নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

একদা মেঘদূতের প্রত্যাশায়

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২১



মেঘলা আকাশ নীরব কেন?
নিভৃতে এক নারী
মেঘলা জীবন মেঘময় নয় মেঘদূত তার সাথী
মেঘে মেঘে হায় কত বেলা যায় মেঘের রাজ্যে বাস
কইবে কথা মেঘদূত সখা কত জীবনের আঁশ।
মেঘদূত দুটো মিঠে কথা কয়
মেঘলা আকাশ মাঝে
শুনে হৃদয়ে বারিধারা ঝরে
যেন মেঘমালা হয়ে
মেঘের ছায়ায় কত জীবনের কত কিছু হয় চয়ন
মেঘ আনে নাকো দুঃখের স্বপন মেঘলা দিনের মতন।
শঙ্খচিলের ডানার ঝাঁপটা শুনি মেঘেদের নীড়ে
মেঘলা আকাশ ঘন কালো যেন শুভ্র মেঘের ভিড়ে
জীবনতো কোন তারাবাতি নয় নয়কো জীবন সন্ধ্যা
নিঝুম রাতের মেঘলা পরশ কত জীবনের আশা
পাশে রবে মোর মেঘদূত সখা এই ছিল প্রত্যাশা।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রত্যাশা পূরণ হোক। মেঘলা আবহাওয়ায় মেঘের উপমা দারুন লাগলো!
ভালো থাকুন। শুভকামনা রইলো।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগল।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লাগলো বৃষ্টির দিনে কবিতা টি ।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

বিজন রয় বলেছেন: মেঘময় কবিতা।

আশা আর স্বপ্নের কবিতা। জীবন বাঁতে চায়।

+++

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩

সফেদ বিহঙ্গ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।স্বাগতম আমার ব্লগে সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.