নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

জীবন যাত্রা

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯


চোখের অদূরে ঘোলাটে আকাশের ভিড়ে
নিদ্রারা যখন কাক হয়ে দূর নীলিমায় মিলিয়ে যায়
সন্ধ্যের পড়ন্ত বেলায় আমিও অধীর হয়ে থাকি তোমার অপেক্ষায়।
রাতের তারারা ফুল হয়ে মাঝে মাঝে ঝড়ে পড়ে
পাখি হয়ত ভুলে দু-চার লাইন গেয়েও ফেলে
কিন্তু আমি জানি, তোমার আকাশের কোথাও আমি নেই।
ভোরের সূর্য ওঠে, নতুন দিগন্তে চারিদিক উন্মোচিত হয়।
আমিও ভুলে যাই পুরানো সকল স্মৃতি।
দিন বদলের মোহমায়ায় জীবন ঠিকই পাল্টে যায়
স্মৃতিরা নতুন আকাশ দেখে।
পাল্টে যায় সকল জীবন যাত্রা।
গগন ও গহনে জাগে নব তারার মেলা
যেন উন্মীলিত হয় নতুন এক তারকা মেলার অভিরাম শোভাযাত্রা।
আর যেন মন্দিরের ঘণ্টা ধ্বনির মতো বিদায় নেয়
পুরনো সকল মন্থর স্মৃতি।
জীবন যেন ভাষাহীন হয়ে দুহাত বাড়ায়
নতুন স্বপ্নে বিভোর হবার এক অধীর আলিঙ্গনে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: কি সুন্দর কবিতা লিখেছেন- একটার পর একটা শব্দ সাজিয়ে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯

এম এ হানিফ বলেছেন: ইচ্ছে আর স্বপ্নের দিকে অবিরাম ছুটে চলা জীবন, পাখির ডানার মত ভাসিয়ে নিয়ে যাক শরীরটাকে। শুভ হোক নতুনের পথে ভিরবার নবযাত্রা।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: মনোমুগ্ধকর!

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয়,

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.