নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

ছন্নছাড়া জীবন

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫



আমি না হয় আকাশ হব
মাঝ দুপুরের কালো মেয়েটির ভাবনা হব
দূর পাহাড়ের স্বপ্নগুলো আমার হবে
রাত দুপুরের কষ্টগুলো ভাসবে জলে
পদ্মপুকুর অবগাহন মাঝদুপুরে
জীব ও জড়ের ভৌত পুরীর এই জগতে
অামি না হয় পথ হারানো পথিক হব
কাক চিলেদের ছন্নছাড়া জীবন হব।

দূর পাহাড়ের নদীর শেষে বাঁক থাকে যে
সেই বাঁকেরই আমি না হয় অংশ হবো
আমার সকল প্রহর কাটে ব্যস্ততাতে
তাই বলে কি হারাই আমি নিজ আমাতে
এই শহরের ব্যস্ততাতো নিত্ত্য নতুন
তারাই যেন নেই এখন আর আগের মতন।

প্রহর শেষে আমিও ভাবি পাল্টে যাবো
কালো মেয়ের স্বপ্নে কোন পুরুষ হবো
জবা ফুলের লালচে আলোয় সৃষ্টি হবো
পথের পাশে দিনের শেষে অজানা এক ফুলের গন্ধে
মাতাল হয়ে আকাশ ছোঁব

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
ছবিটা উপরে দেন।

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩২

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ছবিটাও সুন্দর শালীন

কিছু লেখকের অশালীন ছবির কারণে তার পোস্টে যাই না :(

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩২

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৪

নেওয়াজ আলি বলেছেন: সৃজনী লেখা। সুনিপুনl

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩২

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: এত সুন্দর কবিতা। মাত্র তিনটি মন্তব্য কেন?

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৯

সফেদ বিহঙ্গ বলেছেন:
মন্তব্য ৩ টা কেন? সে দুঃখ তো আমি করবো প্রিয় পাঠক।কিন্তু ব্লগ টা বন্ধ হয়ে যাবার পর আপনাদের সাথে যোগাযোগের ও সকল পথ বন্ধ হয়ে গেলো জেনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.