নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

প্রেয়সী

০৫ ই জুন, ২০১৮ রাত ১১:০৫


সন্ধ্যের পরন্ত বেলায় সোনা রঙের রূপোলী আলো
যখন তোমার কপোলের ঠিক মাঝ বরাবর
তখন তার যে অকৃত্তিম রূপের লালিমা
তা আমায় মুগ্ধ করেছে কতবার।
আমি মুগ্ধ নয়নে চেয়ে থেকেছি আর ভেবেছি
এই রূপ সেতো কেবল আমারই চোঁখে
এই রূপ সেতো কেবল আমারই আজঁলা ভরা দুহাতে
আমি মুগ্ধ আমি তৃপ্ত আমি আনন্দিত।
এই সৃষ্টির পরিপূর্ণতা কেবল আমার চোখেই পড়ল ধরা।
কেননা সেতো কেবল আমার কাছেই বিশ্বলীলা
সে যে আমার ভূবনভোলানো প্রেয়সী।
তার রূপ হয়তো আছে হয়তো নেই
কিন্তু সে রূপের মহিমা অস্বীকার করার চোখঁও যে আমার নেই।
আমার যে চোখঁ আছে সেতো রূপই খোজেঁ
সেতো সুন্দরের পূজারী তাই এ চোখেঁ সে সর্বদাই রূপসী।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৩৭

পবন সরকার বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:২২

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৬:০৮

রাকু হাসান বলেছেন: প্রেয়সীর কবিতার সাথে তার ছবিটাও সমস্যা করছে .ক্রাসিত B-)

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৩

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।কবিতা পাঠের জন্য এবং মন্তব্যের জন্য।

৩| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: পনি কি শুধু প্রেম ভালোবাসা নিয়েই লিখেন?
দেশ, মা , মাটি মানুষ নিয়ে লিখেন না?

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৮

সফেদ বিহঙ্গ বলেছেন: দেশ,মা মাটি,মানুষ নিয়ে লেখার জন্য তো আপনারাই আছেন।আমি না হয় প্রেম ভালোবাসা নিয়েই লিখলাম।এ দুনিয়ায় এত প্রেম ভালবাসা না লিখলে উপমা পাবেন কোথায়। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.