নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমারই জন্যে

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:২৪


শোন শূন্যতা
মন আমার ভীষণ কাঁদে
হৃদয় আমার হাহাকার করে
ভয় আমায় নাড়া দিয়ে যায় বারেবার।

শোন নীরবতা
তোমায় আমি ভীষণ ভালোবাসি
তোমায় আমি জড়িয়ে থাকি
তোমায় ঘিরেই স্বপ্ন আমার।

শোন নিস্তব্ধতা
তোমার সাথে আমার ভীষণ মিল
তুমি আর আমি নীরব একাকী
নিস্তব্ধ নিশিরাত।

শোন নিশীথ তারা
এই শূন্যতা,নিরবতা,নিস্তব্ধতা
শুধু তোমারই জন্যে।

জানো মেঘলা বিস্তৃত আকাশ
যা কিনা সদা নত প্রতিনিয়ত
দিগন্তের মিলনে নক্ষত্তের চড়নে
সেই কেবল জানে তোমার আমর প্রনয়েরও কথা।

শোন সবুজের আভা
এ যে প্রানের মায়া
অস্তিত্তের আলো আঁধারি
তোমার আমার মিত্রতার সাক্ষী।

শোন জোছনা রাতের আলো
এ মুগ্ধতা তোমার আমার
এ জোছনার মধুরতা
এ জীবনের চটুলতা
এ হৃদয়ের উদ্ভ্রান্ততা
এ প্রানের ভালোবাসা
শুধু তোমারি জন্যে
শুধুই তোমারই জন্যে।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০০

সনেট কবি বলেছেন: কবিতা ভালো হয়েছে!

০৩ রা জুন, ২০১৮ রাত ১১:২৫

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৩:৪৭

মীর সাজ্জাদ বলেছেন: শূন্যতা এমন একটা বিষয় যাকে ঘিরে বড় বড় লেখক আর কবিতা অনেক কিছু লিখে গেছেন, শূন্যতাতেই হয়তো কবির কবিত্ব শুরু হয়। আপনার শূন্যতার অভিব্যক্তি যেন মন ছুঁয়ে গেল।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।আপনার মন্তব্যও যেন মন ছুঁয়ে গেলো।

৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: সবুজ, জোছনা, নিরবতা, স্বপ্ন, কান্না সব মিশে কবিতায় একাকার।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪১

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ আমার প্রিয় পাঠক এত সুন্দর মন্তব্যের জন্য।

৪| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৫

সফেদ বিহঙ্গ বলেছেন: অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য।আপনার মন্তব্য পেলে মনে হয় হয়তো কবিতাটি ভালই হয়েছে।কিন্তু আপনি মন্ত্রি হলেন কবে থেকে হা হা হা।

৫| ০৬ ই জুন, ২০১৮ রাত ১০:০১

শাহরিয়ার কবীর বলেছেন: গোপাল ভাঁড় হওয়া ইচ্ছা ছিল কিন্তু বুদ্ধি কম হওয়াতে অবশেষে মন্ত্রী হলাম ।। ;) :P

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৩১

সফেদ বিহঙ্গ বলেছেন: হা হা হা উত্তর জেনে মজা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.