নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

ভাবনায় তুমি

২৩ শে মে, ২০১৮ রাত ৮:৪৪


নিভৃত আর নীরবে,গভীর কোন ভাবনায়
গহীন মনের কোন এক কোণে বসে ভাবি তোমায়
তুমি কি তা জানো?

কত রাত কেটেছে তোমায় ভেবে
অশ্রুর বরষায় ভিজে আমার হৃদয় একাকার।
কতবার চিৎকার করে কেঁদে উঠে নিজেকেই করেছি শান্ত
মনকে করেছি নিরস্ত।

কখনও মনে করেছি তোমাকে আর ভাবব না
কি দরকার নিজেকে আরও বেশি জটিলতায় ফেলে দেয়া
কি প্রয়োজন নিজের জীবনকে আরও বেশি কণ্টকময় করে তোলার
তবুও পারি না, জানো!

তোমার ভাবনা থেকে বেরোতে আমি যে কোনভাবেই পারি না
এই পারা আর হয়ে ওঠে না আমার।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৪

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় জনের জন্য অপেক্ষা!!
চমৎকার কবিতা।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৩

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল।সাথেই থাকুন।

২| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: এই ভাবনা থেকে বেরোবার পথ বের করা কঠিন।
ভাল লাগল।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল সাথেই থাকুন।

৩| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪১

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য সাথেই থাকুন।

৪| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৬

কাইকর বলেছেন: খুব ভাল লাগলো কবিতা। আপনার প্রত্যেক কবিতাই ভাল লাগে।খুব সুন্দর করে লেখেন আপনি।পাশে থাকবেন।সময় পেলে আমার গল্প পড়ে আসবেন।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৬

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ সাথেই থাকুন।

৫| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমাদের ভাবা উচিত।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

সফেদ বিহঙ্গ বলেছেন: হুম তাতো অবশ্যই।কিন্তু কখনও কখনও কারও একার জন্য ভাবতে ভালোই লাগে।কি বলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.