নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

হে দখিণা দুয়ার

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭


হে দখিণা দুয়ার
তব খোল দ্বার
আসিছে প্রিয়া আমার।

শতবার মৃত্তিকাকে
ফিরায়ে দিয়াছে সে
শুধু আমারই লাগি
সে মোর প্রানের সখা
আমারে ছাড়ি
তার এ ভূবন মিছে
এ জীবন তুচ্ছ।

হে দখিণা দুয়ার
তুমি তো বুঝিবে না
তার সে আকুলতা
মোর লাগি তাহার সে
ব্যাকুলতা

হে দখিণা দুয়ার
তব খোল দ্বার
কিছুটা সময় বসি
তোমার কাছে

হতে পারে
এ আমার সুখের
নাহয় দুঃখেরই
কিছুটা ক্লান্তি হরণের
পরম পরশ।

হে দখিণা দুয়ার
তব খোল দ্বার
তোমার সে দখিন হাওয়া
যবে লাগে প্রানে
আমি উচ্ছ্বাসিত হই বারেবার
ফিরে পাই প্রান।


সফেদ বিহঙ্গ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা, সুন্দর ছবি।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৯

সফেদ বিহঙ্গ বলেছেন: যাক অবশেষে আপনার আমার কোন কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম..............।
পাঠের জন্য ধন্যবাদ সাথেই থাকুন।

২| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪০

ইমরান আল হাদী বলেছেন: আপনার প্রিয়জন কে স্বাগতম।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০২

সফেদ বিহঙ্গ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সাথেই থাকুন...............।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.