নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩


কবিতা তোমার জন্য এক আকাশ প্রসন্নতা
এক রাশ গোলাপ ছড়ানো পথের কাঁটা
এক পাহাড় অশ্রু ঝরানো ঝর্না ধারা
কবিতা তোমার জন্যই তো শত অপেক্ষা
আকাশ কে কাঁদিয়ে বৃষ্টি ঝরানো
কুয়াশাকে নিজ থেকে ডেকে নিয়ে আকাশ দেখানো
যেন সে চারিদিক কালো করে রাখে।
তোমার গদ্যমাখা পংক্তিরা যখন চিৎকার করে ওঠে
কবিতা আমি নিঃস্ব হয়ে যাই,সম্বিৎ হারিয়ে ফেলি।
কবিতা তোমার আকাশে তো অনেক রঙ
তবে দাও না আমার এ ছোট্ট আকাশ রাঙিয়ে
কবিতা তোমায় ফেলে যাব না কোথাও কথা দিলাম
এ যে নিঃশ্বাস নেয়ার মতো
কেউ কি কখনও ভুলে যায় নিঃশ্বাস নিতে।
কবিতা তোমার আকাশের ঝকঝকে তারাগুলো
ঠিক আমায় মনে করবে দেখে নিয়ো।
কবিতায় কবিতাময় হয়ে ঠিক বেঁচে থাকবো
এই জীর্ণ কবিতাহীন,ছন্দহীণ,রঙহীন জগতে তুমি জেনে নিয়ো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: কবিতা আমি বুঝি না।
আমি বুঝি ক্ষুধা আর ভাত। ধবধবে সাদা ভাত।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা যখন ভাতের ক্ষুধা মেটাতে পারবে তখনই তো তা স্বার্থক হবে। সব সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ নূর ভাই।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: টাইপো (রাস, নিয়)

কুয়াশাকে নিজ থেকে ডেকে নিয়ে আকাশ দেখানো - চমকায় ওঠার মতো ভালো লাইন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৫

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০২

অজ্ঞ বালক বলেছেন: সব কবিরই কবিতাকে নিয়া কিংবা কবিতাকে উদ্দেশ্য কইরা একটা কবিতা থাকেই।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০১

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১২

নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা অহর্নিশি। ♥♥। অনুপম

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০১

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.