![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না মিটিতে আশা ভাঙিল খেলা
চোরেরাই এ জগতে মহৎ । টাকা পয়সা চুরিতো করেই। এরপর অন্যের লেখাগুলোকে চুরি করে কেউ যদি নিজে নামে চালিয়ে দেয় তাহলে কি সহ্য করা যায়! যদি পারেন তাহলে এই "নির্ঝরের স্বপ্নভঙ্গ" লোকটার নামে ফেসবুকে অন্তত রিপোর্ট করুন । না হলে সবাই অনলাইনে লেখালেখি ছেড়ে দেবে।
মূল লেখার ঠিকানা ব্লগার অমৃতার
পাখি
চোরের নাম " নির্ঝরের স্বপ্নভঙ্গ"
ফেসবুকের লিঙ্ক Click This Link
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪২
সবুজসবুজ বলেছেন: আমার লেখা চুরি হয়েছে কিনা সেটা বড় কথা নয়। অনেকের লেখাই চুরি হচ্ছে। আমি অনেককেই জানি যারা অনলাইনে এই কারণে লেখা ছেড়ে দিচ্ছেন। আপনার ঘরে চুরি হয়নি বলে আপনার পাশের বাড়ির চুরির কোনো প্রতিবাদ করবেন না !!!
২| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫৪
খেলাঘর বলেছেন:
ঘর চুরি আর লেখা চুরি এক না।
ভালো লেখকের লেখা অন্যেরা নিতে চায়; অনলাইনে লিখলে ওখানে কেহ লেখা পাহারা দেয়ার জন্য বসে নেই।
লেখা ছেড়ে দিলে দেক।
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০১
সবুজসবুজ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি তো আবার "রাজনৈতিক ব্লগার"। আপনার কাছ থেকে এমন মন্তব্যই আশা করা যায়।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৪
রোকসানা লেইস বলেছেন: চোর আর চোরের পক্ষের লোকই বেশী চারপাশে।
আজ সকালে ফেসবুক খুলেই একটা ছবিতে চোখ আটকে গেলো ছবিটা আমার. আমি নিজে তুলেছি অথচ অন্যজনের কভারে শোভা পাচ্ছে!!! অথচ ছবি চুরি করেছে!! ক্রেডিট যদি দিত নিদেন পক্ষে। সেই সৌজন্যতাও নেই।
আগেও একবার এই চুরির কাজটি করেছে লোকটা, বলার পর মাফ চাইল ভুল হয়ে গেছে বলল। অথচ আবারও করল একই কাজ।
নেট থেকে ছবি নেওয়া আর অন্যজনের প্রফাইল ঘেটে ছবি নেয়া যে এক নয় সেটা যেন বুঝতে পারে না। ভাব করে কিছুই বুঝতে পারে না। অথচ মহা শেয়ানা।
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৩৬
সবুজসবুজ বলেছেন: কি আর বলব বলুন। ফেসবুকে এই ধরণের বিষয়গুলো নিয়ে রিপোর্ট করা যায়।বেশি রিপোর্ট জমা পড়লে ওরা ব্যবস্থা নেয়। সেটাই করতে বলছিলাম। উনি চোরেদের হয়ে সওয়াল করলেন।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৪৩
স্বপ্নাতুর পুরব বলেছেন: লেখকের সংখ্যা কমবে কিনা জানিনা, তবে ভালো লেখকেরা কিছুটা নিরুৎসাহিত হবে । তাই বলে লেখা ছেড়ে দেয়া ঠিক না । সত্যিকারের লেখকেরা নাম-যশের জন্য লেখেন না , তাদের একটা মহৎ উদ্দেশ্য থাকে । সেক্সপিয়রের লেখা এতো বেশি চুরি হয়েছিলো যে কেউ কল্পনা করতেই পারেনি লেখাগুলো তাঁর ছিলো । কিন্তু সত্য কি বেশি দিন চাপা থাকে?তাঁর মারা যাওয়ার তিন-চার শতাব্দী পরে আমরা সেক্সপিয়রকে জানতে পেরেছি ।
তবু বলবো লেখা চুরি করার মতো ঘৃণ্য কাপুরুষতার কাজ পৃথিবীতে দু -একটা আছে কিনা জানিনা ।
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৪৬
সবুজসবুজ বলেছেন: আপনি ঠিকই বলেছেন। সত্যিই নিরাশ হতে হয়। বিশেষ করে যারা নতুন লেখক।
প্রতিষেধকের ব্যবস্থা যখন কিছুটা আছে কেন সেই ব্যবস্থা আমরা নেব না ?
৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৫০
স্বপ্নাতুর পুরব বলেছেন: অবশ্যই নিতে হবে ।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১২
অপূর্ণ রায়হান বলেছেন: ভাইরে , এই চোরগুলারে দেখতে দেখতে ক্লান্ত । সামান্য কার্টেসি পর্যন্ত দেয় না ।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার দুইটা লিখা চুরি হয়েছে ।
এই ভেবে হেসেছি অনেকক্ষন ,
তবে কি আমি সেলিব্রেটি হইয়া গেনু ?
৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৭
কুয়াশা রাত্রি বলেছেন: তবে কি অনলাইন এ লেখা ছেড়ে দেব। আমিতো মাত্র জয়েন করলাম ।।
৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: The page you requested cannot be displayed right now. It may be temporarily unavailable, the link you clicked on may be broken or expired, or you may not have permission to view this page.
আফেসবুকে ক্লিক করলে এই লেখা আসছে!!
রিপোর্টে মনে হয় কাজ হয়েছে। চোরদের ঠেকাতে লেখকদের এবং পাঠকদেরও এইরকমই সচেতন হতে হবে। বন্ধ্যু শুভানুধ্যায়ীদেরতো কথঅই নেই.................
১০| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
আমি তুমি আমরা বলেছেন: দুক্ষজনক
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭
খেলাঘর বলেছেন:
যার লেখা চুরি হয়, সে ভালো লেখক; চুরি হওয়া ভালো লক্ষন।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: সকলের সরব প্রতিবাদ কাজে দেয়। এখানেও দিয়েছে বলে মনে হয়।
২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৯
সবুজসবুজ বলেছেন: হ্যাঁ। সম্মিলিত প্রতিবাদ না করলে কিচ্ছুটি হবার নয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩৭
খেলাঘর বলেছেন:
এখানে কেহ পুলিশ নয়; যারলেখা চুরি হয়, উনি ভালো লেখক; এর বাইরে কিছু করার আছে বলে মনে হয় না।
আপনার লেখা চুরি হয়েছে?