নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

অনন্ত আবহমান পথ

২১ শে মে, ২০১৮ দুপুর ২:০১


স্বপ্নের হাত ধরে হাঁটা
কত দিন কত পথ কত রথ
পাড়ি দেয়া
স্বপ্নের হাতছানির ডাক
তার আকর্ষণ
তার পিছুটান
তার অন্তিম আবহমান সাড়া
জীবনের কঠিন কিছু স্মৃতি
আর কিছু ভাল লাগা
তার ই জীবনবোধ
তার ই সুর তাল লয়
সব ওলট পালট করে দেয়
রক্তিম একমুঠো মাটি
রক্ত ঝরা কিছুটা ক্ষত
দগ্ধ প্রান
আর নিরসার্থ কিছু কল্পনা
জীবনকে কখনও শূন্য করে দেয়
কখনও পূর্ণ
ভালোবাসা কখনও অস্থির করে তোলে
কখনও সুস্থির
তবুও চলেছে রথের যাত্রী
পাড়ি দিতে হবে এক সমুদ্রপথ
অনন্ত আবহমান পথ।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:০৭

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা।

২১ শে মে, ২০১৮ দুপুর ২:০৮

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

২| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:০৯

কাইকর বলেছেন: অতি....সুন্দর। আপনার লেখা এখন অব্দি দুইটা পড়েছি দুটোই মন কেড়েছে। ধন্যবাদ আপনাকে

২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩২

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।সাথেই থাকুন।

৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:২১

ফেনা বলেছেন: একটাই শব্দ - মুগ্ধ।

২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪

সফেদ বিহঙ্গ বলেছেন: অশেষ ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

৪| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কথামালা, ভালো লাগলো।

২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

৫| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: আমি তো আপনার কবিতার ভক্ত হয়ে যাচ্ছি।

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সফেদ বিহঙ্গ বলেছেন: তাই তো দেখতে পাচ্ছি।যাক তাও একজন ভক্ত পাওয়া গেলো। এটা জেনেই আমি খুশি।

৬| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য সাথেই থাকুন।

৭| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭

শামচুল হক বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.