নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

খুঁনসুটির পালা কাটিয়ে

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৩৪


তোমার সাথে খুঁনসুটির পালা কাটিয়ে আজ বহুদিন।
এখন আর অতি তুচ্ছ বিষয় নিয়ে
চিৎকার করে ঘর জড়ো করা হয় না
এখন আর অফিস থেকে ফিরে
তোমার জন্য অপেক্ষা করা হয় না
এখন আর এলোচুলে
পূবের বারান্দায় দাঁড়িয়ে থাকা হয় না
কখন তুমি ফিরবে?
দেরি হল বলে চেঁচিয়ে ঘর এক করা হয় না
এখন আর রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা গল্প করা হয় না
এখন আর মন কিছুতেই উচ্ছ্বাসিত হয় না

জানো! এখন আমি নিরব দর্শক
এখন আর তোমার কথা ভেবে
মন উত্তাল হয় না।
এখন আর তোমায় ভেবে মন বিভোর হয় না
তোমায় তেমনভাবে মনেই পড়ে না।
তুমি আমি নির্লিপ্ততার কুয়াশায়
ঢেকে গেছি কবে,কিভাবে
নিজেরাই হয়তো তা বুঝতে পারিনি।

কবে যে হৃদয় শুকিয়ে
চৈত্রের উত্তপ্ত খরা মাঠ হয়ে গেছে
তা কেবল জানতে পেলাম
যখন তার উত্তাপে দগ্ধ পরিপূর্ণ।

আচ্ছা! মনে পড়ে সেই আগেকার দিনগুলি
আমার কাছে আজ সবই যেন আবছায়া
এখন আর কোন মান অভিমান নেই
নেই কোন স্বপ্ন বা স্বপ্নভঙ্গের অভিযোগ
নেই কোন সচেতন অসচেতন মনের প্রশ্নবিদ্ধ কৌতূহল।

তবুও এখনও পাশাপাশিই আছি
কেবল ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যায়
কথা খুঁজে পাই না
নিস্তব্ধতার আঁধারে কবে বিলীন হয়েছে দুটি প্রান
তা আজ বুঝতেও পারি না।

তুমি আমি তবুও পাশাপাশি
বহু স্মৃতি আঁকড়ে আজও বেঁচে আছি
আজও হয়তো ভালবাসি
কিন্তু তা অনুভবের অনুভূতিই যেন অসাড়
তবুও বলি ভাল থেকো
তুমি আছো বলেই হয়তো আছি
তুমি ছিলে তাই
আজও হাসি, কেঁদে ভাসি
আজও হয়তো তোমাকেই খুঁজি।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:২১

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:২৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

২| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার

০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৮

সফেদ বিহঙ্গ বলেছেন: পাঠকের ভালো লাগার জন্যই কবিতা।বেশি বেশি কবিতা পড়ুন আর সাথেই থাকুন।ধন্যবাদ।

৩| ০৮ ই মে, ২০১৮ দুপুর ২:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: চমৎকার লাগল। কবিতা টির মধ্যে কিছুটা যেন নিজকেও খুজে পেলাম।
ভাল থাকবেন।

০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:২১

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।আপনাদের ভাল লাগাতেই কবিতা লেখার অনুপ্রেরনা খুজে পাই।ভাল থাকুন।

৪| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: কবিতায় 'তেজ' নাই।

০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:২৪

সফেদ বিহঙ্গ বলেছেন: সব সময় কি তেজওয়ালা কবিতাই লিখব মাঝে মাঝে তো তেজ ছাড়া কবিতাও লিখতে হয় তাহলেই তো ভারসাম্য বজায় থাকবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.