নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

দগ্ধ নগরীর বাসিন্দা

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬



তিক্ততার চোরাবালিতে মন আঁটকে একাকার।
আমি নির্ভুল সমাজ ব্যবস্থায় বাঁচতে চাই।
কিন্তু আমি এই দগ্ধ নগরীর বাসিন্দা হয়ে
কবে যে শিশু কীট থেকে বিষাক্ত শুয়োপোকা হয়ে গেছি নিজেই জানি না।
বেঁচে থাকা গ্লানিময়, গ্লানিময় বলে চিৎকার করে ধূলো উড়োই।
কিন্তু কে ফেলল এই ধূলোতে তা একবার পেছন ফিরে তাকাই না।
আমি আত্মনিন্দে কিংবা গ্লানির রসাতলে আর যাই না।
জীবন নিয়ে ভাবাই ছেড়ে দিয়েছি।

এ জীবনে আকাশ দেখেছি, তাতে রোদ, বৃষ্টি, ঝড় সবই দেখেছি।
হতাস নই, যারা ভাবে আমি হতাশাগ্রস্ত তারা ভুলভাবে।
তারা আমাকে জানেই না!

হুম হয়তো কিছুটা স্বপ্নে বাঁচি,বাঁচলাম ই না হয়!
ছোট্ট একটা জীবন, যদি এভাবে বেঁচে থাকা যায় ক্ষতি কি!
হ্যা, ভয় আছে! যদি না পারি!
স্বপ্নগুলো ভেঙ্গে আকাশ যদি উন্মুক্ত হয়ে যায়
সে জীবন কি নিতে পারবো?
সে জীবনে কি আদৌ বেঁচে থাকবো?

আমি! এই আমি বলছি! যারা ভালোবাসো, যারা জানো আমাকে !
মন থেকে বিশ্বাস করে বল তো!
সে জীবনে কি আদৌ আমি থাকবো

এ আকাশ, বাতাস, ধরিত্রী আমায় জানে
মানুষ না হলেও কথা ছিল, প্রকৃতি কি করে করবে বলতে পারো?
বিশ্বাসঘাতকতা করা অনেক কঠিন কাজ।
বেঁচে আছি বেঁচে থাকবো।
যতদিন সহ্যসীমায় থাকবে ততদিন থাকবো।
এরপর আর কার ও সাধ্য নেই।
কেননা মনে জানি কেউ একজন অনেক ভালবাসে
আর ভালবাসার কোন প্রতিদান হয় না।


সফেদ বিহঙ্গ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
চমৎকার।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

নেওয়াজ আলি বলেছেন: মোহিত হলাম কাব্য চয়নে।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.