নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার প্রহর

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬

আমি মনের অজান্তেই কখন যে তোমাকে চেয়েছিলাম আমি নিজেই জানি না।আমি কখনও অপেক্ষা করি না।আমি অপেক্ষা করতে পছন্দ করি না। তাও যে কি ভীষণ অপেক্ষা, আমি তোমাকে বোঝাতে পারবো না।জীবন যুদ্ধে জিতে যাবার এক তীব্র আকাঙ্ক্ষা, হেরে না যাবার এক কঠিন সংকল্প।গহীন মন কুটিরের সে যে কি ভীষণ এক অপেক্ষা তা তোমায় বোঝানো যাবেনা।অপেক্ষার সিঁড়ি বেয়ে আজ আমি ক্লান্ত। আজ আমি মানুষ হিসেবে বহু উপড়ে না খুব নীচে নেমে গেছি নিজেই জানি না।স্বপ্নগুলো হারাতে হারাতে এখন সেখানে দুঃস্বপ্নও দানা বাঁধে না।জীবন যুদ্ধে হেরে গেছি না অন্য এক আকাশ ছুঁতে হাত বাড়িয়েছি তাও আর বুঝতে পারিনা।অনুভুতিগুলো অনুভূতিহীন হতে হতে শারীরিক কষ্টে রূপ নিচ্ছে যেন আর নিতে পারছে না কিন্তু তবুও হাল ছাড়ছিনা ছাড়বওনা। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি লড়াই করব সন্দেহাতীতভাবে।এ এক ভিন্নরকম লড়াই অস্তিত্তের সাথে মনের দ্বন্দের লড়াই। জয় পরাজয়য়ের এক হিংস্র শীতল লড়াই।

সফেদ বিহঙ্গ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: পোষ্টের সারমর্ম টা বুঝতে পারি নি।

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪২

সফেদ বিহঙ্গ বলেছেন: মন খারাপের নানান বায়না তাহারিই এক রূপান্তর।

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩০

ফয়সাল রকি বলেছেন: লড়াই করুন। লড়াই করে বাঁচা ভালো।

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ অশেষ মুল্যবান মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.