নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

প্রতিচ্ছায়া

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০


সহস্র পৃথিবী এক করেদিই
শুধু তোমারি জন্যে
সহস্র হৃদয় ভেঙে চুরে যায়
সেওতো তোমারি জন্যে

তুমি আছো তাই স্বপ্ন দেখি
দুচোখে লাগে ঘোর
মোহাচ্ছোন্ন হই বারে বার
জীবন যে নেয় কত মোড়

তুমি আছো তাই ভালো লাগা থাকে
ভালোবাসা যেন সুধাময়
তুমি আছো তাই সূর্য ওঠে
চারিদিক যেন মোহময়

তোমার হৃদয়ে কত প্রতিচ্ছায়া
খুঁজে ফিরি এই আমাকে
যবে পাই দেখা ছিটেফোঁটা তার
নিজেকেই পাই আমাতে।

দেখিনা ছায়া কোনখানে যবে
নিজেকেই লাগে তুচ্ছ
বরও কাছের তুমি যদি হও পর
তবে নেই তা বলার ভাষাগুচ্ছ

কি করে শুধাই মনো ব্যথামোর
এই তো আমি আমাতে
থাকি আষ্টেপৃষ্ঠে সদাই তোমাতে
যেন অন্য কোন এক জগতে

তোমাতে আমাতে মিলে একাকার
কিছু কবিতা আর মহাকাব্য
তুমি রবে চিরদিন আমারি মাঝে
অসীম তিমিরে সুপ্ত।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মৌরি হক দোলা বলেছেন: চমৎকার কবিতা :) :)

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

সফেদ বিহঙ্গ বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪

শাহিন-৯৯ বলেছেন: কবিতার টপ টু বটম বড্ড আবেগময়।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮

সফেদ বিহঙ্গ বলেছেন: আবেগ তাহলে তুলে ধরা গিয়েছে কি বলেন।আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর, অনেক শুভকামনা।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।আপনাদের শুভ কামনাই আমার লেখার প্রেরণা।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

কাওসার চৌধুরী বলেছেন: কবিতাটি ভীষণ ভাল লেগেছে। শুভ কামনা আপনার জন্য।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

সফেদ বিহঙ্গ বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই সাথেই থাকুন।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

ইমরান আল হাদী বলেছেন: আহা ভালোবাসা,অভিন্দন ।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

সুমন কর বলেছেন: ভালোই লাগল।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.