নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

নবপ্রভাতের আলোকচ্ছ্বটা

০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৪


নব প্রভাতের নতুন সূর্য তুমি
সকল রীতিনীতির ভেদ বিধানের
উল্টোপূরাণ তুমিট
তোমার থেকেই শুরু নবযুগের
আর এই তুমিই করবে বরণ নবধারার

যেখানে ধর্ম হবে পরিশীলিত
সৃষ্টি হবে পরিমার্জিত
জ্ঞান হবে প্রকাশ্য

কিছুতো গুঞ্জন উঠবেই
কিছু পাখিতো গান গাইবেই
তবুও কিছু ভ্রমর রবে সাথেই
ফুলের গন্ধে উদ্বেলিত হবেই
আর মধু সে গ্রহণ করবেই

তোমা হতেই আমি
আর আমা হতেই তুমি
এই পরম সত্যজ্ঞানে মুখরিত হবে
নতুন প্রভাত
আর সে প্রভাতে
তুমি আর আমি মিলে
হব একাকার
আর সব কিছু মিলিয়ে যাবে
হবে ধূলিসাৎ

জ্ঞানে হব ধন্য
মুক্তির সুধায় চূর্ণ
মায়া হবে শূন্য
শান্তিতে পরিপূর্ণ।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:১২

আবু আফিয়া বলেছেন: সর্বত্র শান্তি বিরাজ করুক এটাই কাম্য
লেখককে ধন্যবাদ

০৭ ই মে, ২০১৮ দুপুর ১:১৪

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।আপনার শুভ কামনার জন্য।সাথেই থাকুন।

২| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:২৭

মনিরা সুলতানা বলেছেন: বেশ লাগলো লেখা !!
শুভ কামনা।

০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৪৭

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগল।সাথেই থাকুন।

৩| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৫০

আকিব হাসান জাভেদ বলেছেন: পড়তে পড়তে শিহরিত হলাম । কিছুটা প্রতিবাদির দিকে এগোচ্ছিলো । যায় হউক জ্ঞান হবে সর্বশৃঙ্গে ।

০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৫৮

সফেদ বিহঙ্গ বলেছেন: অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য।হুম প্রতিবাদের নতুন এক ধারা যা সকলকে উদ্বেলিত করুক।

৪| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:১০

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য এবং মন্তব্যের জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.