নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

এসো নতুনকে জানি

২৩ শে মে, ২০১৮ সকাল ১১:০৩


শোন, আজ আমি ছন্দ পতন ঘটাবোই
একই রকম ফ্রেমে বেঁধে
একই রকম লেখা লিখে
আর কতটা কাল চাও কাটাতে
হয়েছে এবার লেখা,থামাও তুমি।
তোমার একই ধাঁচের মনোবিবৃত পড়তে পড়তে
এখন আমি ধৈর্যহারা,
কিছু কংক্রিট দাও
কিছু যুদ্ধ দাও,কিছু সংঘাত
তা না হলে কি করে আমি তোমায় নিবিষ্ট থাকবো
বলতে পারো?
তুমি একঘেয়ে ঘ্যেনঘ্যেনে জীবনের গান
অস্তিত্তের অনুভূতির কথাই যদি বলে যাও
তবে আমারোতো ধৈর্যচ্যুতি ঘটতেই পারে
তুমি বরং এখন বিদ্রোহের কথা বলো
সেই পুরাতন প্রেমের গাঁথা এখন আর ভাল্লাগে না
এখন থাকবে ফাইটিং, চিৎকার
সম্পর্কের টানাপড়েন আরও কতকিছু
তুমি বরং লাল বেলুনের দিন ভুলে যাও
আনো ভায়োলেট বেলুনের সংমিশ্রণ
জীবনকে নতুনভাবে নাও
নিজেকে সাজাও নতুন করে।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: সমস্যা জর্জরিত জীবনে যদি এভাবে কেউ বাঁচতে চাই, বেশতো মন্দ কী?

শুভেচ্ছা রইল কবিকে।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।সাথেই থাকুন।

২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭

কাইকর বলেছেন: সুন্দর কবিতা। লাইক দিলা

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।সাথেই থাকুন।

৩| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।সাথেই থাকুন।

৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনি কবিতা ভালবাসেন সেই ভালোবাসার জন্য ধন্যবাদ।সাথেই থাকুন।আরও কবিতা পরুন।কবিতা মনের রাজ্যকে অনেক প্রসারিত করে এবং প্রশান্তি দেয়। সেই প্রশান্ত চিত্তকে রইল আহ্বান।ভাল থাকুন।

৫| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

স্ব বর্ন বলেছেন: বাহ্ ভাল লিখেছেন বেশ লাগলো।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল ।সাথেই থাকুন।

৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২

মীর সাজ্জাদ বলেছেন: অভিমানে যেন বোঝাই হয়ে আছে প্রতিটি চরণ। ভালো লাগলো।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতার কিছু অনুভূতি হয়তো কবিরাই ভাল বোঝেন।ধন্যবাদ মন্তব্যের জন্য।সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.