নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

পুথি পর্ব

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭


শুনেন শুনেন সর্বজনা
শুনেন দিয়া মন
মনেরো গহীন কথা করিব বর্ণন

জীবনের সব লেনাদেনা হারিয়ে যে মন
ভালোবাসায় বিলীন হতে শেখায় যে জন
তারই কথা আজই মোরা বলিব ধীরে
আকর্ষণ বিকর্ষণ এর ধারা বহে নীড়ে
তবুও কিছু প্রজাপতি থাকে সদা ঘিরে।

শুনেন শুনেন শুনেন ওগো
শুনেন প্রাণনাথ
মেঘেদের বানী ঝরে বৃষ্টিতে আজ
সন্ধ্যামালতী আর বাগান বিলাস
সব রঙে রাঙিয়ে যায় মনেরে যে আজ।

এ কোন তিথিতে এলো
মোর প্রাণনাথ
চারিদিক শুনশান যেন নিশিরাত
খুশির বন্যা এলো
প্লাবনে মাতিয়ে নিল
এলোমেলো করে দিল এ সালতানাত

শুন শুন প্রানবন্ধু
শুন দিয়া মন
হৃদয় এর কথা আজই করিব বর্ণন
প্রানে কত জাগে আশা
হৃদয়েতে নেই ভাষা
কি করে করিব আজই বলগো বর্ণন
অন্তরে গহীন ব্যথা
চোখে আসে জল
তোমারই চড়নে তাই করি সমর্পণ।
হায় করি সমর্পণ।

এই মজলিশেই আছেন
কত নামীদামী
কাহারে চিনিগো আমি কাহারে চিনি
তোমারেই দেখিতে পাই
কত যে কাছে
ছুঁয়েও দেখি যে তোমায়
কতই না ভাবে
তবুও পাই না দেখা চিনিনা তোমায়
ওগো প্রানবন্ধু ওগো চিনি না তোমায়।

শুন শুন বন্ধু ওগো শুন দিয়া মন
হৃদয়ের আন্ধারে থাকে এক জন
তোমারেই ভাবে সে তোমারেই ভাবে
শীতল আবেশে মন অকারণ কাঁদে
তোমারেই চাহে মন তোমারেই চাহে
ভালোবাসার তোড়ে যেন হৃদয় ও কাঁপে

ওগো প্রাণনাথ তুমি শুনতে কি পাও
সব কিছু ক্ষমা করে সুখটুকু নাও
প্রানের প্রত্যাশা আজ,ক্ষমা করে দাও
তোমার খুশিতে আজ গগণ মাতাও।

আজই এ শুভক্ষণে শুভেচ্ছা তোমায়
শিউলির ও ডালা নিয়ে চন্দন ও পায়
এসেছ এ ধরা মাঝে
শুভেচ্ছা তোমায়।

এই বলে এইখানে পুথি সমাপণ
সারাদিন কেটে যাবে হবে না জ্ঞাপন
এ যে মন বিবরণ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

সনেট কবি বলেছেন: সুন্দর

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! দারুন। আপনার লেখা পড়ে মন চাইল কেউ যদি পুথির মত করে কবিতা টা পড়ে শোনাত :(

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।তাহলে পুথি লেখার চেষ্টা সফল হয়েছে কি বলেন।পুথিটা লিখতে পেরেছি।

৩| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

মিঠু পারভেজ বলেছেন: বাহ চমৎকার তো!!

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:১৮

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: আহা মন ছুঁয়ে গেল !!!

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:১৮

সফেদ বিহঙ্গ বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল।

৫| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১

নিশাচড় বলেছেন: সুন্দর ভালো লেগেছে

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:১৯

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবি আর কবিতায় মন ভরে গেল। চালিয়ে যান। কাছেই আছি।

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২০

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো +++

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২১

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।

৮| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: "তাহলে পুথি লেখার চেষ্টা সফল হয়েছে কি বলেন।পুথিটা লিখতে পেরেছি" পুথি লেখা সম্পর্কে ধারনা নেই ভাইয়া। তবে টিভি তে দেখেছিলাম তখন ভালো লেগেছিল। আপনার লেখার কথাগুলো মনে মনে ওইভাবে পড়েছি, ভালো লেগেছে। তবে অনেক ভালো লিখেছেন।

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২৩

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।পুথির মত করে লেখার চেষ্টা করেছি মাত্র।ভাল লেগেছে জেনে ভাল লাগল।

৯| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৮

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: সখা হে..................
আমি কবিতা কম বুঝি।
পুথির মতো হয়েছে।

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২৬

সফেদ বিহঙ্গ বলেছেন: পুথি লেখারই প্রচেষ্টা ছিল।হয়তো আপনি নামটি খেয়াল করেন নি। তবে পুথি পড়েছেন জেনে ভাল লাগল। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.