নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

ফণীমনসা

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৭


অন্ধকারের আত্মকথা ভাবছি আমি একায় একা
ভীষণ নীরব মেঘলা রাতে জীবন স্মৃতি নিরালাতে
ফণীমনসার একটি শাখে হৃদয় আমার আঁটকে থাকে
কাঁটায় ঘেরা এই যে জীবন,সৌন্দর্যে সাজিয়ে রাখে
থাকি আমি ড্রয়িংরুমে কারো আবার শোবার ঘরে
ছড়াই রূপের মাধুর্য কাঁটায় ভরা এই এ দেহের
গভীর রাতের নিদ্রা জেগে কেউ বা আমায় তাকিয়ে দেখে
তার মনেও দোলা জাগাই কাঁটায় ভরা হৃদয় পোড়াই
মেঘলা রাতের শীতল হাওয়া আমায় ধরে জড়িয়ে থাকা
ফণীমনসার স্বপ্নে বিভোর আত্মভিমান বিসর্জনে

আমার ডালেও ফুল ফোটে কদাচিৎ তা দেখতে পাবে
সে ফুল আবার ভীষণ দামী তা নিয়ে হয় কাড়াকাড়ি
ইচ্ছে ছিল প্রকাশ করি ফণীমনসার আত্মকথা
রাতেই জাগি,জোনাক পোকা,যার পরিচয় না দিলেইবা
এই সমাজের কি আসে যায়!

আছি আমি ছিলেম যেমন, সহস্রযুগ পেরিয়ে গেলো
সমাজ কত পাল্টে গেলো গেলাম না কেবল এই যে আমি
যার পরিচয় গহীন কালো এই রজনীর, নিশীথ রানী।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:০১

অর্থনীতিবিদ বলেছেন: শরীরে কাঁটা থাকলেও ফণীমনসা নামটা সুন্দর। আর ফণীমনসার আত্মকথা, সহস্র যুগ পরেও থাকবে অমলিন।

১৫ ই মে, ২০১৮ রাত ১১:১৬

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।আমার ব্লগে আপনাকে সাগতম।সাথেই থাকুন।

২| ১৬ ই মে, ২০১৮ রাত ১:২৯

অর্ক বলেছেন: বেশ লিখেছেন ছন্দে ছন্দে! শুভেচ্ছা নিন। এভাবেই এগিয়ে চলুন লক্ষ্য পূরণে।

১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৯

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।সাথেই থাকুন।

৩| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আপনার কি কোন কবিতার বই বের হয়েছে?

১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪৭

সফেদ বিহঙ্গ বলেছেন: না বের হয়নি বের করতে চাইছি কিন্তু কেমন লিখি এই ব্যাপারে কিছুটা কনফিউজড ছিলাম আপনারা যেভাবে প্রশংসা করছেন তাতে কিছুটা সাহস পাচ্ছি।আপনার কি মনে হয় বই বের করা যায়?

৪| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:০৭

ওমেরা বলেছেন: ফনী মনসা নাম শুনেই তো ভয় লাগল !! কবিতা সুন্দর হয়েছে।

১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৪

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

৫| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:০৮

বৃষ্টি বিন্দু বলেছেন: "এই রজনীর নিশীথ রানী"
লাইনটা মনে গেঁথে রইলো

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।কবিতার কোন লাইন ভাল লেগেছে জেনে ভাল লাগল।সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.