নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

হীনমন্যতা

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:২৪



হীনমন্যতা এমন একটি রিপু যা মানুষের অজান্তেই তার সুন্দর সুকুমার হৃদয়টাকে হাহাকারে পরিপূর্ণ করে দেয়।জীবনকে অন্ধকারের দিকে ধীরেধীরে নিয়ে যায় ।যেন সবগুলো বাতি আঁধারে ঢেকে যায়।জীবন হাতড়ে যায় না পাওয়া তার কোণ কুল কিনারা।তবুও সংগ্রামী মানুষ থেমে থাকে না। মানুষ থেমে থাকা জীবন নিতেই পারে না।এগোতে চায় নতুন করে,সে বাঁচতে চায়।ধরতে চায় নতুন কোন অজানা পালের হাল।কিন্তু কখন ও জীবন অট্টহাসি দিয়ে উপহাস করে যায়।কখন ও বা নতুন দিনের দিশারী হয়ে সম্মুখে এগিয়ে নিয়ে যায়। আর তাই জন্যই হয়তো আমরা ললাট উপহাস করলেও মন থেকে খুব একটা যে অস্বীকার করি এমন না।ভাগ্যে কিছুটা বিশ্বাস করতে মন থেকেই যেন আমাদের আনমনে একটু ভালো লাগা বোধ কাজ করে থাকে।হায়রে নিয়তি!জীবনের পরিহাস হয়তো এখানেই!

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলেই হীনমন্যতায় ভূগে।

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:১০

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। সত্য কথা যায় না বলা সহজে। সুন্দর ও সহজ স্বীকারোক্তি।

২| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:০৯

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য উপস্থাপন

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:১০

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.