিপত্তি। IDM ইউটিউবের পেজে গেলে এমনিতেই ডাউনলোডের অপসন দেয়। কিন্তু অবাক হয়ে গেলাম ডাউনলোডের অপসন কিছুতেই দিচ্ছে না। কপিরাইট বিমুক্ত যে গুলো সেগুলো ডাউনলোডের অপসন দিচ্ছে কিন্তু যেগুলোতে কপিরাইট আছে সেগুলো দিচ্ছে না। (আমার কথা বিশ্বাস না হলে নিজেরাই দেখে নেবেন। ) বুঝলাম গুগল মামা নীতিরক্ষায় বদ্ধ পরিকর।
ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় বেশকিছু সাইট থেকে সেখানে ইউটিউবের সেই ভিডিও র লিঙ্ক পেস্ট করলে ওরা ডাউনলোডের নতুন লিঙ্ক দেয়। কিন্তু কপিরাইট সম্বলিত এই ভিডিও র ডাউনলোড পাওয়া গেল না।
মাথা গেল গরম হয়ে। নেটে আতিপাতি করে খোঁজা শুরু করলাম কিভাবে ডাউনলোড করা যায়।পেয়েও গেলাম সহজ একটা উপায়। দেখুন আপনাদের কাজে লাগে কিনা !
প্রথম ধাপ
এই কাজের জন্যে আপনার প্রয়োজন হবে তিনটে জিনিসের।
১। যে কোনো একটা ব্রাউজার।( ফায়ারফক্স/অপেরা/গুগলক্রোম/ ইন্টারনেট এক্সপ্লোরার)
২। VLC মিডিয়া প্লেয়ার।
৩। যেকোনো একটা ডাউনলোড ম্যানেজার।
কিভাবে করবেন
প্রথমে ব্রাউজার থেকে ইউটিউবের যে ভিডিওটা ডাউনলোড করতে চাইছেন সেটা খুলুন।
ব্রাউজারের অ্যড্রেসবার থেকে ভিডিওটির লিঙ্ক কপি করুন।
২ য় ধাপ
এবার VLC Player ওপেন করুন।এবার Media>Open Network Stream খুলুন। (অথবা Ctrl+N)চাপুন।
এখানে দেখুন Please enter a network Url লেখার নিচে একটা ব্লাঙ্ক বক্স আছে।এখানে আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করুন।
নিচে দেখুন Play অপসন আছে। ওখানে ক্লিক করুন।
ভিডিওটি প্লে না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
প্লে হওয়া শুরু হলেই। Tools>Media information এ যান।( বা একবার Ctrl+I চিপতে পারেন।)
এখন যে উইন্ডোটি খুলেছে তার নিচের দিকে তাকান।।Location এর পাশেই দেখুন একটি লিঙ্ক এসেছে। এটাকে কপি করুন।
তৃতীয় ধাপ
আপনার ডাউনলোড ম্যানেজারে পেস্ট করুন। এবং ডাউনলোড করতে দিন । ডাউনলোড শুরু হবে।
আমি IDM দিয়ে ডাউনলোড করেছি। এক্ষেত্রে আপনাকে IDM ওপেন করে Task>Add new Download -এ ক্লিক করুন
নতুন যে উইন্ডো আসবে সেখানে Address এর পাশের
বক্সে ভিডিওটির কপি করা লিঙ্ক টি পেস্ট করে Ok করুন।
ডাউনলোড হওয়া শুরু হবে।
এটা দেখুন Resume সাপোর্টেড।
সুতরাং Happy Downloading.
সকলে ভালো থাকবেন।
২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৫১
সবুজসবুজ বলেছেন: যদি কাজে লাগে।
২| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৫২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালোই.... কিন্তু ক্রোম বা ফক্সের এড অন দিয়া সহজেই লিংক টা পাওয়া যায়।
২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬
সবুজসবুজ বলেছেন: আগে পাওয়া যেত। মাসখানেক যাবত কপিরাইট সম্বলিত ভিডিও গুলোর লিঙ্ক ক্রোম বা ফক্সের এড অন দিয়ে পাওয়া যাচ্ছে না।
৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:২৭
রোহান খান বলেছেন: +++++++++++++++++ পোস্টে প্লাস...।
২৪ শে জুন, ২০১৩ রাত ১:৩০
সবুজসবুজ বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:১০
আমিনুর রহমান বলেছেন:
সুপার্ব পোষ্ট। প্রিয়তে +++
২৪ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৯
সবুজসবুজ বলেছেন: ধন্যবাদ, আমিনুর ভাই।
৫| ২৪ শে জুন, ২০১৩ সকাল ৭:০২
অচিন্ত্য বলেছেন: দারুণ পোস্ট ! অনেক কাজের !
থ্যাঙ্ক্যু
++
২৪ শে জুন, ২০১৩ সকাল ৭:১০
সবুজসবুজ বলেছেন: ধন্যবাদ অচিন্ত্য ।
ভালো আছো তো ?
৬| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০৩
ইকরাম বাপ্পী বলেছেন: Oneeeeeeeek dhonnobad......... Post baksho bonsdi kore rekhe dilam.....kaje lagbe........
২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:১৩
সবুজসবুজ বলেছেন:
৭| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৯
সবুজ ভীমরুল বলেছেন: thanks!!
++++++
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৯
সবুজসবুজ বলেছেন: স্বাগতম ।
৮| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
বুঝিনাই বলেছেন: চমৎকার পোস্ট
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:০০
সবুজসবুজ বলেছেন: ভালো থাকবেন।
৯| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৪০
ইলুসন বলেছেন: দরকারি পোস্ট। প্রিয়তে নিলাম। কাজে লাগবে পরে।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫
সবুজসবুজ বলেছেন: আপনাদের কাজে লাগলেই আমার পরিশ্রম সার্থক।
১০| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৫
অনির্বাণ তন্ময় বলেছেন:
ধন্যবাদ। আমার কাজে লাগবে।
ভালো লাগা + প্রিয়তে।।
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
সুমন কর বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম। ধন্যবাদ।
১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
হাসান মাহবুব বলেছেন: খাইছে এত কিছু কেমনে বাইর করলেন?
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬
শ্রাবণ জল বলেছেন: আমার পিসিতেও আইডিএম দিয়ে ইউটিউব থেকে ডাউনলোড করা যায় না কিছু।
আমি aTube catcher দিয়ে ডাউনলোড করি।
প্রয়োজনের সময় ভিএলসির এত অপশান ঘাটতে না চাইলে aTube catcher ইউজ করাই বেটার বোধহয়। গুগল এ সার্চ দিলেই পাওয়া যাবে। সাইজ ১১ এমবি।
আমি অবশ্য ২০/২৫ এমবির বেশি ডাউনলোড করিনি কখনও।
তাই মুভি ডাউনলোড করতে গেলে কোন প্রব্লেম হবে কিনা জানি না।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯
নির্বাসিত আমি বলেছেন: দরকারি পোস্ট