নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

জীবনের বাস্তবতা

১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৪৮


জীবন যেখানে যতভাবেই
তোমাকে আঁকড়ে ধরুক না কেন
হৃদয় তোমার যত কথাই বলুক না কেন
মন তোমার যেভাবেই নাড়া দিক না কেন
বিবেক বলে এক চরম বস্তু
তোমার পথ আঁকড়ে ধরবেই।

যুক্তির কট্টর বাঁধায়
তুমি বাঁধা পরবেই
এই নিয়মের ছক তুমি যতই অস্বীকার কর না কেন
বাস্তবতা তার সীমাহীন ডানা নিয়ে
যখন সামনে এসে দাঁড়াবে
তখন তাকে অস্বীকার করার সাহস বা বুদ্ধি
কোনটাই তোমার আছে কিনা
তা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে তুমি।

জীবনের স্রোতধারায় কত ভাবনা
কত শত অচেনা ভয়
হাহাকার করে ওঠে যখন মনের গহীনে
আত্মসচেতন এ মন
সদাই রয় নির্বিকার।

কেননা জীবনের এই কঠিন আত্মপলব্ধি
আর তাহার দৃশ্যপট বাস্তবতায় পেয়ে
চকিতে চমকে উঠবে তুমি!
মৌনতাই তখন জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়াবে
আর তাতো আজ জীবনের এই বেলায় মেনে নেয়া কঠিন।

বাস্তবতা স্বপ্ন নয়
কঠিন স্বপ্নচেরা গল্প
তাই আজ এ অবেলায় তাকে নাড়াচাড়াই করা যায়
তা নিয়ে স্বপ্ন বাঁধা যায় না।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৫৩

বিজন রয় বলেছেন: কবিতাটি কি আর কয়েকবার পড়ে আবার লিখবেন?

দেখুন না কি হয়।

১৯ শে মে, ২০১৮ দুপুর ২:০০

সফেদ বিহঙ্গ বলেছেন: যদি কোন ভুল পেয়ে থাকেন দয়া করে জানিয়ে দিলে খুশি হব।

২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৫৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতার সাথে প্রদত্ত চিত্রের সাদৃশ্য কি বুঝলাম না।

১৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৩

সফেদ বিহঙ্গ বলেছেন: বিবেক এর প্রতীক হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। এখন কিছুটা সাদৃশ্য কি পাওয়া যায়?

৩| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: বিবেক নিয়ে কবিতার প্রথম অংশটুকু ভালো লেগেছে। আমাদের সবার মাঝেই বিবেক জাগ্রত থাকুক আমরণ।

১৯ শে মে, ২০১৮ দুপুর ২:১১

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য এবং কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

৪| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:২০

অনুতপ্ত হৃদয় বলেছেন: হয়তো একটু আগোছালো লাগছে

১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩৩

সফেদ বিহঙ্গ বলেছেন: হতে পারে কিছুটা অগোছালো লেখকের মনের একটা মুহূর্তের লিখিত বিবৃতি এটা ভেবে না হয় ক্ষমাসুন্দর চোখে দেখবেন।কবিতা পাঠের জন্য ধন্যবাদ।

৫| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: জীবন নিয়ে বিবেক নিয়ে সুন্দর আত্মপোলদ্ধির কবিতা!

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

৬| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

কাইকর বলেছেন: খুব ভালো লাগলো। শব্দচয়ন গুলা বেশ মার্জিত। ধন্যবাদ ও ভালবাসা রইল। আমিও গল্প লিখি টুকটাক। দাওয়াত রইলো। সময় পেলে আমার ব্লগ টি ঘুরে আসবেন

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৮

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।আপনার আমন্ত্রন সাদরে গ্রহণ করলাম।ভাল থাকুন আর সাথেই থাকুন।

৭| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: স্বপ্ন আমাদের দেখতেই হবে।

২০ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

সফেদ বিহঙ্গ বলেছেন: স্বপ্ন নিয়েই তো বাঁচা।কিন্তু জীবনের বাস্তবতা মাঝে মাঝে এমন ভাবে স্বপ্নগুলোকে ভেঙে দেয় যে স্বপ্ন দেখতেই ভয় লাগে কিংবা স্বপ্ন কে বিদায় জানিয়ে কিছুটা স্বস্তিতে থাকা যায়।তখন জীবন কে বরও কঠিন মনে হয়।কথাগুলো বেশ কঠিন হয়ে গেলো আশা করি সহজভাবে নিবেন।ভাল থাকুন কবিতা পাঠের জন্য ধন্যবাদ।

৮| ২০ শে মে, ২০১৮ রাত ৯:১৫

মীর সাজ্জাদ বলেছেন: ভালো লাগলো।

২০ শে মে, ২০১৮ রাত ৯:৩৫

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ। সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.