নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের গন্তব্য

১১ ই মে, ২০১৮ সকাল ১১:৫১


স্বপ্ন তুমি কতদূর যাবে গো
কতটা দূর তোমার গন্তব্য
তোমার যাত্রাপথ কি খুবই কণ্টকময়!
সেথা কি কঠিন শিলার এবড়োখেবড়ো পথ
নাকি অগ্নিদগ্ধ উত্তপ্ত খরা মাঠ।

স্বপ্ন তোমা পর্যন্ত পৌঁছতে
পাড়ি দিতে হয় কতটা পথ?

স্বপ্ন তুমি কি বলবে?
তুমি কতটা মোহনীয়
কতখানি সৌন্দর্যের আধিক্য আছে তোমার।

তোমা পর্যন্ত পৌঁছনোর যে আকুলতা
তা আমায় সদাই করে বিস্মিত।

সকল ভাবনা চিন্তার উর্ধ্বে তুমি
স্বপ্ন তুমি বরও অদ্ভুত
কিছুটা চতুরও বটে
তোমায় যবে ভাবি এই বুঝি বশে এনেছি
ঠিক তখন অন্য স্বপ্নে বিভোর করে দাও
তুমি পারও বটে।

স্বপ্ন তোমার সাথে লড়াই হবেই হবে
পরাজিতের গ্লানি তোমার কপালে জ্বলবেই
সে প্রত্যয় সদা মনে
তুমি হারবেই আর তা এ জগৎ দেখবেই
কেননা তোমার রূপ হবে বাস্তবায়িত
আর তুমি ম্লান।

স্বপ্ন তুমি নওকো কোন শত্রু
কিন্তু তুমি মিত্রও তো নও
তোমায় আঁকড়ে বাঁচার কি কঠিন প্রবনতা
তোমায় মিথ্যা করে দেবার কি অসীম ব্যকুলতা
যদি তা জানতে তুমি
হয়তো নিজেই মেনে নিতে হার।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ দুপুর ১২:১৮

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো...

তবে স্বপ্ন মানুষের এক প্রকার বন্ধু বলেই আমি মনে করি

১১ ই মে, ২০১৮ দুপুর ২:০৮

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।আমিও মনে করতে চাই কিন্তু জীবনের নানা বিপর্যয়ে তা আর করে উঠতে পারি না।ভালো থাকুন আর বেশি বেশি কবিতা পড়ুন।

২| ১১ ই মে, ২০১৮ দুপুর ১২:৪২

নীল দেয়াল বলেছেন: স্বপ্ন তোমার সাথে লড়াই হবেই হবে
পরাজিতের গ্লানি তোমার কপালে জ্বলবেই
সে প্রত্যয় সদা ম,,,,

বলেছেন সুন্দর ,
যতই করি লড়াই এই স্বপ্ন দেখেই তো বাঁচি !

১১ ই মে, ২০১৮ দুপুর ২:১০

সফেদ বিহঙ্গ বলেছেন: হুম সত্যি বলেছেন।জিবনটাই তো স্বপ্নের উপর দারিয়ে।ভাল থাকুন।

৩| ১১ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৩

ফারহানা সুন্দর মন বলেছেন: কবিতাটি পড়ে ভাল লাগল,

১১ ই মে, ২০১৮ দুপুর ২:১১

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

৪| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:৩৫

শাহারিয়ার ইমন বলেছেন: তুমি একটু বেশি ব্যবহার হল না

১১ ই মে, ২০১৮ দুপুর ২:১৬

সফেদ বিহঙ্গ বলেছেন: হুম বোধহয় একটু বেশিই ব্যবহৃত হয়েছে।কিন্তু আশা করছি পাঠকেরা নিজ গুনে তা ক্ষমা করে দিবেন।ভাল থাকুন।কবিতা পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ।

৫| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:১৮

শাহারিয়ার ইমন বলেছেন: পরের কবিতার জন্য অপেক্ষায় আছি

১২ ই মে, ২০১৮ রাত ১১:২৪

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।আপনাদের ভালো লাগছে জেনেই ভালো লাগছে।সাথেই থাকুন।

৬| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১২ ই মে, ২০১৮ রাত ১১:২৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

৭| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

১২ ই মে, ২০১৮ রাত ১১:২৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.