নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

প্রতিচ্ছবি

১৩ ই মে, ২০১৮ রাত ৮:৪১


সন্ধ্যার নীরবতায় একা একা ভাবি তোমায়
মনে মনে আঁকি তোমার প্রতিচ্ছবি
তার আলোয় ভাসাই আমার দুনয়ন
জানো হে মহীয়ান
তোমার সাথে কত কথা হয়
কত রাত জাগা আর কত অভিমান।

সন্ধ্যা পেরিয়ে যায়
স্মৃতিরা বারে বারে কাঁদায়
কেবল আমি জানি সে শূন্য নীরবতা
তার রেখে যাওয়া কষ্টের ছায়া
তার গভীর নীরবতা নিয়ে আর কত পাখি
কতটা রাত জাগে বলতে পারো!

পাখিও যেন হারায় মেঘেতে
মন যেভাবে হারায় নীরবে
কেবল পড়ে থাকে ফাঁকা এক বাক্স
যার অস্তিত্ত জানতেই পেরিয়ে যায় গোটা জীবন।

অস্তিত্তের আঁধারে যে মনের ঠিকানা
তার ছায়া জেগে ওঠে হটাৎ
আবার মিলিয়ে যায় অজানায়
তাকেই খুঁজেফিরে বোকা বাক্সের আঁধারে এক অজানা অনুভূতি;
যার নিবিড়তায় যার অতি আকাঙ্ক্ষায়
জলে ভাসে দুনয়ন
আবেগে জাগে শিহরণ
হৃদয়ে লাগে আলোড়ন
মন যেন আবিষ্ট হয়ে থাকে সেই মায়াবী মোহেরই ছায়ায়।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৩৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: প্রতিচ্ছবি ভালো লেগেছে।

১৩ ই মে, ২০১৮ রাত ৯:৪৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।কবিতা পাঠের জন্য।

২| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভলো লিখেছেন ।।

১৩ ই মে, ২০১৮ রাত ৯:৫২

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

৩| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা সামুতে আপনার আগে কি কোন নিক ছিল??

এক পরিচিত কবির লেখার মত আপনার লেখা লাগে...

১৩ ই মে, ২০১৮ রাত ৯:৫২

সফেদ বিহঙ্গ বলেছেন: না ছিল না।আমি ব্লগে একেবারেই নতুন।আচ্ছা আপনার কি কবিতার বই বের হয় বই মেলাতে বা এমনিতে।

৪| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: বই বের করার ইচ্ছা আমার কখনো নাই... আমি তো ভাই সে মানের কবিও না । আর কবি হতে গেলে অনেক হিসাব নিকাশ কষতে হয়।

আর সামুতে শুধু লিখি... শুধুমাত্র বাংলা টাইপিং করার জন্য।।

১৩ ই মে, ২০১৮ রাত ১০:০৩

সফেদ বিহঙ্গ বলেছেন: কি ধরনের হিসাব নিকাশ কষতে হয়। আমি কিছুটা বিস্তারিত জানতে আগ্রহী।

৫| ১৪ ই মে, ২০১৮ রাত ৩:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা, কথামালায় মুগ্ধতা

শুভকামনা আপনার জন্য

১৪ ই মে, ২০১৮ সকাল ১১:৩১

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।সাথেই থাকুন।

৬| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৪ ই মে, ২০১৮ সকাল ১১:৩২

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.