নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যাতারা

০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৪১


অন্ধকারের সন্ধ্যাতারা
ক্ষানিক শুনে যাও
তোমার আমার এই যে আলাপ
জানবে নাতো কেউ।

তোমার আমার জীবন গাঁথা
চলবে নিরন্তন
শুনবে তুমি নীরব হয়ে
আমার হৃদয় কথন।

কেউ জানে না কেউ জানে না
হৃদয় ভাঙার কষ্ট
গভীর রাতের একাকিত্তের
নিদ্রা জাগার গল্প

নিদ্রা হারায় চোখের পাতায়
অশ্রু ভেজায় দেহ
হৃদয় ভাঙ্গার শব্দগুলো
শুনছে না ভাই কেহ।

প্রানের পরশ প্রানেই রহে
গহীন সুরে বাজে
কাঁচের হৃদয় কাঁচের মতই
হালকা হাওয়ায় ভাঙে

চতুর্দিকের আকাশ কাঁপায়
মনের মাঝের ঝড়
ঝড়ের আগের শীতল হাওয়া
বইছে ঝরঝর।

অস্তিত্তের আকাশ যেন
ছড়িয়ে মেঘের পালক
হটাৎ করেই আনে ডেকে
মনের মাঝের বালক।

শিশুর মতই কাঁদতে জানে
এই হৃদয়ের বাহক
তাইতোরে ভাই গান গেয়ে যাই
নতুন পথের চালক।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৪

মুরাদ পাভেল বলেছেন: ভাল লাগল। চাইলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন। পোষ্ট ভাল লাগলে কমেন্ট করে সেফ হতে সাহায্য করবেন।

০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৫০

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

২| ০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: বরাবরের মতই সুন্দর।

০৯ ই মে, ২০১৮ দুপুর ১:০০

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।আমার লেখা যে আপনাদের ভালো লাগছে তা জেনেই বেশ ভালো লাগছে।সাথেই থাকুন।

৩| ০৯ ই মে, ২০১৮ দুপুর ২:০১

শামচুল হক বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই মে, ২০১৮ দুপুর ২:০৮

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ। সাথেই থাকুন।

৪| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: চরণ ধরিতে দিয়ো গো আমারে,
নিয়ো না, নিয়ো না সরায়ে
জীবন মরণ সুখ দুখ দিয়ে
বক্ষে ধরিব জড়ায়ে'

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:০৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ভাই কবিগুরুর লেখা লাইনগুলো অসাধারন।কিন্তু আপনি এখানে এই লাইনগুলো কিভেবে লিখলেন বুঝলাম না।যাই হোক তবুও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব ভালো লিখেছেন ভাইয়া।।

১০ ই মে, ২০১৮ রাত ৯:৫৫

সফেদ বিহঙ্গ বলেছেন: আপণাকে যতটা ধন্যবাদ দেই তাও কম হয়ে যায়। আপনার মন্তব্যগুলো সত্যিই অনুপ্রাণিত করে আরও ভালো লেখার জন্য।আবারও ধন্যবাদ।সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.