নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

বঁধুর লাগি

১০ ই মে, ২০১৮ রাত ১০:০৮


চঞ্চলা মন রঙিলা ভুবন
উড়তি উড়তি হাওয়া
দুলিল মন দুলিল ভুবন
রাঙা হইল হাওয়া।
স্বপ্নে বিভোর স্বপ্নায়ন
স্বপ্নচতুর ধরা,
সঙ্গত সব সঙ্গের লাগি
সংখ্য কতক সখা।

ত্রিলোক,ভুলোক,দ্যুলোক সকলে
গাহিয়া উঠিল সুরে
সুখের মরমে কাঁদিয় উঠিল
নাচিল মনের সুখে।

আজি গাহিয়া উঠিল ভুলিয়া সুর
ব্যথিত হৃদয় খুঁজিল সুখ
শুনিল কিছু মধুরও বানী
গাহিল মনের ভুলে।

আজি এ প্রহর সুখের লাগি
মন্ত্র মুগ্ধ বানী,
আজি এ ক্ষণ তোমার লাগি
বিমুগ্ধ এ রজনী।

পুষ্প সকল গাহিয়া উঠিল
নাচিল কতক তারা
শুধাইল কিছু মিষ্টি বানী
পাহাড়ি ব্যাকুল ধারা।

কহিল হৃদয় ব্যাকুলতা ভরি
আসিছো হে প্রিয় ক্ষণিকের লাগি
মোহিত করেছো ধরা,
প্রনিগো তোমারে এ প্রহরে আজ
উজাড়ি প্রানোমন।

বিভোর আমি শত কটিবার
ছিলেম ও যেমন আগে
এ জনম মোর নয়কো নতুন
তোমারে পাইতে কাছে
ছিলেম সকলে প্রানেরই সখা
আজওতো তেমনই আছি
তোমার দুঃখেতে মন হয় ভার
তোমার খুশিতে খুশি।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ রাত ১০:১৩

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

১১ ই মে, ২০১৮ সকাল ১০:৫৩

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।সাথেই থাকুন।

২| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল কবিতা।

১১ ই মে, ২০১৮ সকাল ১০:৫৩

সফেদ বিহঙ্গ বলেছেন: অশেষ ধন্যবাদ।সাথেই থাকুন।

৩| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৪৯

নায়লা রহমান বলেছেন: আসলেই ভাল হয়ছে

১১ ই মে, ২০১৮ সকাল ১১:০২

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।

৪| ১০ ই মে, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


এত সুন্দর করে ছন্দ মিলালে বধুয়ার সংখ্যা তো বেড়ে যাবে।

১১ ই মে, ২০১৮ সকাল ১১:০৬

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।আমিও তো চাইছি বঁধুয়ার সংখ্যা বে্রেই চলুক। আর তার জন্যেই তো এত প্রচেষ্টা.....হাহা।
কবিতা পড়ুন আর সাথেই থাকুন।

৫| ১০ ই মে, ২০১৮ রাত ১১:৪০

নাঈম আশফাক বলেছেন: কবিতা আমার কাছে সবসময় এতো জটিল কেনো মনে হয়??

১১ ই মে, ২০১৮ সকাল ১১:১০

সফেদ বিহঙ্গ বলেছেন: ভাই বেশি বেশি কবিতা পড়েন তাহলে সহজ মনে হবে।আর কবিতা পড়ার জন্য অশেষ ধন্যবাদ।

৬| ১১ ই মে, ২০১৮ সকাল ১০:১৯

ফারহানা সুন্দর মন বলেছেন: বেশ সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে

১১ ই মে, ২০১৮ সকাল ১১:১১

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পাঠের জন্য অশেষ ধন্যবাদ।সাথেই থাকুন।

৭| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: প্রাচীন রীতিতে অভিব্যক্ত হৃদয়ের কথা শুনতে ভাল লাগলো।

১১ ই মে, ২০১৮ সকাল ১১:১৪

সফেদ বিহঙ্গ বলেছেন: এখনও প্রাচীন রীতির পাঠক আছে তাহলে! কি বলেন ভাই! কবিতা পাঠের জন্য অশেষ ধন্যবাদ।

৮| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।।

১১ ই মে, ২০১৮ সকাল ১১:১৭

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনাকে আর কত ধন্যবাদ দিব বলেন।আপনিতো প্রতিনিয়ত উৎসাহিত কোরেই চলছেন আরও ভালো লেখার জন্য। অনেক অনেক অনেক ধন্যবাদ।

৯| ১১ ই মে, ২০১৮ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

১২ ই মে, ২০১৮ রাত ১২:২৬

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ।সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.