নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

বকুল ফুলের মালা

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯



অশ্রুজলে লিখে ছিলাম
সন্ধ্যা তারার কথা
তুমি আমি দুজন মিলে
স্মৃতি ছিলাম যেথা
হাতের উপর হাতটি ছিল
মনের মাঝে মন
তুমি আমি একই ছিলাম
ভীষণ আপনজন।
স্বপ্ন ছিল তিন প্রহরের
রাত্রি হবে দিন
তুমি আমি সব অকারণ
মিছে রাত্রি দিন
দিনের শেষে রাত্রিকাশে
বকুল ফুলের মালা
কত সুখে বিভোর ছিল
আমাদের সেই বেলা।
মাঝ নিশীথে অন্ধকারে
তুমি আমি একা
কত সময় কাটিয়েছিলাম
গল্পে মেতে বেলা।
জোয়ার ভাঁটার এই জীবনে
কত কিছুই দেখা
মাঝ নদীতে তুমি আমি
বিপরীত দুই ভেলা
অস্তাচলের অন্ধকারে
আকাশ গেছে ছেয়ে
মিষ্টিদিনের সন্ধ্যাতারা
আর ভাসে না জলে
মেঘেদের সেই কথোপকথন
আর শুনি না হাওয়ায়
আমার তোমার সেই মধুক্ষণ
হারিয়েছে এই বেলায়।

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত। জাস্ট গ্রেট।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৭

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫

নেওয়াজ আলি বলেছেন: বস্তুনিষ্ঠ ভাবনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৭

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.