নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

নির্জন সন্ধ্যা

০৭ ই মে, ২০১৮ দুপুর ১:০০


সন্ধ্যার নিরজনে কিছু কথা নাহয় হলোই আমার সাথে,
হলো কিছু কথা কাটাকাটি
কিছু অনুরাগ বিরাগের পালা
যার কিছুটা অভিনয়
আর কিছুটা কান্না।
সন্ধ্যার নিরজনে নাহয় দুজন পাশাপাশি বসেই রইলাম
রইল না হাতে হাত
কেবল অভিযোগের আঙুল
মান অভিমান দ্বন্দ্ব যুগল।
সন্ধ্যার নিরজনে মুখে কুলুপ এঁটে
নাহয় বসেই রইলাম চুপচাপ
শুনশান নীরবতা
তোমার ছায়ার মত আবছায়া অবয়ব পাশে
বসেই রইলাম সারাটা রাত
কেবল তুমি আর আমি
সাথে কিছু টক ঝাল মিষ্টি জীবনের গল্প।
সন্ধ্যার নিরজনে অস্তিত্তের আঁধারে গিয়ে
তবুও যেনো চমকে উঠি
সেই নিকষ কালো আঁধারে
পাই তোমার দেহের মোহনীয় গন্ধ
যা সব কিছুকে ছাপিয়ে
উদ্বেলিত করে আমায়
অশান্ত হয়ে উঠি।
যা রাগ অনুরাগের মালা উরিয়ে নেয় মেঘের ভেলায়
রাঙিয়ে যায় আমায় বারংবার।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:০৮

আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লাগল, ধন্যবাদ

০৭ ই মে, ২০১৮ দুপুর ১:১২

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ এভাবে সব সময় পাশে থাকার জন্য।আর মন্তব্য করে প্রতিনিয়ত উৎসাহিত করার জন্য।

২| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৩

আকিব হাসান জাভেদ বলেছেন: অনুরাগ বিরাগের মন মায়া ভালো বাসা জেগে উঠেছে এই মেঘলা দিনে। সুন্দর কবিতায় ভালো লাগা ।ভালো লাগলো ।

০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৪৩

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগল।সাথেই থাকুন।

৩| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৬

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা।

০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৪৪

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।সাথেই থাকুন।

৪| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ!! খুব ভালো লেখার হাত আপনার...

বেশি করে লিখতে থাকুন।।


শুভ কামনা রইলো।।

০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৩৩

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।আপনি প্রথম থেকে যেভাবে অনুপ্রেরনা দিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।আশা করি সব সময় এইভাবেই পাশে থেকে অনুপ্রানিত করবেন। আবারও ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: নির্জনে? নিরজনে?

০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২২

সফেদ বিহঙ্গ বলেছেন: নির্জন এটাকে ভেংয়ে নিরজন ও লিখা যায়। ধন্যবাদ কবিতা পাঠের জন্য। আমিও আপনার মন্তব্য দেখে আবার যাচাই করে নিলাম ভুল লিখেছি কিনা। না ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.