নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

দ্বৈত জীবন

১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৯


শেকড়হীন পিয়াসী মন, আর ভূমিহীন এ জীবন
মুহূর্তের হাতছানি,নির্নিমেষ গতিহীন
প্রকৃতি মন্থর,সব মিলিয়ে যায়
মুহূর্ত লীলায়।

ভগবান জাগে মনে
আঁকে হৃদয়পটে কোন এক দৃশ্য।
পর মুহূর্তেই জাগতিক হাতছানি
লীলায় ঘেরা কত সখ্যতা
কত মনের কত বন্ধুতা
কত ভালবাসা কত কিছু পরে করে চঞ্চল
ভাসায় সে প্রবল তোড়ে এ বিশ্বলয় জুড়ে ।

অকারণ ভাবি নীরবে
কোন এক ধীর ঋষিবর
যার স্মৃতি কাঁদায় মোরে আজও এই তিমিরে

তারই প্রলয় আবেগ
দেখা দেয় যেন জাতিস্মর রূপে
ভালবাসার তীব্রতা কে কতটা ভেবেছিল কবে?
সন্ধ্যার ধারায় রাতের আগমনে
অনিদ্রা রাত্রি যাপনে যে প্রানের পূর্ণতা আনে
তারই সুখে যে মিষ্টতা
সে অকৃত্তিম নিবিড়তা, ক্লান্তিহীন প্রার্থণা
সেওতো আমারই মূর্তি।

আমি দেবী এ বিশ্বপটে যার নেইকো দশভূজ
আছে প্রত্যয় মনে
যে কঠিন ত্যয়াগী,যে অসীম বিলাসী
যে বিলীন জোড়া এ বিশ্বলয়ে
যে পারে ধারণ করতে সহস্র হৃদয়
মলিন সাদামাটা মুখে
যার কাপড়ের ভাঁজে ভাঁজে আছে
এক অপূর্ব মাদকতা।

সে জানে বিলীন হতে
সেতো এও জানে
মুক্তির বেড়াজাল পেরিয়ে
কি করে হয় বেরোতে
ভালবাসার তীব্রতা
কিভাবে করতে হয় অস্বীকার
আবার এও জানে
ভালবাসায় কি করে হতে হয় একাকার

সেই নারী আমি
যাকে ভালবাসো তুমি
সদা চিৎকার শুনি আর ভেবে মরি
তুমি কি জান ভালবাসা
হয়তো জানো
হয়তো তার উপলব্ধি নেইকো আমার

সদাতো এই শুনি
তোমার জন্য নাকি আমার সৃষ্টি
হয়তো তাই
হয়তো তার জন্যেই
এই দ্বৈত জীবন কাটাই।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল।

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৩৭

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

২| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: "ভালোবাসার তীব্রতা
কিভাবে করতে হয় অস্বীকার
আবার এ ও জানে
ভালোবাসায় কি করে হতে হয় একাকার"
ভালো লেগেছে কথা গুলো, নিজের জীবনের সাথে কিছুটা মিল থাকায় :(

১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪২

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা মানুষের জীবনবোধ। তাই তা আপনার জীবনের সাথে মিলে যেতেই পারে।মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: এ কতিার গভীরতা অনেক ।।


কবিতা ভালো লিখেছেন++

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সফেদ বিহঙ্গ বলেছেন: হুম ধন্যবাদ। জীবনবোধ এর গভীরতায় গিয়ে এই কবিতা উপলব্ধি করলে ভীষণ ভাল লাগবে।আপনার কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল।সাথেই থাকুন।

৪| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখুন।
কঠিন শব্দ পরিহার করুন।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সফেদ বিহঙ্গ বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।আপনার পরামর্শ মনে রাখলাম এবং ভবিষ্যতের জন্য তুলে রাখলাম। তবে একজন লেখকের লেখায় বৈচিত্র্য তো থাকাই চাই।এটা না হয় কিছুটা ভিন্নতা পেল। ভাল থাকুন আর সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.