নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

দুঃখ তুমি কার

১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৪


দুঃখ
দরজার এ প্রান্তের দুঃখ
দরজার ও প্রান্তের দুঃখ
দরজার মাঝখানের দুঃখ
ওগো দুঃখ তুমি কার?

তুমি এলে পরে ঝাপসা হয় চোখ
স্মৃতিরা ফিরে ফিরে চায়
আমায় কাঁদায়
ওগো দুঃখ তুমি কার?

সন্ধ্যের শেষে যবে চারিদিক হয় অন্ধকার
অমানিশার ন্যায় কালো
আমার হৃদয়য়েও তো ফেলে
সেই একই আলো
কালো ভীষণ কালো।
ভালোবাসা ভেবেছিলেম যারে
সব কিছু মিছে যেন মুহূর্তে
এই এক জীবনে তাও কি দেখার ছিল
আপন হল পর স্মৃতি হল ভর
সেই ভারে আমি কুপোকাত

এও কি ছিল দেখার! এ এক জীবনে
কত কিছুই দেখা হলো
মেনে নিতে হল

রাতের আধারে যখন একা কাঁদি
শুনি রবীন্দ্র গীতি
পাশের দ্বারে সেওতো কাঁদে, একা নীরবে
মাঝখানে ব্যবধান এই কঠিন দেয়াল
তবুও দুঃখ তুমি কার?

ভালোবাসা আর ভালোবাসাহীনতার
যে কঠিন বন্ধুত্ব
আজ যেন তা তোমার আমার
তবুও দুঃখ তুমি কার?

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৫৩

জগতারন বলেছেন:
এ যেন কঠিন নির্মম বাস্তবতা সমাগত।

কবির মনে শান্তির সুশীলতা ফিরে আসুক প্রার্থনা করি।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:০২

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।এবং সুন্দর মন্তব্যের জন্য।

২| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৫৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবির এটাও মনে রাখা উচিত যে, দুঃখের পরেই সুখ আছে। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:০৩

সফেদ বিহঙ্গ বলেছেন: শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ।সাথেই থাকুন।

৩| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: চমৎকার ।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩২

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।

৪| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিদের মনে এতো দুঃখ কেন !!! ;)


কবিতা ভালো লিখেছেন।।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪৩

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিরা যে অনেক বেশি সংবেদনশীল তাই কবিদের মনে অনেক দুঃখ। তারা খুব অল্পতেই দুঃখ পায়।অনেক সময় সেই দুঃখ পাবার জন্য কোন কারন ও লাগে না।কবিরা নিজেরাই যথেষ্ট।কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.