নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

জীবনের ধারা

২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৯


জীবন সপ্নের ন্যায়
প্রগতিশীল চিন্তার ন্যায়
রক্ত মাংসের প্রানের ন্যায়
নিশীথ জাগরণের ন্যায়
আচ্ছন্ন ভালবাসার ন্যায়
রক্তের নীলাভ আলোর ন্যায়
রোদেলা মিষ্টি দুপুরের ন্যায়
কত অজানা সুখের ন্যায়।

জীবন রক্তিম,জীবন আনন্দময়
জীবন শান্তির
কখনও বা কষ্ট কখনও বা হাসির।

কবিতা জীবনের ন্যায়
প্রতিটি মুহূর্ত ছকে ধরে রাখার মত
কখনও বা অশান্ত উদ্দাম
কখনও বা নীরব সংগীত।

নীল কষ্টের রেখা ধরে
হাঁটতে চায় না এ জীবন
ক্ষণে ক্ষণে পাল্টে ফেলে
তার রীত তার দিক
তাকে ভালবাসা যায়
আর ভালবাসার জন্যই এ জীবন।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৫

কাইকর বলেছেন: সুন্দর লিখেছেন

২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭

ওমেরা বলেছেন: কবিতাটা সুন্দর হয়েছে।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

৩| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:০১

আকিব হাসান জাভেদ বলেছেন: জীবন যেমে যাওয়া নয়
শুরুতে যেমন ছিলো
শেষেতে ও তাই ।
সুন্দর কবিতা।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:১৯

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য।

৪| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: আমি যদি আপনার মতো সুন্দর করে লিখতে পারতাম !!!

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২১

সফেদ বিহঙ্গ বলেছেন: সবাই যদি কবিতা লিখে তাহলে গল্প লিখবে কারা?আপনার লিখাও তো সুন্দর সাবলীল।

৫| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! সুন্দর কবিতা জীবনকে নিয়ে। জীবন জীবনের ন্যায়, কবিতা জীবনের ন্যায়।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৩

সফেদ বিহঙ্গ বলেছেন: হুম।জীবন জীবনের ন্যায় আর কবিতা জীবনের ন্যায়।বরং কবিতা জীবনের একটি অংশ।ভাল থাকুন।

৬| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: আমার মনে হয় এই কবিতাটি সুন্দর একটা গান হতে পারে! কেমন যেন গানের মতো একটা সুর তাল আছে। বেশ লাগল।

০২ রা জুন, ২০১৮ সকাল ৯:১৭

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।শুনে ভাল লাগল যে এ কবিতাটি গান হতে পারে।আপনি গাইতে জানলে বানিয়ে ফেলুন গান।

৭| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:২৪

শায়মা বলেছেন: জীবন মানেই জীবনকে ভালোবাসা!

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:০৪

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.