নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের ফেরিওয়ালা

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০২


স্বপ্ন ফেরি করছিরে ভাই
হরেক রকম স্বপ্ন
কিনবে নাকি দু চারটে
নানান রঙের স্বপ্ন
নানান ভাষার নানান রূপের
কত যে ভাই স্বপ্ন

স্বপ্ন ফেরি করিরে ভাই
সাদা কালো স্বপ্ন আছে
রঙিন আলোর স্বপ্ন আছে
দুঃখভরা স্বপ্ন আছে
খুশির আছে,হাসির আছে
ভূতের আছে,প্রেতের আছে
নানান রকম স্বপ্ন আছে
কিনবে কি ভাই স্বপ্ন

স্বপ্নজোড়া আকাশ থাকে
বিস্বজুড়ে স্বপ্ন থাকে
স্বপ্নে আবার প্রাপ্তি থাকে
অপ্রাপ্তিও থাকে বটে
স্বপ্ন ফেরি করছিরে ভাই
কিনবে নাকি দুএকটা।

স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে?
দেখি না ভাই এই জগতে
স্বপ্ন নিয়েই বাঁচতে শিখে
জন্ম হতে মৃত্যুতে।

স্বপ্ন ,স্বপ্ন কেউ নেবে কি স্বপ্ন
নানান জাতের,নানান রসের স্বপ্ন
স্বপ্ন দেখাই এই স্বপ্নওয়ালা
কিনবে কেউ স্বপ্ন।

কত রকম স্বপ্নরে ভাই
কত রকম স্বপ্ন
দুঃস্বপ্নও আছে কতেক
তারও মূল্য কম কিছু নয়
একই রকম মূল্য রে ভাই
একই রকম মূল্য

ভৌতিক কিছু স্বপ্ন আছে
বিদঘুটে আর ভয়ঙ্কর
রক্তিম কিছু স্বপ্ন আছে
যুদ্ধ আর মাতঙ্কর
দুর্যোগ ঘেরা স্বপ্ন আছে
ধ্বংস আর প্রলঙ্কর।

মিষ্টি কিছু স্বপ্ন আছে
যুগল প্রেমের স্বপ্ন আছে
সন্ধারাতের স্বপ্ন আছে
দিবানিদ্রার স্বপ আছে
কত রকম স্বপ্ন রে ভাই
কত রকম স্বপ্ন

সবুজ শ্যামল স্বপ্ন আছে
কৃষক ভাই এর বুকের মাঝে
বৃষ্টিভেজা স্বপ্ন আছে
তরুলতার সবুজ প্রানে
স্বপ্ন আছে সকল জীবের
মানবকুলের একটু বেশি
নীল স্বপ্নের সুতো ধরে
যায় যে সে বহুদূরে
মরীচিকা ভেবেই এগোয়
মিলে গিয়ে স্বপ্ন রেখায়।

স্বপ্ন যে ভাই আকাশকুসুম
যায় না ছোঁয়া অস্পৃশ্য
তবুও ভাই স্বপ্ন দেখাই
স্বপ্নেরই ভাই করি ফেরি
স্বপ্ন ছাড়া কি জগৎ চলে
স্বপ্নেই তো হৃদয় দোলে।

স্বপ্ন,স্বপ্ন কেউ নেবে কি স্বপ্ন
নানান রঙের স্বপ্ন
নানান রূপের স্বপ্ন
কেউ নেবে, কেউ নেবে কি?
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৬

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ............আপনাদের ভালো লাগাই আমার লেখার অনুপ্রেরনা।

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৫

সনেট কবি বলেছেন: বেশ ভাল লাগল।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ...........ভালো লেগেছে জেনে খুশি হোলাম আপনাদের শুভ কামনাই আমার লেখার প্রেরণা।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

ইমরান আল হাদী বলেছেন: হেলাল হাফিজ এর যে জলে আগুন জ্বলে
কাব্যগ্রন্থের ফেরীঅলা কবিতার মত...

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫

সফেদ বিহঙ্গ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ.........কিন্তু হেলাল হাফিজ সেতো ভীষণ বড় মাপের কবি তার লিখার সাথে তুলনা করলে কিভাবে হবে ভাই।
তবে আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৪

শায়মা বলেছেন: হা হা নকলি নকলি ভাবের কাব্য!!!!!!! :P


স্বপ্ন নেবে স্বপ্ন / কষ্ট নেবে কষ্ট

কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !

লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।

ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।

প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট,
ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
হাইড্রোজনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।

দিনের কষ্ট রাতের কষ্ট
পথের এবং পায়ের কষ্ট
অসাধারণ করুণ চারু কষ্ট ফেরীঅলার কষ্ট
কষ্ট নেবে কষ্ট ।

আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মত ক’জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট ।

তবুও মজা লাগলো ভাইয়া!!!!! অনেক অনেক শুভকামনা!!!!!!

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনার মজা লাগাতে পেরেছি তার জন্যেই কৃতার্থ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.