নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

প্রানের বিস্ময়

০৬ ই মে, ২০১৮ সকাল ১০:৫৩


এ মধুর রাত,এ মধুর চাঁদ
কত স্বপ্নের কোলাহল
কত শত রাত জেগে একা রই
কত স্বপ্নের মতবিরোধ।

কত শত কথা ভাবি এ বিরলে
কত দীনতা চোখে ধরা পরে
মনের চাঁদরে বাস।

এ হৃদয় মাঝে আলো খেলা করে
জাগে বিভেদের বিস্ময়
কত ব্যর্থতা নিমেষে মিলায়
গ্লানিদের আবছায়ায়।

কত শত মিছে, ভাবনা বিরহে
ভাবি একাতরে
মিছে রব ওঠে,চারিপাশ ভরে
এ বিরহ নহে, নহে ভালবাসা
এ জীবনের ধারা, নিয়তির রাহা।
আমি একাকার, হয়ে বারংবার
ভাবি ভাবনা নীরবে
এ ধরণী পরে স্মৃতি পরে রবে
মুছে যাবে জরা গ্লানিদের ছায়া।

থেকে যাব আমি থেকে যাবে লিখা
কত শত বানী কত শত গাঁথা
গহীনও মনের কত শাখা পাতা।

যে মন সদাই বিচলিত রয়
ভালবাসি ক্ষণ, যেন ভালবাসা নয়
শুধু আসা যাওয়া নেই কোন চাওয়া
কেবলই তাকিয়ে দেখা
জাগে বিস্ময়! প্রানে ভয়
একি আকুলতা
কি নিমগ্ন এ পাওয়া
কত শুভ্রতা কত শান্তি
এ যেন পরম প্রাপ্তি।

নিমেষে হয় শেষ, জাগে অনিমেষ
এক ক্রোধ এক ঝঞ্ঝা।

এ কিছু নয় এযে মিছে ভ্রম
এ যে সকলই সৃষ্ট মনের কল্পনা
ফের কাঁপে প্রান, দোলে হৃদয়
ঝরে অশ্রুর বারিধারা।

একি অবাক!একি কাণ্ড!
এ যে অসম্ভব!

চিত্ত কাঁদে ব্যকুলতা ভরি
অসহায় যেন হৃদয়,
ক্রন্দন ধ্বনি রণিত হয়
চারিধার যেন কাঁপায়।

এ যে চিৎকার
শত মানুষের শত হাহাকার
কিছু না পাওয়ার দুঃখ,
নাকি এ সুখ!
পরম প্রাপ্তি
হটাৎ দেখা সে চেনা মুখ।

এ যে আনন্দ, হটাৎ প্রাপ্তির
নাকি এ উছ্বাস, ক্ষণিকের আশ
পরম শান্তি প্রাপ্তি।

একি বিশালতা তাতে ছড়িয়ে থাকা
নিভৃত এক গোষ্ঠী,
একি প্রতিবাদ নাকি আবাদ
নাকি করজোড় ক্ষমা প্রাপ্তি।

শত প্রতিরোধ ভেঙ্গেচুরে বধ
জাগে প্রত্যয় মনে।

শত স্রোতধারা তারই ব্যকুলতা
নীরবে ভাসায়,
তারই তোড়ে সদা জেগে রই
সদা জেগে রয় এ হৃদয়।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ সকাল ১০:৫৮

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:১৯

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ ।কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

২| ০৬ ই মে, ২০১৮ সকাল ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা ভালো হয়েছে।।


০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২১

সফেদ বিহঙ্গ বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পাওয়া গেল।ধন্যবাদ কবিতা পাঠের জন্য এবং মন্তব্যের জন্য।সাথেই থাকুন।

৩| ০৬ ই মে, ২০১৮ সকাল ১১:০৯

খালেদা শাম্মী বলেছেন: সত্যিই ভাল লিখেছেন।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২২

সফেদ বিহঙ্গ বলেছেন: অশেষ ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

৪| ০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: ভাল লেগেছে কবিতা :D

০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:০০

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

৫| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৩১

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: সুন্দর লিখেছেন.....।

০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৭

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

৬| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৮

তারেক ফাহিম বলেছেন: অনেকটা বড় মনে হল।

কবিতার ভাব, এত কঠোর :((

০৬ ই মে, ২০১৮ রাত ৯:০৭

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।হুম কিছুটা বড়ই হয়েছে।ধীরতার সাথে পড়ার জন্য আবারও ধন্যবাদ।

৭| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর এই কবিতার জন্ম।

০৬ ই মে, ২০১৮ রাত ৯:০৯

সফেদ বিহঙ্গ বলেছেন: আমার নিয়মিত পাঠক কবিতা পাঠের জন্য অশেষ ধন্যবাদ।

৮| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। শুভকামনা।

০৬ ই মে, ২০১৮ রাত ৯:১০

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ।সাথেই থাকুন।

৯| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো হয়েছে ।

০৬ ই মে, ২০১৮ রাত ৯:১১

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ সাথেই থাকুন।

১০| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ

০৬ ই মে, ২০১৮ রাত ৯:১৩

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।আপনাদের শুভকামনাই আমার লেখার প্রেরণা।সাথেই থাকুন।

১১| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশ!

০৬ ই মে, ২০১৮ রাত ৯:১৫

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পাঠের জন্য অশেষ ধন্যবাদ।

১২| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:১৫

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:২৩

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ।সাথেই থাকুন।

১৩| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার নিয়মিত পাঠক কবিতা পাঠের জন্য অশেষ ধন্যবাদ।

ভালো থাকুন।

০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:২৫

সফেদ বিহঙ্গ বলেছেন: আমার মন্তব্যই আমাকে দেয়া হল।আপনিতো বিশেষ পাঠক যিনি প্রতিদিন আমার লেখা পড়েন এবং মন্তব্য করেন।আশা করি সব সময় এই ভাবেই সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.