নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

আহ্বান

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪০


নতুন একটা গল্প বলি শুনো
নতুন একটা মৃত্যুকে
ডেকে আনি চলো
নতুন একটা সূর্য
নাহয় থাকই আমার জন্য।
নতুন কোন ভাবনায়
মেতে উঠি এসো
নতুন কোন প্রভাতে
হয়তো হবে দেখা
হয়তো হবে চারচোখের মিলন
হলে হোক!
নাহয় সে তুমি বুঝেই নিয়ো
নতুন কোন স্বপ্নে
বিভোর আমি
প্রসন্নতার বালাই এখন নেইকো
নেই কোন সৌজন্যতা
কিংবা ভদ্রতা।
আজ এ নতুন গোধূলিতে
মেতে উঠবো এক নতুন লড়াইয়ে
সে লড়াই হতে পারে
তোমার আমার
যে লড়াই এ উজাড় বিশ্বলোক।
জানতো!!!
লড়াই সেতো পাতায় শিশির বিন্দু
এই আছে তো এই নেই।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫০

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০০

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০০

অচেনা হৃদি বলেছেন: Ooops! কবিতা পড়ে মনে হল লাস্ট ফাইটের জন্য প্রস্তুতি নিচ্ছেন !
এনিওয়ে, চমৎকার একটা কবিতা লিখেছেন ।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০২

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।আপনার মন্তব্যটা পড়ে মজা পেলাম।কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল।

৩| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: খেলাতে হারলেও আমাদের ক্রিকেটারেরা নির্বাচনে হারবে না।

লাগবা বাজি!!

৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: এসে দেখলাম, আমার মন্তব্যের উত্তর দেন নি।
কই আপনি? ব্যস্ত?

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩

সফেদ বিহঙ্গ বলেছেন: এই মন্তব্যের কি উত্তর দিব তা আর বুঝে পাচ্ছিলাম না তাই আর উত্তর দেয়া হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.