নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

নানা রঙের ফানুস

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০১


মনের দুয়ারে কত ডাকাডাকি
কত হরকরা দাড়ায়ে
মনের বাঁধনে বাঁধা থাকে কত
শত স্বপ্নেরা হানা দেয়

হাজার কাব্য হানা দেয় দ্বারে
হাজারো ভূমিকা লয়ে
হাজারো রূপের প্রতিছ্বায়া দেখি
এইত সরূপ নিজেতে
আঁকি রং দিয়ে রংধনু থেকে
ভাসি মেঘ হয়ে যেন পাখি ভেবে
গ্লানীকে ভাসাই ফানুসে

বহুদূরে যেন মিটমিটে আলো
আলো আঁধারির খেলা
এই ধরা পরে চোখের পলকে
এই যেন আবছায়া

বহু পথিকের মনের ভাবনা
বহু রূপে দেয় দেখা
কত শত রথ যাত্রা লয়ে
অযাচিতে হয় ফাঁকা

অকারণ শত যাত্রা ভুলায়ে
যে পথিক ফিরে ঘরে
তার হতে হয় সৃষ্টি
শত অদ্ভুত নতুনত্বের।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

২| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৯

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবিতা পাঠের জন্যে..........


স্বাগতম আমার ব্লগে সাথেই থাকুন...........।

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন +++



২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য.........

৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩

কালীদাস বলেছেন: মন্দ লাগেনি! শুরুর ছবিটা ব্যাপকভাবে আকৃষ্ট করেছিল :)

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য.............স্বাগতম আমার ব্লগে.......... সাথেই থাকুন........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.