নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

শহুরে জীবন

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:১৬



ইট কাঠ আর পাথরের এ শহর
কিছুটা আলোর ঝলকানি
আর চাকচিক্যের আলো আঁধারি
আবর্জনা আর লোহা লক্কড়ের জঞ্জাল
ধূলো,তুলো আর সুতোর ঝনঝনানি
এখানে মেশিনের শব্দ অহরহ
এখানে ক্লান্তির ছায়া প্রতিনিয়ত
এখানে লোকচক্ষুর অন্তরাল কিছু নেই
এখানে ভালবাসা নেই।
স্বার্থ আর স্বার্থের চুলচেরা বিশ্লেষণে
জীবনের মুহূর্তগুলোই মলিন হয়ে যায়
স্বপ্নের দেখা কখনও মেলে না।
এ শহর আমায় দেখে
আমিও দেখি এক অদ্ভুত চোখে
নেশা লাগানো লাল আলোর সানগ্লাস
প্রকৃত কার হাতে!
সময় পার হয় মেঘের পালকে
ডানা ঝাঁপটায় কিছু স্মৃতি
প্রকৃতি তারই ডাক মেনে নেয়
যে মিলিয়ে যায় না
ইট কাঠ আর পাথরের হয়ে রয়ে যায়
ভাস্করের ন্যায়

সফেদ বিহঙ্গ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: আটপৌরে নগরজীবনে ধুলো মাটিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বরং স্বপ্নেরা খেলা করুক কাব্যে নানান মায়াবী ছন্দে।

শুভকামনা জানবেন।

০৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৬

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৪২

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।

০৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৬

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: চমৎকার।

০৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৬

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১২

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন , ভাল লাগা রইল ।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৮

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.